Bank Holidays: পুজোর মাসে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ? দেখে নিন ছুটির পুরো লিস্ট

Last Updated:
Bank Holiday List: এবার দুর্গামায়ের মহাপূজার লগ্ন সীমিত মাত্র ৩ দিনে। অন্য দিকে, কোজাগরী লক্ষ্মী পূজায় পূর্ণিমা তিথি থাকবে দুই দিন ব্যাপী। অতএব, হিসেব ঝালিয়ে না নিলেই নয়।
1/7
পুজোর মাস বলে কথা! ব্যাঙ্ক যে বেশ অনেকগুলো দিন বন্ধ থাকবে, তা বাঙালি মাত্রেরই হিসেবে রয়েছে। তাও একবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নির্ধারিত হিসেবে চলতি বছরের অক্টোবর মাসে ব্যাঙ্ক কোন কোন দিন বন্ধ থাকবে, সেটা দেখে নেওয়া যাক। কেন না, এবার দুর্গামায়ের মহাপূজার লগ্ন সীমিত মাত্র ৩ দিনে। অন্য দিকে, কোজাগরী লক্ষ্মী পূজায় পূর্ণিমা তিথি থাকবে দুই দিন ব্যাপী। অতএব, হিসেব ঝালিয়ে না নিলেই নয়।
পুজোর মাস বলে কথা! ব্যাঙ্ক যে বেশ অনেকগুলো দিন বন্ধ থাকবে, তা বাঙালি মাত্রেরই হিসেবে রয়েছে। তাও একবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নির্ধারিত হিসেবে চলতি বছরের অক্টোবর মাসে ব্যাঙ্ক কোন কোন দিন বন্ধ থাকবে, সেটা দেখে নেওয়া যাক। কেন না, এবার দুর্গামায়ের মহাপূজার লগ্ন সীমিত মাত্র ৩ দিনে। অন্য দিকে, কোজাগরী লক্ষ্মী পূজায় পূর্ণিমা তিথি থাকবে দুই দিন ব্যাপী। অতএব, হিসেব ঝালিয়ে না নিলেই নয়।
advertisement
2/7
প্রথমেই আসা যাক আমাদের রাজ্যের কথায়! পশ্চিমবঙ্গে অক্টোবর মাসে ব্যাঙ্ক বন্ধ থাকছে ৬ দিন। দেখে নেওয়া যাক সেই তালিকা-
প্রথমেই আসা যাক আমাদের রাজ্যের কথায়! পশ্চিমবঙ্গে অক্টোবর মাসে ব্যাঙ্ক বন্ধ থাকছে ৬ দিন। দেখে নেওয়া যাক সেই তালিকা-
advertisement
3/7
- ২ অক্টোবর, ২০২৪, বুধবার গান্ধি জয়ন্তী- ১০ অক্টোবর, ২০২৪, বৃহস্পতিবার, দুর্গা সপ্তমী
- ১১ অক্টোবর, ২০২৪, শুক্রবার, দুর্গা অষ্টমী এবং দুর্গা নবমী
- ১২ অক্টোবর, ২০২৪, শনিবার, বিজয়া দশমী
- ১৬ অক্টোবর, ২০২৪, বুধবার, কোজাগরী লক্ষ্মী পূজা
- ২ অক্টোবর, ২০২৪, বুধবার গান্ধি জয়ন্তী- ১০ অক্টোবর, ২০২৪, বৃহস্পতিবার, দুর্গা সপ্তমী - ১১ অক্টোবর, ২০২৪, শুক্রবার, দুর্গা অষ্টমী এবং দুর্গা নবমী - ১২ অক্টোবর, ২০২৪, শনিবার, বিজয়া দশমী - ১৬ অক্টোবর, ২০২৪, বুধবার, কোজাগরী লক্ষ্মী পূজা
advertisement
4/7
এখানে হয়ে গেল ৫ দিন। মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে, এর মধ্যে দ্বিতীয়টা এবার অক্টোবরে দুর্গা অষ্টমী এবং দুর্গা নবমীর দিনই পড়ে গিয়েছে। বাকি রইল চতুর্থ শনিবার, সেই জন্য ২৬ অক্টোবর, শনিবারও ব্যাঙ্ক বন্ধ থাকবে।
এখানে হয়ে গেল ৫ দিন। মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে, এর মধ্যে দ্বিতীয়টা এবার অক্টোবরে দুর্গা অষ্টমী এবং দুর্গা নবমীর দিনই পড়ে গিয়েছে। বাকি রইল চতুর্থ শনিবার, সেই জন্য ২৬ অক্টোবর, শনিবারও ব্যাঙ্ক বন্ধ থাকবে।
