Bank Holidays: মঙ্গলবার বন্ধ থাকবে ব্যাঙ্ক ? জানুন কেন ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ছুটি দিল RBI
- Published by:Dolon Chattopadhyay
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
Bank Holiday: এক নজরে দেখে নেওয়া যাক RBI এর ছুটির তালিকা
২০২৫ সালের ১১ ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার ব্যাঙ্ক বন্ধ থাকবে। অনেকেই ভাবতে পারেন যে মঙ্গলবার কেন ব্যাঙ্ক বন্ধ থাকবে। কিন্তু, জেনে রাখা প্রয়োজন যে মঙ্গলবার অর্থাৎ ১১ ফেব্রুয়ারি ব্যাঙ্ক বন্ধ থাকবে। জানা গিয়েছে যে তামিলনাড়ুতে ব্যাঙ্ক বন্ধ থাকবে। কিন্তু, ভারতের বাকি রাজ্যগুলিতে ব্যাঙ্ক খোলা থাকবে। এক নজরে দেখে নেওয়া যাক RBI-এর এই প্রসঙ্গে ছুটির তালিকা।
advertisement
মঙ্গলবার অর্থাৎ ১১ ফেব্রুয়ারি বন্ধ থাকবে ব্যাঙ্ক -পুষম দক্ষিণ ভারতে পালিত একটি অতীব গুরুত্বপূর্ণ ধার্মিক উৎসব। যা মূলত তামিলনাড়ুতে মহা ধুমধাম সহকারে পালন করা হয়। এই দিন ভগবান মুরুগনের পূজা করা হয়। এই দিন ভক্তরা ব্রত পালন করেন এবং মন্দিরে বিশেষ আচার অনুষ্ঠানের আয়োজন করেন। এই অনুষ্ঠানের গুরুত্ব দেখে তামিলনাড়ুতে ব্যাঙ্ক বন্ধ রাখা হবে। এই কারণে সেদিন আর ব্যাঙ্কে কোনও কাজ হবে না। তাই আগে থেকেই গ্রাহকদের নিজেদের কাজ করে রাখতে হবে।
advertisement
advertisement
advertisement
বুধবার অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি - বেলাপুর, মুম্বই এবং নাগপুরে ছত্রপতি শিবাজি মহারাজ জয়ন্তীর জন্য বন্ধ থাকবে ব্যাঙ্ক।বৃহস্পতিবার অর্থাৎ ২০ ফেব্রুয়ারি - আইজল এবনহ ইটানগরে রাজ্য দিবসের জন্য বন্ধ থাকবে ব্যাঙ্ক।বুধবার অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি - আহমেদাবাদ, আইজল, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, দেহরাদুন, হায়দরাবাদ, জয়পুর, জম্মু, কানপুর, কোচি, লখনউ, মুম্বই, নাগপুর, রায়পুর, রাঁচি, সিমলা, শ্রীনগর এবং তিরুবন্তপুরমে মহাশিবরাত্রির জন্য বন্ধ থাকবে ব্যাঙ্ক।
advertisement