Akshay Tritiya Vegetable Price: অক্ষয় তৃতীয়ায় পকেটে কোপ নাকি দাম কমল? অগ্নিমূল্য ফল-সবজির বাজারদর কত? জেনে নিন আজকের রেট

Last Updated:
Akshay Tritiya Vegetable Price: অক্ষয় তৃতীয়ায় ভিড় মন্দিরে, নড়েচড়ে বসেছে জলপাইগুড়ির বাজারও দাম কোথাও সাধ্যের, কোথাও নাগালের বাইরে। আজ কেমন রয়েছে জলপাইগুড়িতে বাজার দর।
1/7
অক্ষয় তৃতীয়ার দিন সকাল থেকেই ভিড় মন্দিরে৷ নড়েচড়ে বসেছে জলপাইগুড়ির বাজারও দাম কোথাও সাধ্যের, কোথাও নাগালের বাইরে। আজ কেমন রয়েছে জলপাইগুড়িতে বাজার দর ? বিস্তারিত জেনে নিন ।
অক্ষয় তৃতীয়ার দিন সকাল থেকেই ভিড় মন্দিরে৷ নড়েচড়ে বসেছে জলপাইগুড়ির বাজারও দাম কোথাও সাধ্যের, কোথাও নাগালের বাইরে। আজ কেমন রয়েছে জলপাইগুড়িতে বাজার দর ? বিস্তারিত জেনে নিন ।
advertisement
2/7
 অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে আজ সকাল থেকেই জলপাইগুড়ির বিভিন্ন মন্দিরে ভক্তদের ঢল। পাশাপাশি, এই দিনটিকে শুভ বলে মানেন অনেক ব্যবসায়ীও। সেই আমেজেই জমজমাট শহরের বাজার।
অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে আজ সকাল থেকেই জলপাইগুড়ির বিভিন্ন মন্দিরে ভক্তদের ঢল। পাশাপাশি, এই দিনটিকে শুভ বলে মানেন অনেক ব্যবসায়ীও। সেই আমেজেই জমজমাট শহরের বাজার।
advertisement
3/7
তবে ক্রেতাদের মুখে আজ মিলছে মিশ্র প্রতিক্রিয়া—কারও মতে দাম এখনও নাগালের মধ্যেই, আবার কেউ বলছেন, প্রায় প্রতিদিনই বাজার করতে গিয়ে হাত পুড়ছে। ফলের বাজারে সবচেয়ে নজরকাড়া পরিবর্তন আপেলকে ঘিরে। কাশ্মীরি আপেলের জায়গা দখল করেছে বিদেশি প্রজাতি—ওয়াশিংটন ও তুরস্কের আপেল, যা বিকোচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি দরে।
তবে ক্রেতাদের মুখে আজ মিলছে মিশ্র প্রতিক্রিয়া—কারও মতে দাম এখনও নাগালের মধ্যেই, আবার কেউ বলছেন, প্রায় প্রতিদিনই বাজার করতে গিয়ে হাত পুড়ছে। ফলের বাজারে সবচেয়ে নজরকাড়া পরিবর্তন আপেলকে ঘিরে। কাশ্মীরি আপেলের জায়গা দখল করেছে বিদেশি প্রজাতি—ওয়াশিংটন ও তুরস্কের আপেল, যা বিকোচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি দরে।
advertisement
4/7
 সাধারণ আপেলের দাম ২৫০ টাকা। মুসাম্বি ৬০ টাকা, আঙ্গুর ১৬০ টাকা, আম ১০০-১২০ টাকা আর শসা ৪০ টাকায় বিকোচ্ছে। ফলের দামে উৎসবের ছোঁয়া স্পষ্ট।
সাধারণ আপেলের দাম ২৫০ টাকা। মুসাম্বি ৬০ টাকা, আঙ্গুর ১৬০ টাকা, আম ১০০-১২০ টাকা আর শসা ৪০ টাকায় বিকোচ্ছে। ফলের দামে উৎসবের ছোঁয়া স্পষ্ট।
advertisement
5/7
অন্যদিকে, সবজি বাজারেও চলছে রঙের খেলা। বাঁধাকপি ১২-১৫ টাকা, ফুলকপি ৫০-৬০ টাকা, টম্যাটো ১৫ টাকা, ক্যাপসিকাম ৮০ টাকা কেজি। আদা ও রসুনের দাম ১২০ টাকা। পেঁয়াজ ৩০ টাকা, চাল কুমড়া ২৫-৩০ টাকা পিস, লাউ ৩০ টাকা আর ঝিঙে ৬০ টাকা।
অন্যদিকে, সবজি বাজারেও চলছে রঙের খেলা। বাঁধাকপি ১২-১৫ টাকা, ফুলকপি ৫০-৬০ টাকা, টম্যাটো ১৫ টাকা, ক্যাপসিকাম ৮০ টাকা কেজি। আদা ও রসুনের দাম ১২০ টাকা। পেঁয়াজ ৩০ টাকা, চাল কুমড়া ২৫-৩০ টাকা পিস, লাউ ৩০ টাকা আর ঝিঙে ৬০ টাকা।
advertisement
6/7
বাজার ঘুরে দেখা গেল, এক ক্রেতার কথায়, 'আজকের দিনে একটু বেশি খরচ করলেও মনটা ভাল লাগছে। উৎসব বলে কথা।'আবার একজন জানালেন, 'জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, সাধারণের পক্ষে সব সামলানো কঠিন হয়ে পড়ছে।'
বাজার ঘুরে দেখা গেল, এক ক্রেতার কথায়, 'আজকের দিনে একটু বেশি খরচ করলেও মনটা ভাল লাগছে। উৎসব বলে কথা।'আবার একজন জানালেন, 'জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, সাধারণের পক্ষে সব সামলানো কঠিন হয়ে পড়ছে।'
advertisement
7/7
 উৎসবের দিনে বাজারে যে প্রাণচাঞ্চল্য রয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। তবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামে ওঠানামা মানুষের কাঁধের ভার কিছুটা বাড়িয়েই দিচ্ছে!
উৎসবের দিনে বাজারে যে প্রাণচাঞ্চল্য রয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। তবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামে ওঠানামা মানুষের কাঁধের ভার কিছুটা বাড়িয়েই দিচ্ছে!
advertisement
advertisement
advertisement