Bank Sell: বিক্রি হয়ে যাচ্ছে এই ব্যাঙ্ক, কে কিনছে? আপনার অ্যাকাউন্ট থাকলে কী হবে টাকার ?
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Bank Sell: বর্তমানে ব্যাঙ্কের মোট ৬০৭ কোটি টাকার সম্পত্তি রয়েছে। ব্যবসা রয়েছে ৫ রাজ্যে। মোট ১৬৬টি শাখা। কর্মচারীর সংখ্যা ৯৪১ জন।
বিক্রি হয়ে যাচ্ছে নৈনিতাল ব্যাঙ্ক লিমিটেড। বর্তমানে নৈনিতাল ব্যাঙ্কের মোট ৬০৭ কোটি টাকার সম্পত্তি রয়েছে। ব্যবসা রয়েছে ৫ রাজ্যে। মোট ১৬৬টি শাখা। কর্মচারীর সংখ্যা ৯৪১ জন। নৈনিতাল ব্যাঙ্কের পুরো শেয়ার বিক্রি করবে ব্যাঙ্ক অফ বরোদা। এই বিষয়ে যাবতীয় তথ্যও ব্যাঙ্ক অফ বরোদার কাছ থেকে পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
advertisement
কবে বিক্রি হবে? কত টাকায় বিক্রি হবে নৈনিতাল ব্যাঙ্ক লিমিটেড? ব্যাঙ্ক অফ বরোদার তরফে জানানো হয়েছে, নৈনিতাল ব্যাঙ্ক লিমিটেড বিক্রির প্রক্রিয়া চলছে। এখনই এই বিষয়ে কোনও মন্তব্য করা যাবে না। তবে বলে রাখা ভাল, গত সপ্তাহে শোনা গিয়েছিল, প্রেমজি ইনভেস্ট এবং ব্যাঙ্ক অফ বরোদার মধ্যে নৈনিতাল ব্যাঙ্কের সংখ্যাগরিষ্ঠ অংশীদারিত্ব কেনা নিয়ে আলোচনা প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
advertisement
ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আলোচনার এক পর্যায়ে প্রেমজি ইনভেস্ট একটি মেয়াদ পত্রে স্বাক্ষর করেছে। তবে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কোনও পক্ষই। জানা যাচ্ছে, প্রথম ধাপে ৫১ শতাংশ শেয়ার বিক্রি করা হবে। পরের ধাপে বাকিটা। বর্তমানে ব্যাঙ্ক অফ বরোদার কাছেই নৈনিতাল ব্যাঙ্কের ৯৮.৫৭ শতাংশ শেয়ার রয়েছে।
advertisement
প্রসঙ্গত, ১৯২২ সালে চালু হয় নৈনিতাল ব্যাঙ্ক। গোবিন্দ বল্লভ পন্ত এবং নৈনিতালের আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি মিলে এই ব্যাঙ্ক প্রতিষ্ঠা করেছিলেন। প্রাথমিক উদ্দেশ্য ছিল, উত্তরাখণ্ডের সাধারণ মানুষকে প্রয়োজনীয় ব্যাঙ্কিং পরিষেবা প্রদান করা। তাই নৈনিতাল ব্যাঙ্কের বেশিরভাগ শাখাই রয়েছে উত্তরাখণ্ডে। তবে উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানা এবং রাজস্থানেও ব্যাঙ্কের কিছু শাখা রয়েছে।
advertisement
advertisement