Banana Cultivation: ৬ মাসেই ফলবে গাদা গাদা কলা! আয় হবে অঢেল, চাষিদের জীবন বদলাতে পারে 'এই' বিশেষ চারা, বিতরণ করছে দফতর
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
মাত্র ছ'মাসেই ধরবে ফল, হবে অর্থলাভ! বন্যা বিধ্বস্ত মানুষের ঘুরে দাঁড়ানোর উদ্যোগে এই চারা গাছ দিচ্ছে উদ্যান পালন দফতর।
advertisement
advertisement
উদ্যান দফতরের সহকারী অধিকর্তা খুরশিদ আলম জানিয়েছেন, “হাতির অন্যতম প্রিয় খাবার কলা। তাই কলাগাছ লাগালে লোকালয়ে হাতির অনুপ্রবেশ আরও বেড়ে যেতে পারে। সে কারণেই এই ব্লকগুলোতে চারা বিতরণ করা হবে না।” অন্যদিকে ময়নাগুড়ি, ধূপগুড়ি, রাজগঞ্জ, ক্রান্তি ও জলপাইগুড়ি সদর ব্লকের কৃষকদের দেওয়া হবে দুই প্রজাতির কলাগাছ মালভোগ ও জাহাজী (জি-৯ জাত)। মোট প্রায় ১৮ হাজার টিস্যু কালচার করা কলাগাছের চারা বিলি করা হবে।
advertisement
advertisement









