১৫ শতাংশ বেতন বৃদ্ধি! দিওয়ালির আগেই ব্যাঙ্ক কর্মীদের জন্য দারুণ সুখবর
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির পাশাপাশি বেশ কিছু পুরনো বেসরকারি ব্যাঙ্ক এবং কয়েকটি বিদেশি ব্যাঙ্কের কর্মীরা এর ফলে উপকৃত হবেন৷
advertisement
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির পাশাপাশি বেশ কিছু পুরনো বেসরকারি ব্যাঙ্ক এবং কয়েকটি বিদেশি ব্যাঙ্কের কর্মীরা এর ফলে উপকৃত হবেন৷ বিবৃতিতে আইবিএ জানিয়েছে, কর্মীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব আনতে এই প্রথমবার বেসরকারি সংস্থাগুলির আদলে পারফরম্যান্স লিঙ্কড ইনসেন্টিভ বা PLA-এ চালু করা হচ্ছে ব্যাঙ্কিং ক্ষেত্রে৷ চলতি অর্থবর্ষ থেকে এই ব্যবস্থা চালু করা হবে৷
advertisement
advertisement
advertisement
ব্যাঙ্ক কর্মীদের সঙ্গে IBA-র চুক্তি সম্পন্ন হওয়ায় এলআইসি সহ রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সহ সরকারি আর্থিক লেনদেনকারী সংস্থাগুলির কর্মীদেরও বেতন বৃদ্ধির সম্ভাবনা বাড়ল৷ কারণ ব্যাঙ্ক কর্মীদের যে হারে বেতন বৃদ্ধি হয়, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই ধরনের প্রতিষ্ঠানগুলির কর্মীদের বেতন বৃদ্ধি করে সরকার৷