Banking Service: রবিবারও খোলা ব্যাঙ্ক, এটাই বড় কারণ, জেনে রাখা দরকার আপনারও
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
কোথায় ঘটল এমন ঘটনা ? কেন রবিবার খোলা ছিল ব্যাঙ্ক ?
advertisement
advertisement
মাহতারি বন্দন যোজনার ফর্ম জমা দেওয়ার পর আপডেট করছে ছত্তিশগড়ের মহিলা ও শিশু উন্নয়ন বিভাগ। এই প্রকল্পে ২১ বছরের বেশি বয়সী বিবাহিত, অবিবাহিত কিংবা স্বামী পরিত্যক্ত মহিলাদের প্রতি মাসে ডিবিটি-র মাধ্যমে ১০০০ টাকা করে দেবে সরকার। বছরে ১২ হাজার টাকা। ৮ মার্চ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট শুরু হবে।
advertisement
দেখা গিয়েছে, প্রায় ৩০ হাজার ৫৩৮ জন সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক নেই। ২০ হাজার অ্যাকাউন্টে ই-কেওয়াইসি বাকি। এরপরই শুরু হয় কাজ। ১ মার্চ পর্যন্ত ১০ হাজার অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা হয়েছে। বাকিদের আধার লিঙ্ক করার জন্য রবিবারও খোলা ছিল ব্যাঙ্ক, যাতে কোনও সুবিধাভোগী প্রকল্প থেকে বঞ্চিত না হন।
advertisement
ব্যাঙ্ক কর্তৃপক্ষকে ডিস্ট্রিক্ট কালেক্টরের নির্দেশ: মহিলা ও শিশু উন্নয়ন দফতরের আধিকারিক অনিতা আগরওয়াল বলেছেন, যোগ্য সুবিধাভোগীদের চূড়ান্ত তালিকা ১ মার্চ প্রকাশ করা হয়েছে। কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা না থাকলে যোগ্য হলেও ডিবিটি-র মাধ্যমে টাকা পাঠাতে পারবে না সরকার। এরপরই দ্রুত কাজের জন্য রবিবার ব্যাঙ্ক খোলা রাখার নির্দেশ দেন জেলা কালেক্টর।
advertisement
জাঞ্জগির চম্পার জেলা কালেক্টর আকাশ চিকারা এলাকার সমস্ত ব্যাঙ্ক ইনচার্জদের রবিবার, ৩ মার্চ ব্যাঙ্ক খোলা রাখার নির্দেশ দেন। তবে শুধুমাত্র মাহতারি বন্দন যোজনা প্রকল্পের অধীনে আধার লিঙ্ক এবং ডিবিটি সক্রিয় করার কাজ হবে। অন্যান্য লেনদেন বন্ধ থাকবে। তবে শুধু ব্যাঙ্ক নয়, রবিবার জেলার সমস্ত কিয়স্ক ব্যাঙ্কগুলিও খোলা রাখার নির্দেশ দিয়েছিলেন তিনি।