ফিক্সড ডিপোজিটে ৯.৫ শতাংশ পর্যন্ত সুদ, কোন কোন ব্যাঙ্কে পাবেন এই স্কিমের সুবিধা দেখে নিন
Last Updated:
নিজের সঞ্চয় দ্রুত দ্বিগুণ হোক এটা সকলেই চায় ৷ আর বিনিয়োগের সবচেয়ে সরল মাধ্যম হিসেবে ব্যাঙ্ককেই বেছে নেয় সাধারণ মানুষ ৷ ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট স্কিমে টাকা জমা রাখা সঞ্চয়ের সবথেকে নির্ভরযোগ্য মাধ্যম ৷ ব্যাঙ্কের বর্তমান ফিক্সড ডিপোজিটের সুদের হার অনুযায়ী গড়ে বেশিরভাগ ব্যাঙ্কেরই সুদের হার ঘোরাফেরা করে ৬.২৫ শতাংশের আশেপাশে ৷ তবে বেশ কিছু ব্যাঙ্কের সঞ্চয় প্রকল্প এর থেকেও বেশি হারে সুদ দেয় ৷
advertisement
আমাদের দেশের অধিকাংশ মানুষই স্বল্প উপার্জনকারী ৷ সংসারের বোঝা সামলে হাতে থাকা টাকা দিয়ে ব্যাঙ্কের সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করে প্রত্যেকেও বড় অঙ্কের আমানত ফেরত চান ৷ এই সব ক্ষেত্রে বিনিয়োগের আদর্শ মাধ্যম হল স্মল ফিনান্স ব্যাঙ্ক ৷ সাধারণ ব্যাঙ্কের থেকে এই ব্যাঙ্কে বিনিয়োগ করলে মেলে অনেক বেশি সুদ ৷
advertisement
এক কোটি টাকার কম আমানতে সাধারণ ব্যাঙ্কের থেকে অনেক বেশি হারে সুদ দেয় স্মল ফিনান্স ব্যাঙ্কগুলি ৷ এমনই কিছু ব্যাঙ্ক হল- জন স্মল ফিনান্স ব্যাঙ্ক, ফিনকেয়ার স্মল ফিনান্স ব্যাঙ্ক, ESAF স্মল ফিনান্স ব্যাঙ্ক, ইকুটাস স্মল ফিনান্স ব্যাঙ্ক এবং উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাঙ্ক ৷ আসুন জেনে নিই কতদিনের মেয়াদে কত টাকা জমা করলে এই ব্যাঙ্কগুলিতে মিলবে চড়া হারে সুদ ৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement