Bank Locker Rule: হারিয়ে ফেলেছেন ব্যাঙ্ক লকারের চাবি? তাহলে কি হাতছাড়া হয়ে যাবে আপনার সোনা-দানা ও নথি?
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Bank Locker Rule: অনেক সময় গ্রাহকরা ব্যাঙ্কের লকারের চাবি হারিয়ে ফেলেন। কখনও আবার চাবি সমেত ব্যাগ চুরি হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে এমন পরিস্থিতিতে কী হবে?
advertisement
advertisement
advertisement
advertisement
এইচডিএফসি ব্যাঙ্কের মতে, আপনাকে লকারের কী এবং নম্বরের বিশদ বিবরণ-সহ একটি আবেদনপত্র জমা দিতে হবে। এর সঙ্গে, পুলিশ রিপোর্ট দায়ের করে অভিযোগের রশিদের ফটোকপিও দিতে হবে ব্যাঙ্ককে। এর পরে ব্যাঙ্ক নতুন চাবির জন্য আপনাকে চার্জ করবে। তারপর, ব্যাঙ্ক আপনাকে বলবে কখন এবং কোথায় নতুন চাবি সংগ্রহ করতে হবে। নতুন চাবি সংগ্রহের জন্য লকার ভাড়াকারীকে নির্দিষ্ট সময় ও স্থানে উপস্থিত থাকতে হবে। ডুপ্লিকেট চাবিতে কিন্তু লকার টেম্পারড হওয়ার ঝুঁকি থেকে যায়।
advertisement
advertisement
advertisement
advertisement