Bank Holidays: পুজোর মাসে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ? দেখে নিন ছুটির পুরো লিস্ট
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Bank Holiday List: এবার দুর্গামায়ের মহাপূজার লগ্ন সীমিত মাত্র ৩ দিনে। অন্য দিকে, কোজাগরী লক্ষ্মী পূজায় পূর্ণিমা তিথি থাকবে দুই দিন ব্যাপী। অতএব, হিসেব ঝালিয়ে না নিলেই নয়।
পুজোর মাস বলে কথা! ব্যাঙ্ক যে বেশ অনেকগুলো দিন বন্ধ থাকবে, তা বাঙালি মাত্রেরই হিসেবে রয়েছে। তাও একবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নির্ধারিত হিসেবে চলতি বছরের অক্টোবর মাসে ব্যাঙ্ক কোন কোন দিন বন্ধ থাকবে, সেটা দেখে নেওয়া যাক। কেন না, এবার দুর্গামায়ের মহাপূজার লগ্ন সীমিত মাত্র ৩ দিনে। অন্য দিকে, কোজাগরী লক্ষ্মী পূজায় পূর্ণিমা তিথি থাকবে দুই দিন ব্যাপী। অতএব, হিসেব ঝালিয়ে না নিলেই নয়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
- স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির জেনারেল ইলেকশন, ১ অক্টোবর, ২০২৪, মঙ্গলবার জম্মুতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।- ২ অক্টোবর, ২০২৪, বুধবার গান্ধি জয়ন্তী সারা দেশেই ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- নবরাত্র স্থাপনা, ৩ অক্টোবর, ২০২৪, বৃহস্পতিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে রাজস্থানে।
- দুর্গা পূজা, ১০ এবং ১১ অক্টোবর, ২০২৪ ব্যাঙ্ক বন্ধ, বৃহস্পতি এবং শুক্রবার থাকবে ত্রিপুরা, অসম, নাগাল্যান্ডে।
advertisement
- দশেরা, ১২ অক্টোবর, ২০২৪, শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে সারা দেশে।- দুর্গা পূজা দসাইন, ১৪ অক্টোবর, সোমবার ২০২৪ ব্যাঙ্ক বন্ধ থাকবে সিকিমে।
- কোজাগরী লক্ষ্মী পূজা, ১৬ অক্টোবর, বুধবার ২০২৪ ব্যাঙ্ক বন্ধ থাকবে ত্রিপুরায়।
- মহর্ষি বাল্মীকি জয়ন্তী এবং কাটি বিহু, ১৭ অক্টোবর, বৃহস্পতিবার ২০২৪ ব্যাঙ্ক বন্ধ থাকবে কর্নাটক, অসম, হিমাচলপ্রদেশে।
- অ্যাকসেশন ডে, ২৬ অক্টোবর, ২০২৪, শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে জম্মু এবং শ্রীনগরে।