আর মাত্র ৪ দিন! ১৪ মার্চের মধ্যেই করতে হবে আধার কার্ডের এই কাজ! নইলে.... জেনে নিন কী করবেন, কী ভাবে করবেন

Last Updated:
Aadhaar : আধার কার্ড ভারতীয় নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ নথি। বর্তমানে ব্যাঙ্ক থেকে টাকা তোলা থেকে শুরু করে, রান্নার গ্যাসে ভর্তুকি, রেশন সুবিধা ইত্যাদি নানাবিধ সরকারি কাজেই আপনার জরুরি পরিচয়পত্র হিসেবে কাজ করে আধার।
1/13
সম্পূর্ণ বিনামূল্যে আধার আপডেট করার শেষ তারিখে এগিয়ে আসছে। ১৪ই মার্চের মধ্যে করতে হবে আধার কার্ডের এই কাজ। যাদের আধারে ভুল তথ্য রয়েছে তাঁরা চাইলে এই নির্ধারিত সময়সীমার মধ্যে বিনামূল্যে বাড়ি বসেই করে নিতে পারেন গুরুত্বপূর্ণ এই কাজ। অনলাইন ও অফলাইন মাধ্যমে মাত্র কয়েক মিনিটেই সংশোধন করে নিতে পারবেন আপনার জরুরি নথিটি।
সম্পূর্ণ বিনামূল্যে আধার আপডেট করার শেষ তারিখে এগিয়ে আসছে। ১৪ই মার্চের মধ্যে করতে হবে আধার কার্ডের এই কাজ। যাদের আধারে ভুল তথ্য রয়েছে তাঁরা চাইলে এই নির্ধারিত সময়সীমার মধ্যে বিনামূল্যে বাড়ি বসেই করে নিতে পারেন গুরুত্বপূর্ণ এই কাজ। অনলাইন ও অফলাইন মাধ্যমে মাত্র কয়েক মিনিটেই সংশোধন করে নিতে পারবেন আপনার জরুরি নথিটি।
advertisement
2/13
আধার কার্ড ভারতীয় নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ নথি। বর্তমানে ব্যাঙ্ক থেকে টাকা তোলা থেকে শুরু করে, রান্নার গ্যাসে ভর্তুকি, রেশন সুবিধা ইত্যাদি নানাবিধ সরকারি কাজেই আপনার জরুরি পরিচয়পত্র হিসেবে কাজ করে আধার।
আধার কার্ড ভারতীয় নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ নথি। বর্তমানে ব্যাঙ্ক থেকে টাকা তোলা থেকে শুরু করে, রান্নার গ্যাসে ভর্তুকি, রেশন সুবিধা ইত্যাদি নানাবিধ সরকারি কাজেই আপনার জরুরি পরিচয়পত্র হিসেবে কাজ করে আধার।
advertisement
3/13
সরকারি কোনও স্কিমের সুবিধা নিতে গেলে প্রয়োজন পড়ে আধার কার্ড। এটির বিশ্বের অন্যতম বায়োমেট্রিক শনাক্তকরণ সিস্টেম হয়ে উঠেছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI আধার কার্ডে ১২ নম্বরের একটি ডিজিট দেয়। এই ১২ ডিজিটের নম্বর মূলত বায়োমেট্রিক্সের সাথে যুক্ত।
সরকারি কোনও স্কিমের সুবিধা নিতে গেলে প্রয়োজন পড়ে আধার কার্ড। এটির বিশ্বের অন্যতম বায়োমেট্রিক শনাক্তকরণ সিস্টেম হয়ে উঠেছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI আধার কার্ডে ১২ নম্বরের একটি ডিজিট দেয়। এই ১২ ডিজিটের নম্বর মূলত বায়োমেট্রিক্সের সাথে যুক্ত।
advertisement
4/13
১৪ই মার্চের মধ্যে করতে হবে আধার কার্ডের এই কাজ:বর্তমানে কার্যত বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে আধার কার্ড। আধার কার্ড ছাড়া কোনও সরকারি এমনকি বেসরকারি কাজ করাও অসম্ভব হয়ে উঠেছে।
১৪ই মার্চের মধ্যে করতে হবে আধার কার্ডের এই কাজ:বর্তমানে কার্যত বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে আধার কার্ড। আধার কার্ড ছাড়া কোনও সরকারি এমনকি বেসরকারি কাজ করাও অসম্ভব হয়ে উঠেছে।
advertisement
5/13
কারণ বিভিন্ন ক্ষেত্রেই দরকারের সময় এই আধার কার্ড জমা করতে হয়। এই আধার কার্ড ব্যাক্তির পরিচয় এবং ঠিকানার নিশ্চিতকরণের কাজটি করে। তাই মাঝে মধ্যেই আপনার আধার কার্ড আপডেট করিয়ে নেওয়া উচিত।
কারণ বিভিন্ন ক্ষেত্রেই দরকারের সময় এই আধার কার্ড জমা করতে হয়। এই আধার কার্ড ব্যাক্তির পরিচয় এবং ঠিকানার নিশ্চিতকরণের কাজটি করে। তাই মাঝে মধ্যেই আপনার আধার কার্ড আপডেট করিয়ে নেওয়া উচিত।
advertisement
6/13
