দিওয়ালির পরেও ৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন তালিকা

Last Updated:
কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ অথবা ছুটি থাকবে, দেখে নিন
1/7
আপনার যদি এমন কোনও কাজ থাকে, যার জন্য আপনাকে ব্যাঙ্কে যেতে হতে পারে তবে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। দুর্গাপুজো, কালীপুজো, দিওয়ালি শেষ হলেও, উৎসব বাকি। রয়েছে ভাইফোঁটার মত উৎসব। তাই বন্ধ থাকবে ব্যাঙ্ক। ফলে ব্যাঙ্ক বন্ধ থাকার তারিখগুলো না জানলে সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষ। দিওয়ালির পরেও  ৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে নভেম্বর মাসে বলে জানা গিয়েছে।
আপনার যদি এমন কোনও কাজ থাকে, যার জন্য আপনাকে ব্যাঙ্কে যেতে হতে পারে তবে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। দুর্গাপুজো, কালীপুজো, দিওয়ালি শেষ হলেও, উৎসব বাকি। রয়েছে ভাইফোঁটার মত উৎসব। তাই বন্ধ থাকবে ব্যাঙ্ক। ফলে ব্যাঙ্ক বন্ধ থাকার তারিখগুলো না জানলে সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষ। দিওয়ালির পরেও ৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে নভেম্বর মাসে বলে জানা গিয়েছে।
advertisement
2/7
কেন্দ্র সরকার নির্দেশিত ছুটি ছাড়াও রয়েছে রবিবার, দ্বিতীয় ও চতুর্থ শনিবার। রাজ্য বিশেষেও ছুটির দিন ব্যাংক বন্ধ থাকার নির্দেশ রয়েছে।
কেন্দ্র সরকার নির্দেশিত ছুটি ছাড়াও রয়েছে রবিবার, দ্বিতীয় ও চতুর্থ শনিবার। রাজ্য বিশেষেও ছুটির দিন ব্যাংক বন্ধ থাকার নির্দেশ রয়েছে।
advertisement
3/7
দীপাবলির পরের ২ দিনই বন্ধ থাকবে ব্যাঙ্ক। দিওয়ালির পরের দিন ১৫ নভেম্বর পড়েছে রবিবার। তাই এই দিন দেশজুড়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক। এর পর ১৬ নভেম্বর সোমবারও বেস কিছু রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক। কারণ সোমবার হচ্ছে ভাইপোঁটা বা ভাইদুজ। এই উৎসবের মরশুমে বেশ কয়েকদিনই বন্ধ থাকে ব্যাঙ্ক।
দীপাবলির পরের ২ দিনই বন্ধ থাকবে ব্যাঙ্ক। দিওয়ালির পরের দিন ১৫ নভেম্বর পড়েছে রবিবার। তাই এই দিন দেশজুড়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক। এর পর ১৬ নভেম্বর সোমবারও বেস কিছু রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক। কারণ সোমবার হচ্ছে ভাইপোঁটা বা ভাইদুজ। এই উৎসবের মরশুমে বেশ কয়েকদিনই বন্ধ থাকে ব্যাঙ্ক।
advertisement
4/7
বিহার ও ঝাড়ণ্ডে ছট পুজো উপলক্ষে ২০-২১ নভেম্বর বন্ধ ব্যাঙ্ক ৷ আর ২২ নভেম্বর রবিবার পড়ার কারণে সেদিনও ফের দেশজুড়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
বিহার ও ঝাড়ণ্ডে ছট পুজো উপলক্ষে ২০-২১ নভেম্বর বন্ধ ব্যাঙ্ক ৷ আর ২২ নভেম্বর রবিবার পড়ার কারণে সেদিনও ফের দেশজুড়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
advertisement
5/7
২৮,২৯ আর ৩০ নভেম্বরও বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ ২৮ নভেম্বর মাসের চতুর্থ শনিবার, তাই সেদিন দেশজুড়ে ব্যাঙ্ককর্মীদের ছুটি থাকবে। প্রতি মাসের চতুর্থ শনিবার ব্যাঙ্ককর্মীদের কেন্দ্র সরকার নির্দেশিত ছুটি দিন। এর পর ২৯ তারিখ রবিবার, তাই সে দিনও ব্যাঙ্ক বন্ধ।
২৮,২৯ আর ৩০ নভেম্বরও বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ ২৮ নভেম্বর মাসের চতুর্থ শনিবার, তাই সেদিন দেশজুড়ে ব্যাঙ্ককর্মীদের ছুটি থাকবে। প্রতি মাসের চতুর্থ শনিবার ব্যাঙ্ককর্মীদের কেন্দ্র সরকার নির্দেশিত ছুটি দিন। এর পর ২৯ তারিখ রবিবার, তাই সে দিনও ব্যাঙ্ক বন্ধ।
advertisement
6/7
সোমবার ৩০ নভেম্বর গুরু নানক জয়ন্তীর জন্য বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ অন্যদিরে Eid e-Milad-un- Nabi এর জন্য জম্মু-কাশ্মীরে ৩০ নভেম্বর বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷
সোমবার ৩০ নভেম্বর গুরু নানক জয়ন্তীর জন্য বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ অন্যদিরে Eid e-Milad-un- Nabi এর জন্য জম্মু-কাশ্মীরে ৩০ নভেম্বর বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷
advertisement
7/7
মণিপুরে ১৭ নভেম্বর Ningol Chakouba-র জন্য বন্ধ ব্যাঙ্ক ৷ অসমে ২৪ নভেম্বর লচিত দিবসের জন্য ব্যাঙ্ক বন্ধ ৷ মেঘালয়ে ২৬ নভেম্বর Seng Kut Snem এর জন্য ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে ৷
মণিপুরে ১৭ নভেম্বর Ningol Chakouba-র জন্য বন্ধ ব্যাঙ্ক ৷ অসমে ২৪ নভেম্বর লচিত দিবসের জন্য ব্যাঙ্ক বন্ধ ৷ মেঘালয়ে ২৬ নভেম্বর Seng Kut Snem এর জন্য ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে ৷
advertisement
advertisement
advertisement