Income Tax: জয়েন্ট অ্যাকাউন্টে কি উভয় অ্যাকাউন্ট হোল্ডারকেই সুদের উপরে কর দিতে হবে? জেনে নিন নিয়ম!

Last Updated:
অর্থনৈতিক বিশেষজ্ঞরা প্রথমেই এই ব্যাপারে সাফ জানিয়ে দিচ্ছেন যে জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে উভয় অ্যাকাউন্ট হোল্ডারকেই সুদের উপরে ধার্য কর দিতে হয়।
1/10
জয়েন্ট অ্যাকাউন্ট যথেষ্টই কাজের জিনিস। অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকেন যে সব সময়েই একটা জয়েন্ট অ্যাকাউন্ট রাখা উচিত। যদি নমিনির প্রসঙ্গ ওঠে, এক্ষেত্রে সেটা নির্বাচনের পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয় না।
জয়েন্ট অ্যাকাউন্ট যথেষ্টই কাজের জিনিস। অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকেন যে সব সময়েই একটা জয়েন্ট অ্যাকাউন্ট রাখা উচিত। যদি নমিনির প্রসঙ্গ ওঠে, এক্ষেত্রে সেটা নির্বাচনের পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয় না।
advertisement
2/10
একজনের শারীরিক অসুবিধা হলে অন্যজন টাকা তুলতে পারেন, অ্যাকাউন্টের লেনদেনের হিসেব রাখতে পারেন।
একজনের শারীরিক অসুবিধা হলে অন্যজন টাকা তুলতে পারেন, অ্যাকাউন্টের লেনদেনের হিসেব রাখতে পারেন।
advertisement
3/10
তবে, সব কিছুরই যেমন সুবিধা এবং অসুবিধা দুই থাকে, জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রেও তা হয়। যেমন, প্রবঞ্চনা। এক অ্যাকাউন্ট হোল্ডার অন্যজনকে না জানিয়েই টাকা তুলে নিতে পারেন।
তবে, সব কিছুরই যেমন সুবিধা এবং অসুবিধা দুই থাকে, জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রেও তা হয়। যেমন, প্রবঞ্চনা। এক অ্যাকাউন্ট হোল্ডার অন্যজনকে না জানিয়েই টাকা তুলে নিতে পারেন।
advertisement
4/10
এটার সম্ভাবনা কখনই বাতিল করে দেওয়া যায় না। আর যদি সুদের প্রসঙ্গ ওঠে, তাহলেও একটা সমস্যা কিন্তু রয়েছে। এক্ষেত্রে সুদের উপরে যে কর ধার্য হবে, তা উভয় অ্যাকাউন্ট হোল্ডারকেই দিতে হয়।
এটার সম্ভাবনা কখনই বাতিল করে দেওয়া যায় না। আর যদি সুদের প্রসঙ্গ ওঠে, তাহলেও একটা সমস্যা কিন্তু রয়েছে। এক্ষেত্রে সুদের উপরে যে কর ধার্য হবে, তা উভয় অ্যাকাউন্ট হোল্ডারকেই দিতে হয়।
advertisement
5/10
এই বিষয়ে যেমন জানতে চেয়েছেন আসানসোল থেকে বিমল সরকার। তিনি বলেছেন যে স্ত্রীর সঙ্গে তাঁর একটা পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম করা রয়েছে, যার সুদের টাকা ঢোকে তাঁর অ্যাকাউন্টে। তাহলে এক্ষেত্রে ইনকাম ট্যাক্সের হিসেবটা কী হবে?
