সংসদে পাশ হল সংশোধিত ব্যাঙ্কিং বিল, জেনে নিন কী সুবিধে পাবেন গ্রাহকরা
- Published by:Debamoy Ghosh
Last Updated:
ব্যাঙ্কের গ্রাহকদের সুরক্ষার কথা ভেবে নতুন আইনে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে৷
advertisement
এর ফলে কো অপারেটিভ ব্যাঙ্কগুলিতে রাখা গ্রাহকদের অর্থও অনেকটাই সুরক্ষিত থাকবে৷ সাম্প্রতিক কালে দেশের একাধিক কোঅপারেটিভ ব্যাঙ্কে আর্থিক অনিয়মের ঘটনা সামনে এসেছে৷ আর্থিকভাবে দেউলিয়াও হয়েছে অনেক কোঅপারেটিভ ব্যাঙ্ক৷ যার জেরে ১৯৪৯ সালের ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট সংশোধন করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার৷
advertisement
advertisement
এর পাশাপাশি যে কোনও ব্যাঙ্কের গ্রাহকদের সুরক্ষার কথা ভেবে নতুন আইনে একটি পরিবর্তন আনা হচ্ছে৷ এতদিন কোনও ব্যাঙ্ক আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লে বা দেউলিয়া হয়ে গেলে গ্রাহকরা সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পেতেন৷ তা সে গ্রাহকের অ্যাকাউন্টে যত টাকাই থাক না কেন৷ কিন্তু বর্তমান আইনে এই ক্ষতিপূরণের পরিমাণ বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে৷
advertisement