Agriculture News: ডালজাতীয় শস্যের ফলন বাড়াতে জমিতে ছাড়তে হবে ব্যাকটেরিয়া, মিলবে উপকার 

Last Updated:
Money Making Tips: এবার ডালজাতীয় শস্যের ফলন বাড়াতে রাইবোজিয়াম ব্যবহারের পরামর্শ দিলেন কৃষি আধিকারিকরা। এই রাইবোজিয়াম হল একধরণের ব্যাকটেরিয়া। এরা মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে। 
1/6
দক্ষিণ ২৪ পরগনা: এবার ডালজাতীয় শস্যের ফলন বাড়াতে রাইবোজিয়াম ব্যবহারের পরামর্শ দিলেন কৃষি আধিকারিকরা। এই রাইবোজিয়াম হল একধরণের ব্যাকটেরিয়া। এরা মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে। প্রতীকী ছবি ৷
<span style="color: #800080;"><strong>দক্ষিণ ২৪ পরগনা:</strong> </span>এবার ডালজাতীয় শস্যের ফলন বাড়াতে রাইবোজিয়াম ব্যবহারের পরামর্শ দিলেন কৃষি আধিকারিকরা। এই রাইবোজিয়াম হল একধরণের ব্যাকটেরিয়া। এরা মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে। প্রতীকী ছবি ৷
advertisement
2/6
অনেক কৃষক ডাল জাতীয় ফসল লাগিয়েও সেভাবে লাভবান হচ্ছেন না। এই ডালশস্য রোপণ করার পর সেভাবে গাছ জন্মাচ্ছেনা‌। ফলনও ভালো হচ্ছে না। যার কারণ খুঁজে বের করার চেষ্টা করে কৃষি আধিকারিকরা। প্রতীকী ছবি ৷
অনেক কৃষক ডাল জাতীয় ফসল লাগিয়েও সেভাবে লাভবান হচ্ছেন না। এই ডালশস্য রোপণ করার পর সেভাবে গাছ জন্মাচ্ছেনা‌। ফলনও ভালো হচ্ছে না। যার কারণ খুঁজে বের করার চেষ্টা করে কৃষি আধিকারিকরা। প্রতীকী ছবি ৷
advertisement
3/6
ডালশস্যের বিভিন্ন রোগ নিয়ে অনুসন্ধান করতে গিয়ে দেখা গিয়েছে এই শস্যে গোড়া পচা, পাতা ঝলসানো, মোজাইক ছাড়াও আরও একাধিক রোগ দেখা যায়। এছাড়াও দেখা গিয়েছে সঠিক সময়ে এবং সঠিক পরিমাণে সার প্রয়োগ না করলে ফলন কম হয়। প্রতীকী ছবি ৷
ডালশস্যের বিভিন্ন রোগ নিয়ে অনুসন্ধান করতে গিয়ে দেখা গিয়েছে এই শস্যে গোড়া পচা, পাতা ঝলসানো, মোজাইক ছাড়াও আরও একাধিক রোগ দেখা যায়। এছাড়াও দেখা গিয়েছে সঠিক সময়ে এবং সঠিক পরিমাণে সার প্রয়োগ না করলে ফলন কম হয়। প্রতীকী ছবি ৷
advertisement
4/6
চাষীদের এই সমস্যার সমাধান করতে কৃষি দফতরের পক্ষ থেকে জমিতে রাইবোজিয়াম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। অনুখাদ্য হিসাবে জিঙ্ক ,বোরণ যেভাবে দেয় কৃষকরা সেভাবে জীবাণু সার হিসাবে রাইবোজিয়াম দিতে হবে জমিতে। প্রতীকী ছবি ৷
চাষীদের এই সমস্যার সমাধান করতে কৃষি দফতরের পক্ষ থেকে জমিতে রাইবোজিয়াম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। অনুখাদ্য হিসাবে জিঙ্ক ,বোরণ যেভাবে দেয় কৃষকরা সেভাবে জীবাণু সার হিসাবে রাইবোজিয়াম দিতে হবে জমিতে। প্রতীকী ছবি ৷
advertisement
5/6
এ নিয়ে কৃষি দফতরের পক্ষ থেকে এএইও রাজু রায় জানিয়েছেন, সাধারণত ডাল জাতীয় শস্যের ক্ষেত্রে নাইট্রোজেন সার কম লাগে, কিন্তু যে একেবারে লাগেনা তাই নয়। ফলে ঘাটতি মেটানোর জন্য জীবাণু সার ব্যবহার করলে উদ্ভিদ নিজে থেকেই নাইট্রোজেন জমিতে তৈরি করতে পারে। তখন এই সমস্যা আর হবেনা। প্রতীকী ছবি ৷
এ নিয়ে কৃষি দফতরের পক্ষ থেকে এএইও রাজু রায় জানিয়েছেন, সাধারণত ডাল জাতীয় শস্যের ক্ষেত্রে নাইট্রোজেন সার কম লাগে, কিন্তু যে একেবারে লাগেনা তাই নয়। ফলে ঘাটতি মেটানোর জন্য জীবাণু সার ব্যবহার করলে উদ্ভিদ নিজে থেকেই নাইট্রোজেন জমিতে তৈরি করতে পারে। তখন এই সমস্যা আর হবেনা। প্রতীকী ছবি ৷
advertisement
6/6
এক্ষেত্রে সিড ট্রিটমেন্টের সময় ফ্যানের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে হবে এই রাইবোজিয়াম। সেক্ষেত্রে ভাতের ফ্যান ঠান্ডা করে নিতে হবে, নাহলে মারা যেতে পারে ব্যাকটেরিয়া গুলি। এভাবে চাষ করলে তবেই ডাল জাতীয় শস্যের ক্ষেত্রে যে সমস্যা দেখা যাচ্ছে তা মোকাবিলা করা যাবে বলে মত তাঁর। প্রতীকী ছবি ৷
এক্ষেত্রে সিড ট্রিটমেন্টের সময় ফ্যানের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে হবে এই রাইবোজিয়াম। সেক্ষেত্রে ভাতের ফ্যান ঠান্ডা করে নিতে হবে, নাহলে মারা যেতে পারে ব্যাকটেরিয়া গুলি। এভাবে চাষ করলে তবেই ডাল জাতীয় শস্যের ক্ষেত্রে যে সমস্যা দেখা যাচ্ছে তা মোকাবিলা করা যাবে বলে মত তাঁর। প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement