এই নিয়ম মেনে ঘরে সোনা রাখছেন তো? না হলে আপনার ঝামেলা বাড়াবে আয়কর দফতর!

Last Updated:
বাড়িতে সোনা রাখার নির্দিষ্ট নিয়ম আছে। কোনও ব্যক্তি কত গ্রাম সোনা রাখতে পারেন, তার হিসেব বেঁধে দিয়েছে আয়কর দফতর।
1/5
বাড়িতে সোনা রাখার নির্দিষ্ট নিয়ম আছে। কোনও ব্যক্তি কত গ্রাম সোনা রাখতে পারেন, তার হিসেব বেঁধে দিয়েছে আয়কর দফতর। তার বেশি রাখলে মুশকিল। কেন নির্দিষ্ট সীমার বেশি সোনা রাখা হয়েছে তা নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে আয়কর দফতর। সদুত্তর দিতে না পারলে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
বাড়িতে সোনা রাখার নির্দিষ্ট নিয়ম আছে। কোনও ব্যক্তি কত গ্রাম সোনা রাখতে পারেন, তার হিসেব বেঁধে দিয়েছে আয়কর দফতর। তার বেশি রাখলে মুশকিল। কেন নির্দিষ্ট সীমার বেশি সোনা রাখা হয়েছে তা নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে আয়কর দফতর। সদুত্তর দিতে না পারলে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
2/5
চক সরাফা অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আদীশ জৈন বলেন, আয়কর দফতর বহু বছর ধরে ঘরে সোনা রাখার নির্দিষ্ট নিয়ম করে দিয়েছে। এতে কোনও পরিবর্তন আনা হয়নি। তবে সময়ের সঙ্গে সঙ্গে এখন এই নিয়মের বড়সড় পরিবর্তন প্রয়োজন। আদীশ জানিয়েছেন, আয়কর বিভাগের নিয়ম অনুযায়ী, একজন বিবাহিত মহিলা নিজের কাছে ৫০০ গ্রাম সোনা রাখতে পারেন। এই নিয়ে কেউ কোনও প্রশ্ন করবে না। আর অবিবাহিত মহিলাদের ক্ষেত্রে সোনা রাখার পরিমাণ ২৫০ গ্রাম।
চক সরাফা অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আদীশ জৈন বলেন, আয়কর দফতর বহু বছর ধরে ঘরে সোনা রাখার নির্দিষ্ট নিয়ম করে দিয়েছে। এতে কোনও পরিবর্তন আনা হয়নি। তবে সময়ের সঙ্গে সঙ্গে এখন এই নিয়মের বড়সড় পরিবর্তন প্রয়োজন। আদীশ জানিয়েছেন, আয়কর বিভাগের নিয়ম অনুযায়ী, একজন বিবাহিত মহিলা নিজের কাছে ৫০০ গ্রাম সোনা রাখতে পারেন। এই নিয়ে কেউ কোনও প্রশ্ন করবে না। আর অবিবাহিত মহিলাদের ক্ষেত্রে সোনা রাখার পরিমাণ ২৫০ গ্রাম।
advertisement
3/5
মহিলাদের পাশাপাশি পুরুষদের জন্যও আলাদা নিয়ম করা হয়েছে। জানা গেছে, পুরুষরা নিজের কাছে ১০০ গ্রাম সোনা রাখতে পারেন। এই পরিমাণ সোনা বৈধ হিসেবে গণ্য হবে। কিন্তু এর বেশি সোনা পেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে আয়কর বিভাগ, বিশেষ করে ১০০ গ্রামের বেশি সোনা রাখার কোনও জুতসই জবাব যদি না থাকে। আর যদি কেউ ১০০ গ্রামের বেশি সোনা রাখেন এবং সেই সোনা রাখার যথাযথ কারণ এবং প্রমাণ থাকে তাহলে আয়কর বিভাগ তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেবে না।
মহিলাদের পাশাপাশি পুরুষদের জন্যও আলাদা নিয়ম করা হয়েছে। জানা গেছে, পুরুষরা নিজের কাছে ১০০ গ্রাম সোনা রাখতে পারেন। এই পরিমাণ সোনা বৈধ হিসেবে গণ্য হবে। কিন্তু এর বেশি সোনা পেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে আয়কর বিভাগ, বিশেষ করে ১০০ গ্রামের বেশি সোনা রাখার কোনও জুতসই জবাব যদি না থাকে। আর যদি কেউ ১০০ গ্রামের বেশি সোনা রাখেন এবং সেই সোনা রাখার যথাযথ কারণ এবং প্রমাণ থাকে তাহলে আয়কর বিভাগ তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেবে না।
advertisement
4/5
নিয়মে পরিবর্তন আনতে হবে: আদীশ জৈন বলেন, বর্তমানে সোনা বিনিয়োগ মাধ্যম। মানুষ তাই বেশি করে কিনছেন। উপহার হিসেবেও সোনার গয়না দেওয়া রেওয়াজ। এই পরিস্থিতিতে পুরনো নিয়মে কিছু পরিবর্তন আনা দরকার। কারণ সোনা ভবিষ্যতের নিরাপদ পুঁজি। তাই আয়কর দফতরের উচিত নিয়মে পরিবর্তন আনা, যাতে সাধারণ মানুষের সুবিধা হয়।
নিয়মে পরিবর্তন আনতে হবে: আদীশ জৈন বলেন, বর্তমানে সোনা বিনিয়োগ মাধ্যম। মানুষ তাই বেশি করে কিনছেন। উপহার হিসেবেও সোনার গয়না দেওয়া রেওয়াজ। এই পরিস্থিতিতে পুরনো নিয়মে কিছু পরিবর্তন আনা দরকার। কারণ সোনা ভবিষ্যতের নিরাপদ পুঁজি। তাই আয়কর দফতরের উচিত নিয়মে পরিবর্তন আনা, যাতে সাধারণ মানুষের সুবিধা হয়।
advertisement
5/5
রামায়ণের কাল থেকেই সোনার গুরুত্ব: আদীশের কথায়, রামায়ণে হনুমানজি যখন অশোকবনে বন্দিনী সীতার কাছে এসেছিলেন তখন শ্রীরামের চিহ্ন হিসেবে একটি সোনার আংটি দেখান। এর থেকেই বোঝা যায়, প্রাচীনকাল থেকেই সোনার গুরুত্ব অপরিসীম। আজও সেই ধারা বহমান। তাই নিয়মে বদল আনা প্রয়োজন।
রামায়ণের কাল থেকেই সোনার গুরুত্ব: আদীশের কথায়, রামায়ণে হনুমানজি যখন অশোকবনে বন্দিনী সীতার কাছে এসেছিলেন তখন শ্রীরামের চিহ্ন হিসেবে একটি সোনার আংটি দেখান। এর থেকেই বোঝা যায়, প্রাচীনকাল থেকেই সোনার গুরুত্ব অপরিসীম। আজও সেই ধারা বহমান। তাই নিয়মে বদল আনা প্রয়োজন।
advertisement
advertisement
advertisement