Bank Holiday: ইদ উপলক্ষে আগামিকাল কি ব্যাঙ্ক বন্ধ থাকবে ? জেনে নিন
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Bank Holiday: বলে রাখা ভাল যে, ঈদ-উল-ফিতরের সূচনা অর্ধচন্দ্রাকার চাঁদ দেখা যাওয়ার উপর নির্ভর করে। এটা আবার শওয়াল মাসেরও সূচনার প্রতীক।
advertisement
বলে রাখা ভাল যে, ইদ-উল-ফিতরের সূচনা অর্ধচন্দ্রাকার চাঁদ দেখা যাওয়ার উপর নির্ভর করে। এটা আবার শওয়াল মাসেরও সূচনার প্রতীক। আর এই মাস হল ইসলামিক (হিজরি) ক্যালেন্ডার অনুযায়ী দশম মাস। চান্দ্রমাস সাধারণত ২৯ থেকে ৩০ দিনের হয়ে থাকে। মুসলিম ধর্মাবলম্বীরা সাধারণত কবে ঈদ, সেই নিশ্চয়তা পাওয়ার জন্য আগের দিন সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে থাকেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এপ্রিল মাসে বার্ষিক হিসাব শেষ করার উপলক্ষে ব্যাঙ্কগুলি বন্ধ থাকে। এর পাশাপাশি বাবু জগজীবন রামের জন্মদিন/ জুমত-উল-ভিদা, গুড়ি পড়ওয়া/ উগাড়ি উৎসব/ তেলুগু নিউ ইয়ার্স ডে/ সাজিবু নঙ্গমাপানবা (চেইরাওবা)/ প্রথম নবরাত্রা, রমজান-ঈদ (ঈদ-উল-ফিতর), বোহাগ বিহু/ চেইরাওবা/ বৈশাখী/ বিজু উৎসব, বোহাগ বিহু/ হিমাচল দিবস, শ্রী রামনবমী, গারিয়া পূজার কারণে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
advertisement
advertisement
advertisement







