সাবধান হন ভাই! WhatsApp-এ বড় ভাই, ছোট ভাইয়ের খপ্পরে পড়লে আর রক্ষা নেই কিন্তু!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
এবারে লক্ষ্য হোয়াটসঅ্যাপ, অনেকেই আজকাল +৯২ (দেশের কোড) এমন এক নম্বর থেকে কল পাচ্ছেন। সেখানে বিপদটা কোথায়?
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সতর্ক থাকতে কী করা দরকার তাহলে? - ফোনে কাউকে ব্যক্তিগত তথ্য দেওয়া চলবে না। - কেউ কোনও প্রতিষ্ঠানের হয়ে কল করলে ভেরিফায়েড নম্বর চেয়ে সেখানে কল করে সত্যতা যাচাই করা উচিত। - এই ধরনের নম্বর থেকে কল বা মেসেজ এলে রিপোর্ট করে তা সঙ্গে সঙ্গে ব্লক করে দেওয়া। - দেশের Do Not Call রেজিস্ট্রিতে নিজের নাম তুলে রাখা, যাতে এই ধরনের অবাঞ্ছিত কল থেকে রেহাই পাওয়া যায়। - স্ক্যাম কল ঠেকাতে কলার আইডি অ্যাপ ব্যবহার করা যায়।