আয়করের নিয়ম অনুযায়ী বাড়িতে কত সোনা রাখতে পারবেন? না জানলে বিপদ
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
কতটা সোনা বাড়িতে রাখা যায়? এর জন্য নির্দিষ্ট আইন রয়েছে সরকারের।
advertisement
advertisement
ফিজিক্যাল গোল্ড বা সোনার গয়না কেনার তিন বছরের মধ্যে বিক্রি করলে স্বল্প মেয়াদি মূলধন লাভ ট্যাক্স দিতে হয়। আর তিন বছরের পর বিক্রি করলে দিতে হবে দীর্ঘমেয়াদি মূলধন লাভ ট্যাক্স। স্বল্পমেয়াদি মূলধন লাভে আয়কর স্ল্যাব অনুযায়ী ট্যাক্স কাটা হয় এবং মোট করযোগ্য আয়ের সঙ্গে যোগ করা হয়। দীর্ঘমেয়াদি মূলধন লাভে ২০ শতাংশ হারে কর দিতে হয়।
advertisement
advertisement
সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি) জানিয়েছে, ‘যুক্তিসঙ্গত পারিবারিক সঞ্চয়’ বা আইনত উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সোনা বা সোনার গয়নার উপর কোনও ট্যাক্স দিতে হবে না। সোনা কেনাকে শুভ মনে করার কারণে উৎসবের মরশুমে অনেকেই গোল্ড বন্ড, ডিজিটাল সিকিউরিটিজ বা সোভেরিন গোল্ড বন্ডে বিনিয়োগ করেন। এরও কিছু বিধিনিষেধ রয়েছে।
advertisement
ডিজিটাল গোল্ড:রিটার্নের কথা মাথায় রাখলে ফিজিক্যাল গোল্ডের তুলনায় ডিজিটাল গোল্ড সবসময় লাভজনক। কোথায় বিনিয়োগ করা হচ্ছে তার উপর নির্ভর করে ডিজিটাল সোনার সঙ্গে ফি এবং ক্রয় মূল্যের উপর জিএসটি দিতে হয়। ডিজিটাল সোনা কেনার কোনও ঊর্ধসীমা নেই। তবে একদিনে ২ লক্ষ টাকা পর্যন্তই বিনিয়োগ করা যায়। তিন বছর পর ডিজিটাল সোনা বিক্রি করার সময়, লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স ২০ শতাংশ + সেস এবং ফি দিতে হয়।
advertisement