এই বিষয়ে যেমন জানতে চেয়েছেন আসানসোল থেকে বিমল সরকার। তিনি বলেছেন যে স্ত্রীর সঙ্গে তাঁর একটা পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম করা রয়েছে, যার সুদের টাকা ঢোকে তাঁর অ্যাকাউন্টে। তাহলে এক্ষেত্রে ইনকাম ট্যাক্সের হিসেবটা কী হবে?
advertisement
6/10
অর্থনৈতিক বিশেষজ্ঞরা প্রথমেই এই ব্যাপারে সাফ জানিয়ে দিচ্ছেন যে জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে উভয় অ্যাকাউন্ট হোল্ডারকেই সুদের উপরে ধার্য কর দিতে হয়। অবশ্য তাঁরাও এটাও জানাতে ভোলেননি যে পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমের ক্ষেত্রে টিডিএস ধার্য হয় না।
অর্থনৈতিক বিশেষজ্ঞরা প্রথমেই এই ব্যাপারে সাফ জানিয়ে দিচ্ছেন যে জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে উভয় অ্যাকাউন্ট হোল্ডারকেই সুদের উপরে ধার্য কর দিতে হয়। অবশ্য তাঁরাও এটাও জানাতে ভোলেননি যে পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমের ক্ষেত্রে টিডিএস ধার্য হয় না।
advertisement
7/10
যেটা ধার্য হয়, তা হল সুদ থেকে যে টাকা আসছে, তার উপরে কর। তবে এক্ষেত্রেও অর্জিত সুদের আয়ে ধার্য কর সংশ্লিষ্ট ব্যক্তির ট্যাক্স স্ল্যাব অনুসারে নির্ধারণ করা হয়ে থাকে, একে শিডিউল ওএস বলা হয়।
যেটা ধার্য হয়, তা হল সুদ থেকে যে টাকা আসছে, তার উপরে কর। তবে এক্ষেত্রেও অর্জিত সুদের আয়ে ধার্য কর সংশ্লিষ্ট ব্যক্তির ট্যাক্স স্ল্যাব অনুসারে নির্ধারণ করা হয়ে থাকে, একে শিডিউল ওএস বলা হয়।
advertisement
8/10
জেনে রাখা দরকার, ধারা 80TTA একজন ব্যক্তিকে ১০ হাজার টাকা পর্যন্ত ব্যাঙ্ক, সমবায় সমিতি বা পোস্ট অফিসে থাকা সেভিংস অ্যাকাউন্টে অর্জিত সুদে ট্যাক্স ডিডাকশন দাবি করার অধিকার দেয়।
জেনে রাখা দরকার, ধারা 80TTA একজন ব্যক্তিকে ১০ হাজার টাকা পর্যন্ত ব্যাঙ্ক, সমবায় সমিতি বা পোস্ট অফিসে থাকা সেভিংস অ্যাকাউন্টে অর্জিত সুদে ট্যাক্স ডিডাকশন দাবি করার অধিকার দেয়।
advertisement
9/10
প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে, ধারা 80TTB অনুযায়ী এই সীমা ৫০ হাজার টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। আইটিআর ফাইল করার সময় এই ডিডাকশন দাবি করা যেতে পারে।
প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে, ধারা 80TTB অনুযায়ী এই সীমা ৫০ হাজার টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। আইটিআর ফাইল করার সময় এই ডিডাকশন দাবি করা যেতে পারে।
advertisement
10/10
শুধু তাই নয়, পোস্ট অফিস বা সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের সুদে সিঙ্গল অ্যাকাউন্ট হোল্ডারের জন্য ৩৫০০ টাকা পর্যন্ত এবং আইনের 10(15) ধারার অধীনে জয়েন্ট অ্যাকাউন্টে ৭০০০ টাকা পর্যন্ত কর ছাড় দেওয়া হয়েছে।
শুধু তাই নয়, পোস্ট অফিস বা সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের সুদে সিঙ্গল অ্যাকাউন্ট হোল্ডারের জন্য ৩৫০০ টাকা পর্যন্ত এবং আইনের 10(15) ধারার অধীনে জয়েন্ট অ্যাকাউন্টে ৭০০০ টাকা পর্যন্ত কর ছাড় দেওয়া হয়েছে।
advertisement
advertisement
advertisement