advertisement
5/7
পশ্চিমবঙ্গের হিসেব পার করে এবার আমরা ঢুকব সারা দেশের অক্টোবর ২০২৪-এর ব্যাঙ্ক বন্ধের হিসেবে। এই নিরিখে দেখলে মাসের প্রথম দিনটাই কিন্তু ছুটির, দেখে নেওয়া যাক সেই তালিকাও-
পশ্চিমবঙ্গের হিসেব পার করে এবার আমরা ঢুকব সারা দেশের অক্টোবর ২০২৪-এর ব্যাঙ্ক বন্ধের হিসেবে। এই নিরিখে দেখলে মাসের প্রথম দিনটাই কিন্তু ছুটির, দেখে নেওয়া যাক সেই তালিকাও-
advertisement
6/7
- স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির জেনারেল ইলেকশন, ১ অক্টোবর, ২০২৪, মঙ্গলবার জম্মুতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।- ২ অক্টোবর, ২০২৪, বুধবার গান্ধি জয়ন্তী সারা দেশেই ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- নবরাত্র স্থাপনা, ৩ অক্টোবর, ২০২৪, বৃহস্পতিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে রাজস্থানে।
- দুর্গা পূজা, ১০ এবং ১১ অক্টোবর, ২০২৪ ব্যাঙ্ক বন্ধ, বৃহস্পতি এবং শুক্রবার থাকবে ত্রিপুরা, অসম, নাগাল্যান্ডে।
- স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির জেনারেল ইলেকশন, ১ অক্টোবর, ২০২৪, মঙ্গলবার জম্মুতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।- ২ অক্টোবর, ২০২৪, বুধবার গান্ধি জয়ন্তী সারা দেশেই ব্যাঙ্ক বন্ধ থাকবে। - নবরাত্র স্থাপনা, ৩ অক্টোবর, ২০২৪, বৃহস্পতিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে রাজস্থানে। - দুর্গা পূজা, ১০ এবং ১১ অক্টোবর, ২০২৪ ব্যাঙ্ক বন্ধ, বৃহস্পতি এবং শুক্রবার থাকবে ত্রিপুরা, অসম, নাগাল্যান্ডে।
advertisement
7/7
- দশেরা, ১২ অক্টোবর, ২০২৪, শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে সারা দেশে।- দুর্গা পূজা দসাইন, ১৪ অক্টোবর, সোমবার ২০২৪ ব্যাঙ্ক বন্ধ থাকবে সিকিমে।
- কোজাগরী লক্ষ্মী পূজা, ১৬ অক্টোবর, বুধবার ২০২৪ ব্যাঙ্ক বন্ধ থাকবে ত্রিপুরায়।
- মহর্ষি বাল্মীকি জয়ন্তী এবং কাটি বিহু, ১৭ অক্টোবর, বৃহস্পতিবার ২০২৪ ব্যাঙ্ক বন্ধ থাকবে কর্নাটক, অসম, হিমাচলপ্রদেশে।
- অ্যাকসেশন ডে, ২৬ অক্টোবর, ২০২৪, শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে জম্মু এবং শ্রীনগরে।
- দশেরা, ১২ অক্টোবর, ২০২৪, শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে সারা দেশে।- দুর্গা পূজা দসাইন, ১৪ অক্টোবর, সোমবার ২০২৪ ব্যাঙ্ক বন্ধ থাকবে সিকিমে। - কোজাগরী লক্ষ্মী পূজা, ১৬ অক্টোবর, বুধবার ২০২৪ ব্যাঙ্ক বন্ধ থাকবে ত্রিপুরায়। - মহর্ষি বাল্মীকি জয়ন্তী এবং কাটি বিহু, ১৭ অক্টোবর, বৃহস্পতিবার ২০২৪ ব্যাঙ্ক বন্ধ থাকবে কর্নাটক, অসম, হিমাচলপ্রদেশে। - অ্যাকসেশন ডে, ২৬ অক্টোবর, ২০২৪, শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে জম্মু এবং শ্রীনগরে।
advertisement
advertisement
advertisement