Chandra Shekhar Ghosh-Bandhan Bank: জুলাইতেই শেষ হচ্ছে মেয়াদ; বন্ধন ব্যাঙ্কের এমডি এবং সিইও পদ থেকে অবসর ঘোষণা চন্দ্রশেখর ঘোষের
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Chandra Shekhar Ghosh to step down as MD and CEO of Bandhan Bank: বন্ধন ব্যাঙ্কের প্রতিষ্ঠা চন্দ্রশেখর ঘোষের হাতেই। তাঁর নেতৃত্বেই ন’বছর আগে যাত্রা শুরু করেছিল এই বেসরকারি ব্যাঙ্কিং সংস্থা। তার পর থেকে টানা তিন বার বন্ধনের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদের দায়িত্বভার সামলেছেন তিনি। এবার বন্ধন ফাইন্যান্সিয়াল হোল্ডিংয়ে আরও বৃহত্তর দায়িত্বে দেখা যাবে চন্দ্রশেখর ঘোষকে ৷
চলতি বছরের জুলাই মাসেই নিজের পদ থেকে অবসর নেবেন বন্ধন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ একজিকিউটিভ অফিসার চন্দ্রশেখর ঘোষ। ৫ এপ্রিল, শুক্রবার এই কথা ঘোষণা করা হয়েছে বন্ধন ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে। আরও জানা গিয়েছে যে, আগামী ৯ জুলাই, ২০২৪ তারিখে বন্ধন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ একজিকিউটিভ অফিসার পদে মেয়াদ শেষ হচ্ছে তাঁর। এবার আরও ‘বৃহত্তর’ দায়িত্বে তাঁকে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে ৷
advertisement
চন্দ্রশেখর ঘোষ অবশ্য বন্ধন ব্যাঙ্কের প্রতিষ্ঠাতাও বটে ৷ তিনি ভারতে আর্থিক অন্তর্ভুক্তির অগ্রগণ্য প্রবক্তাদের একজন। মাইক্রোফিনান্স এবং উন্নয়নের ক্ষেত্রে তাঁর প্রায় তিরিশ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। এর আগে গত ২৪ নভেম্বর, ২০২৩ সালে তিন বছরের জন্য ব্যাঙ্কের এমডি এবং সিইও হিসেবে পুনর্বহাল করার অনুমোদন আসে ব্যাঙ্কের বোর্ডের তরফে।
advertisement
রেগুলেটরি ফাইলিংয়ে অ্যাটাচ করা পদত্যাগের চিঠিতে চন্দ্রশেখর ঘোষ বলেন, “প্রায় এক দশক ধরে ব্যাঙ্কের কার্য পরিচালনা করেছি। সেই সঙ্গে টানা তিন বছর বছরের মেয়াদে এমডি এবং সিইও থেকেছি। তবে এখন আমি মনে করি যে, এবার আমার জন্য বন্ধন গ্রুপ স্তরে একটি বৃহত্তর কৌশলগত ভূমিকা গ্রহণ করার সময় এসে গিয়েছে। তাই এমডি এবং সিইও হিসাবে আমার বর্তমান মেয়াদের শেষে অর্থাৎ ৯ জুলাই, ২০২৪ তারিখে বন্ধন ব্যাঙ্কের পরিষেবা থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
advertisement
advertisement
advertisement
তিনি আরও যোগ করেন, “একটি দক্ষ নেতৃত্বস্থানীয় দলের হাতে এই শক্তিশালী ফ্র্যাঞ্চাইজি রেখে যেতে পেরে আমি অত্যন্ত আনন্দিত বোধ করছি। এঁদের মধ্যে অনেকেই একই দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধ ভাগ করে নিয়ে একটার পর একটা ইট সাজিয়ে সংগঠন গড়ে তোলার কাজে আমার পাশে থেকেছেন। বন্ধন ব্যাঙ্ক সব সময় আমার মনে একটি বিশেষ স্থান জুড়ে থেকে যাবে। আর ব্যাঙ্ক-কে যে কোনও সাহায্য করা কিংবা পরামর্শ দেওয়ার জন্য আমি সর্বদা উপলব্ধ থাকব।” প্রসঙ্গত, ৫ এপ্রিল বন্ধন ব্যাঙ্কের শেয়ার বিএসই-তে ০.৩৫ শতাংশ কমে ১৯৭.৪০ টাকায় ক্লোজ হয়েছে।