Bank Holiday List: অগাস্ট মাসে ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন ছুটির সম্পূর্ণ তালিকা

Last Updated:
Bank Holiday List: নেট ব্যাঙ্কিং এবং এটিএম চালু থাকবে। মোবাইল অ্যাপ ও ব্যাঙ্কের ওয়েবসাইটের মাধ্যমেও লেনদেন করতে পারবেন গ্রাহকরা।
1/7
অগাস্ট মাসের ছুটির তালিকা প্রকাশ করল রিজার্ভ ব্যাঙ্ক। রবিবার ও সপ্তাহের দ্বিতীয়-চতুর্থ শনিবার এবং আঞ্চলিক ও রাজ্যের নির্দিষ্ট ছুটি সহ অগাস্টে মোট ১৩ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে নেট ব্যাঙ্কিং এবং এটিএম চালু থাকবে। মোবাইল অ্যাপ ও ব্যাঙ্কের ওয়েবসাইটের মাধ্যমেও লেনদেন করতে পারবেন গ্রাহকরা।
অগাস্ট মাসের ছুটির তালিকা প্রকাশ করল রিজার্ভ ব্যাঙ্ক। রবিবার ও সপ্তাহের দ্বিতীয়-চতুর্থ শনিবার এবং আঞ্চলিক ও রাজ্যের নির্দিষ্ট ছুটি সহ অগাস্টে মোট ১৩ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে নেট ব্যাঙ্কিং এবং এটিএম চালু থাকবে। মোবাইল অ্যাপ ও ব্যাঙ্কের ওয়েবসাইটের মাধ্যমেও লেনদেন করতে পারবেন গ্রাহকরা।
advertisement
2/7
আরবিআই দেশের সমস্ত ব্যাঙ্কের জন্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের ছুটি, রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট ছুটি এবং অ্যাকাউন্ট ক্লোজিংয়ের জন্য ছুটির দিন নির্ধারণ করে। স্বাধীনতা দিবস সহ অগাস্ট মাসে একাধিক ছুটি রয়েছে। তাই বাড়ি থেকে বেরনোর আগে রিজার্ভ ব্যাঙ্কের জারি করা ব্যাঙ্ক ছুটির তালিকা দেখে নেওয়া জরুরী। নাহলে অহেতুক হয়রান হতে হবে।
আরবিআই দেশের সমস্ত ব্যাঙ্কের জন্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের ছুটি, রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট ছুটি এবং অ্যাকাউন্ট ক্লোজিংয়ের জন্য ছুটির দিন নির্ধারণ করে। স্বাধীনতা দিবস সহ অগাস্ট মাসে একাধিক ছুটি রয়েছে। তাই বাড়ি থেকে বেরনোর আগে রিজার্ভ ব্যাঙ্কের জারি করা ব্যাঙ্ক ছুটির তালিকা দেখে নেওয়া জরুরী। নাহলে অহেতুক হয়রান হতে হবে।
advertisement
3/7
অগাস্টে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকলেও রাখী বন্ধন ও জন্মাষ্টমী উপলক্ষে কয়েকটি রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। রবিবার এবং সপ্তাহের দ্বিতীয় ও চতুর্থ শনিবার মিলিয়ে মোট ৬ দিন ছুটি থাকছে। এর পাশাপাশি বিভিন্ন রাজ্যে উৎসবের কারণে ছুটি থাকবে আরও ৭ দিন। এই তালিকা রিজার্ভ ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। অনলাইনে দেখে নেওয়া যায়। এখানে অগাস্ট মাসে কোথায়, কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে, তার তালিকা রইল।
অগাস্টে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকলেও রাখী বন্ধন ও জন্মাষ্টমী উপলক্ষে কয়েকটি রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। রবিবার এবং সপ্তাহের দ্বিতীয় ও চতুর্থ শনিবার মিলিয়ে মোট ৬ দিন ছুটি থাকছে। এর পাশাপাশি বিভিন্ন রাজ্যে উৎসবের কারণে ছুটি থাকবে আরও ৭ দিন। এই তালিকা রিজার্ভ ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। অনলাইনে দেখে নেওয়া যায়। এখানে অগাস্ট মাসে কোথায়, কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে, তার তালিকা রইল।
advertisement
4/7
অগাস্ট মাসে ব্যাঙ্ক ছুটির তালিকা:
অগাস্ট মাসে ব্যাঙ্ক ছুটির তালিকা:
advertisement
5/7
-৩ অগাস্ট - আগরতলায় কের পূজা উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।-৪ অগাস্ট –রবিবার।

-৮ আগস্ট - টেন্ডং লো রুম ফাত উদযাপন উপলক্ষে গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

-১০ অগাস্ট - দ্বিতীয় শনিবার।

-১১ অগাস্ট – রবিবার।
-৩ অগাস্ট - আগরতলায় কের পূজা উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।-৪ অগাস্ট –রবিবার। -৮ আগস্ট - টেন্ডং লো রুম ফাত উদযাপন উপলক্ষে গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে। -১০ অগাস্ট - দ্বিতীয় শনিবার। -১১ অগাস্ট – রবিবার।
advertisement
6/7
-১৩ অগাস্ট - দেশপ্রেমিক দিবস উপলক্ষে ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ থাকবে।-১৫ অগাস্ট - স্বাধীনতা দিবস। সারা দেশের সমস্ত ব্যাঙ্ক এই দিন বন্ধ থাকবে।

-১৮ অগাস্ট – রবিবার।

-১৯ অগাস্ট – রাখীবন্ধন উপলক্ষে কয়েকটি রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

-২০ অগাস্ট - শ্রী নারায়ণ গুরু জয়ন্তী উপলক্ষে কেরলে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
-১৩ অগাস্ট - দেশপ্রেমিক দিবস উপলক্ষে ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ থাকবে।-১৫ অগাস্ট - স্বাধীনতা দিবস। সারা দেশের সমস্ত ব্যাঙ্ক এই দিন বন্ধ থাকবে। -১৮ অগাস্ট – রবিবার। -১৯ অগাস্ট – রাখীবন্ধন উপলক্ষে কয়েকটি রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। -২০ অগাস্ট - শ্রী নারায়ণ গুরু জয়ন্তী উপলক্ষে কেরলে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
advertisement
7/7
-২৪ অগাস্ট: দ্বিতীয় শনিবার।-২৫ আগস্ট: রবিবার।

-২৬ অগাস্ট - জন্মাষ্টমী উপলক্ষে কয়েকটি রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
-২৪ অগাস্ট: দ্বিতীয় শনিবার।-২৫ আগস্ট: রবিবার। -২৬ অগাস্ট - জন্মাষ্টমী উপলক্ষে কয়েকটি রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
advertisement
advertisement
advertisement