Bandhan Bank: লকার ভাড়ায় ছাড়, মিলবে দুর্ঘটনা বিমা, মহিলাদের জন্য বিশেষ সেভিংস অ্যাকাউন্ট চালু করল বন্ধন ব্যাঙ্ক
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Bandhan Bank Launches Avni: বন্ধন ব্যাঙ্কের ৩.৪৪ কোটি গ্রাহক রয়েছে। এর মধ্যে ৭৩ শতাংশ মহিলা। বর্তমানে সংস্থার ১.৩৩ লক্ষ কোটি টাকার ডিপোজিট রয়েছে। যা বছরে ২৩ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। কিন্তু একই সময়ে CASA ডিপোজিটের বৃদ্ধি ১৪ শতাংশ কম। সেই ঘাটতি পূরণ করতেই অবনী স্কিম নিয়ে এসেছে ব্যাঙ্ক।
advertisement
advertisement
‘অবনী’ হল মহিলাদের জন্য তৈরি বিশেষ সেভিংস অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট খুললে মিলবে বিশেষ ডেবিট কার্ড। যার সাহায্যে বিমানবন্দরের লাউঞ্জে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন গ্রাহক। পাশাপাশি ১০ লক্ষ টাকার দূর্ঘটনা বিমা, ৩.৫ লক্ষ টাকার কার্ড হারানোর দায় এবং প্রিমিয়াম ব্র্যান্ডের একাধিক ব্যয়-ভিত্তিক অফার পাওয়া যাবে।
advertisement
বার্ষিক লকার ভাড়া, গোল্ড লোন প্রসেসিং ফি এবং বিউটি প্রডাক্টেও বড়সড় ছাড় দেওয়া হচ্ছে। বন্ধন ব্যাঙ্কের অন্তর্বর্তীকালীন ম্যানেজিং ডিরেক্টর রতন কুমার কেশ বলেন, “মহিলা গ্রাহকদের সম্মান জানাতেই বন্ধন ব্যাঙ্কের প্রতিষ্ঠা দিবসে শুধুমাত্র মহিলাদের জন্য এই সেভিংস অ্যাকাউন্ট চালু করা হয়েছে। এর ফলে সিএএসএ (কারেন্ট অ্যান্ড সেভিংস অ্যাকাউন্ট) ডিপোজিট শেয়ার বাড়বে বলে আমাদের অনুমান।’’
advertisement
advertisement
অবনী’-এর সুবিধা পাওয়ার জন্য শর্তও রয়েছে। সেটা হল গ্রাহকদের ২৫ হাজার টাকার গড় ত্রৈমাসিক ব্যালেন্স বজায় রাখতে হবে। অন্য দিকে, বন্ধন ব্যাঙ্ক ডিলাইটস হল এন্টারপ্রাইজ ওয়াইড লয়্যালটি প্রোগ্রাম। অ্যাকাউন্ট খোলা, কার্ড লেনদেন, ফান্ড ট্রান্সফার ইত্যাদির জন্য পয়েন্ট দেওয়া হবে গ্রাহকদের। ভ্রমণ, বিনোদন, হোটেল, বিশেষ অফার ইত্যাদিতে এই পয়েন্ট রিডিম করা যাবে।