চক সরাফা অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আদীশ জৈন বলেন, আয়কর দফতর বহু বছর ধরে ঘরে সোনা রাখার নির্দিষ্ট নিয়ম করে দিয়েছে। এতে কোনও পরিবর্তন আনা হয়নি। তবে সময়ের সঙ্গে সঙ্গে এখন এই নিয়মের বড়সড় পরিবর্তন প্রয়োজন। আদীশ জানিয়েছেন, আয়কর বিভাগের নিয়ম অনুযায়ী, একজন বিবাহিত মহিলা নিজের কাছে ৫০০ গ্রাম সোনা রাখতে পারেন। এই নিয়ে কেউ কোনও প্রশ্ন করবে না। আর অবিবাহিত মহিলাদের ক্ষেত্রে সোনা রাখার পরিমাণ ২৫০ গ্রাম।
মহিলাদের পাশাপাশি পুরুষদের জন্যও আলাদা নিয়ম করা হয়েছে। জানা গেছে, পুরুষরা নিজের কাছে ১০০ গ্রাম সোনা রাখতে পারেন। এই পরিমাণ সোনা বৈধ হিসেবে গণ্য হবে। কিন্তু এর বেশি সোনা পেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে আয়কর বিভাগ, বিশেষ করে ১০০ গ্রামের বেশি সোনা রাখার কোনও জুতসই জবাব যদি না থাকে। আর যদি কেউ ১০০ গ্রামের বেশি সোনা রাখেন এবং সেই সোনা রাখার যথাযথ কারণ এবং প্রমাণ থাকে তাহলে আয়কর বিভাগ তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেবে না।