প্যান কার্ড হারিয়ে গিয়েছে? এই ভাবে সহজেই বানিয়ে ফেলুন ডুপ্লিকেট কপি...

Last Updated:
৫০ হাজার টাকার বেশি লেনদেন করার জন্য প্যান কার্ড থাকা বাধ্যতামূলক ৷ সেই ক্ষেত্রে প্যান কার্ড হারিয়ে গেলে সমস্যায় পড়তে হয় সকলকে ৷
1/7
দেশের মধ্যে যে কোনও জায়গায় বড় অঙ্কের আর্থিক লেনদেন বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য প্যান নম্বর অত্যন্ত জরুরি ৷ সবার ক্ষেত্রেই প্যান কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ ৫০ হাজার টাকার বেশি লেনদেন করার জন্য প্যান কার্ড থাকা বাধ্যতামূলক ৷ সেই ক্ষেত্রে প্যান কার্ড হারিয়ে গেলে সমস্যায় পড়তে হয় সকলকে ৷
দেশের মধ্যে যে কোনও জায়গায় বড় অঙ্কের আর্থিক লেনদেন বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য প্যান নম্বর অত্যন্ত জরুরি ৷ সবার ক্ষেত্রেই প্যান কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ ৫০ হাজার টাকার বেশি লেনদেন করার জন্য প্যান কার্ড থাকা বাধ্যতামূলক ৷ সেই ক্ষেত্রে প্যান কার্ড হারিয়ে গেলে সমস্যায় পড়তে হয় সকলকে ৷
advertisement
2/7
তবে এবার চিন্তার আর কোনও কারণ নেই ৷ এবার থেকে সহজেই ডুপ্লিকেট প্যান কার্ড বানিয়ে ফেলতে পারবেন ৷ ডুপ্লিকেট কার্ডের জন্য আবেদন করার আগে কয়েকটি জিনিস জেনে রাখা আপনার জন্য জরুরি ৷
তবে এবার চিন্তার আর কোনও কারণ নেই ৷ এবার থেকে সহজেই ডুপ্লিকেট প্যান কার্ড বানিয়ে ফেলতে পারবেন ৷ ডুপ্লিকেট কার্ডের জন্য আবেদন করার আগে কয়েকটি জিনিস জেনে রাখা আপনার জন্য জরুরি ৷
advertisement
3/7
আয়কর বিভাগ প্যান কার্ড জারি করে থাকে ৷ এই প্রক্রিয়ার জন্য আপনার কাছে E-Mail ID ও অরিজিনাল প্যান কার্ডের জন্য রেজিষ্টার্ড  মোবাইল নম্বর থাকা দরকার ৷ এই নম্বরে ওটিপি পাঠানো হবে ৷
আয়কর বিভাগ প্যান কার্ড জারি করে থাকে ৷ এই প্রক্রিয়ার জন্য আপনার কাছে E-Mail ID ও অরিজিনাল প্যান কার্ডের জন্য রেজিষ্টার্ড মোবাইল নম্বর থাকা দরকার ৷ এই নম্বরে ওটিপি পাঠানো হবে ৷
advertisement
4/7
পুরনো প্যান কার্ডে যে তথ্য ছিল সেই তথ্যে কোনও বদল করা যাবে না ৷ ডুপ্লিকেট প্যান নম্বরে কোনও কিছু আপডেট করা যাবে না ৷ নাম, ঠিকানা কোনও কিছু আপডেট করা যাবে না ৷ ডুপ্লিকেট প্যান কার্ড সেই ঠিকানায় পাঠানো হবে যা ইনকাম ট্যাক্স বিভাগের কাছে রয়েছে ৷
