Bank Holiday Today ? আজ ব্যাঙ্ক খোলা না বন্ধ ? জেনে নিন
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Are Bank Closed Today ? প্রায়ই মানুষ বিভ্রান্ত হন—আজ ব্যাঙ্ক খোলা থাকবে কি না। আরবিআই-এর ছুটির নিয়ম এবং সাপ্তাহিক ক্যালেন্ডার অনুযায়ী আজকের ব্যাঙ্কের স্ট্যাটাস ও সময়সূচি জেনে নিন ।
advertisement
advertisement
ডিজিটাল পরিষেবা, এটিএম স্বাভাবিক থাকবেব্যাঙ্ক ছুটির দিনেও গ্রাহকরা নেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং, ইউপিআই এবং এটিএমের মাধ্যমে পরিষেবা ব্যবহার করতে পারেন। তবে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের আওতাধীন চেক ক্লিয়ারিং এবং অন্যান্য কাউন্টার-ভিত্তিক পরিষেবাগুলি উপলব্ধ থাকে না।নেট ব্যাঙ্কিং এবং মোবাইল ব্যাঙ্কিং সম্পূর্ণভাবে সচল থাকে, যদি না আলাদাভাবে কোনও নোটিফিকেশন জারি করা হয়।এটিএম থেকে ক্যাশ তোলা স্বাভাবিকভাবেই চালু থাকবে।
advertisement
advertisement
advertisement
ভারতে ব্যাঙ্কের সময়সূচিস্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কসহ বেশিরভাগ ব্যাঙ্ক সাধারণত সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকে।অ্যাক্সিস, আইসিআইসিআই, এইচডিএফসি, ইয়েস ব্যাঙ্ক এবং কোটাক মহীন্দ্রা ব্যাঙ্কের বেশিরভাগ শাখায় সকাল ৯:৩০ থেকে বিকেল ৪:৩০ বা ৩:৩০ পর্যন্ত কাজ হয়।