পুরনো প্যান কার্ডে যে তথ্য ছিল সেই তথ্যে কোনও বদল করা যাবে না ৷ ডুপ্লিকেট প্যান নম্বরে কোনও কিছু আপডেট করা যাবে না ৷ নাম, ঠিকানা কোনও কিছু আপডেট করা যাবে না ৷ ডুপ্লিকেট প্যান কার্ড সেই ঠিকানায় পাঠানো হবে যা ইনকাম ট্যাক্স বিভাগের কাছে রয়েছে ৷
advertisement
5/7
আবদেন করার জন্য করতে হবে যে কাজ....  https://www.tin-nsdl.com/ ওয়েবসাইটে গিয়ে প্যান কার্ডের জন্য আবেদন করুন ৷ রিপ্রিন্ট অপশনে ক্লিক করুন ৷ এই লিঙ্ক হোম পেজে না পেলে  Services ট্যাবে গিয়ে প্যানে ক্লিক করুন ৷
আবদেন করার জন্য করতে হবে যে কাজ.... https://www.tin-nsdl.com/ ওয়েবসাইটে গিয়ে প্যান কার্ডের জন্য আবেদন করুন ৷ রিপ্রিন্ট অপশনে ক্লিক করুন ৷ এই লিঙ্ক হোম পেজে না পেলে Services ট্যাবে গিয়ে প্যানে ক্লিক করুন ৷
advertisement
6/7
এই অপশনে ক্লিক করার পর নতুন পেজ খুলে যাবে ৷ পেজের একদম নীচে ​'Reprint of PAN Card' অপশন রয়েছে ৷ নতুন পেজে আপনার প্যান কার্ড, আধার ও জন্মতারিখ সংক্রান্ত তথ্য দিতে হবে ৷ এখানে চেক বক্সে ক্লিক করুন যাতে প্যান কার্ড প্রিন্ট করার জন্য আধারের ব্যবহার করা যেতে পারে ৷
এই অপশনে ক্লিক করার পর নতুন পেজ খুলে যাবে ৷ পেজের একদম নীচে ​'Reprint of PAN Card' অপশন রয়েছে ৷ নতুন পেজে আপনার প্যান কার্ড, আধার ও জন্মতারিখ সংক্রান্ত তথ্য দিতে হবে ৷ এখানে চেক বক্সে ক্লিক করুন যাতে প্যান কার্ড প্রিন্ট করার জন্য আধারের ব্যবহার করা যেতে পারে ৷
advertisement
7/7
ওটিপির জন্য ইমেল বা মোবাইল নম্বরের মধ্যে একটি দিতে হবে ৷ অরিজিনাল প্যান কার্ডে যে ইমেল বা নম্বর দেওয়া ছিল সেটাই দিতে হবে ৷ ওটিপি ভ্যালিডেট করার পর পেমেন্ট পেজ খুলে যাবে ৷ এর জন্য ৫০ টাকা দিতে হবে ৷ বিদেশের কোনও ঠিকানায় কার্ড ডেলিভারি করাতে চাইলে ৯৫৯ টাকা দিতে হবে ৷ পেমেন্টের পর প্রিন্ট পেমেন্ট রিসিপ্টে ক্লিক করতে হবে ৷ এরপর আপনার মোবাইল নম্বরে একটি লিঙ্ক পাঠানো হবে ৷ সেখান থেকে  e-Pan ডাউনলোড করতে পারবেন ৷
ওটিপির জন্য ইমেল বা মোবাইল নম্বরের মধ্যে একটি দিতে হবে ৷ অরিজিনাল প্যান কার্ডে যে ইমেল বা নম্বর দেওয়া ছিল সেটাই দিতে হবে ৷ ওটিপি ভ্যালিডেট করার পর পেমেন্ট পেজ খুলে যাবে ৷ এর জন্য ৫০ টাকা দিতে হবে ৷ বিদেশের কোনও ঠিকানায় কার্ড ডেলিভারি করাতে চাইলে ৯৫৯ টাকা দিতে হবে ৷ পেমেন্টের পর প্রিন্ট পেমেন্ট রিসিপ্টে ক্লিক করতে হবে ৷ এরপর আপনার মোবাইল নম্বরে একটি লিঙ্ক পাঠানো হবে ৷ সেখান থেকে e-Pan ডাউনলোড করতে পারবেন ৷
advertisement
advertisement
advertisement