দীর্ঘদিন ধরে কেন্দ্র সমস্ত ভারতীয় নাগরিকদের আধার কার্ড আপডেটের কথা বলে আসছে। যদি এখনও আপনি আপনার আধার কার্ড আপডেট না করিয়ে থাকেন, তাহলেই আজ রবিবারের ছুটির দিনেই মিটিয়ে ফেলুন এই কাজটি।
দীর্ঘদিন ধরে কেন্দ্র সমস্ত ভারতীয় নাগরিকদের আধার কার্ড আপডেটের কথা বলে আসছে। যদি এখনও আপনি আপনার আধার কার্ড আপডেট না করিয়ে থাকেন, তাহলেই আজ রবিবারের ছুটির দিনেই মিটিয়ে ফেলুন এই কাজটি।
advertisement
7/13
শীঘ্রই আধার কার্ডটি আপডেট করিয়ে নিন। নয়ত হয়তো পড়তে হতে পারে বড় সমস্যায়। UIDAI আগামী ১৪ই মার্চ পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড সংশোধন করার সুযোগ দিচ্ছে। আপনারও যদি কোনও নতুন তথ্য আপডেট করার থাকে, দ্রুত মিটিয়ে নিন। এক পয়সাও লাগবে না।
শীঘ্রই আধার কার্ডটি আপডেট করিয়ে নিন। নয়ত হয়তো পড়তে হতে পারে বড় সমস্যায়। UIDAI আগামী ১৪ই মার্চ পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড সংশোধন করার সুযোগ দিচ্ছে। আপনারও যদি কোনও নতুন তথ্য আপডেট করার থাকে, দ্রুত মিটিয়ে নিন। এক পয়সাও লাগবে না।
advertisement
8/13
কী ভাবে করবেন আধার কার্ড আপডেটআপনিও যদি আপনার আধার কার্ড সংশোধন করতে চান, তাহলে আর UIDAI এর অফিসে যেতে হবে না। কারণ UIDAI অনলাইনে আধার আপডেট পরিষেবা চালু করেছে। এবার নিশ্চয়ই ভাবছেন কী ভাবে অনলাইনে আধার কার্ড আপডেট করবেন? চলুন সে বিষয়ে আপনাদের বলি। নিম্নে অনলাইনে আধার আপডেট করার প্রক্রিয়া জেনে নিন।
কী ভাবে করবেন আধার কার্ড আপডেটআপনিও যদি আপনার আধার কার্ড সংশোধন করতে চান, তাহলে আর UIDAI এর অফিসে যেতে হবে না। কারণ UIDAI অনলাইনে আধার আপডেট পরিষেবা চালু করেছে। এবার নিশ্চয়ই ভাবছেন কী ভাবে অনলাইনে আধার কার্ড আপডেট করবেন? চলুন সে বিষয়ে আপনাদের বলি। নিম্নে অনলাইনে আধার আপডেট করার প্রক্রিয়া জেনে নিন।
advertisement
9/13
বাড়িতে বসে আধার কার্ডের নাম, ঠিকানা, লিঙ্গ, জন্ম তারিখ, ইমেল আইডি এবং মোবাইল নম্বর পরিবর্তন করার জন্য নীচের উল্লেখিত পদক্ষেপগুলি অনুসরণ করুন:
বাড়িতে বসে আধার কার্ডের নাম, ঠিকানা, লিঙ্গ, জন্ম তারিখ, ইমেল আইডি এবং মোবাইল নম্বর পরিবর্তন করার জন্য নীচের উল্লেখিত পদক্ষেপগুলি অনুসরণ করুন:
advertisement
10/13
প্রথমে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট https://myaadhaar.uidai.gov.in/ এ যান।এবার ‘আপডেট ডেমোগ্রাফিক ডেটা এবং চেক স্ট্যাটাস’-এ ক্লিক করুন। তারপর আধার কার্ডে থাকা মোবাইল নম্বরে যে OTP আসছে সেটি বসিয়ে লগইন করুন।
প্রথমে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট https://myaadhaar.uidai.gov.in/ এ যান।এবার ‘আপডেট ডেমোগ্রাফিক ডেটা এবং চেক স্ট্যাটাস’-এ ক্লিক করুন। তারপর আধার কার্ডে থাকা মোবাইল নম্বরে যে OTP আসছে সেটি বসিয়ে লগইন করুন।
advertisement
11/13
এরপর আপনার ১২ ডিজিটের আধার নম্বর অ ক্যাপচা বসিয়ে “Send OTP” অপশনে ক্লিক করুন।এরপর রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা OTP বসিয়ে ‘Update Demographics Data’ অপশন বেছে নিন। এরপর ‘Proceed’ এ ক্লিক করুন।
এরপর প্রয়োজনীয় নথি আপলোড করুন।
তারপর ‘Submit’ করে দিন।
এরপর আপনার ১২ ডিজিটের আধার নম্বর অ ক্যাপচা বসিয়ে “Send OTP” অপশনে ক্লিক করুন।এরপর রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা OTP বসিয়ে ‘Update Demographics Data’ অপশন বেছে নিন। এরপর ‘Proceed’ এ ক্লিক করুন। এরপর প্রয়োজনীয় নথি আপলোড করুন। তারপর ‘Submit’ করে দিন।
advertisement
12/13
তবে অনলাইন ছাড়াও অফলাইন নিকটবর্তী আধার সেন্টারে গিয়ে আপডেট করতে পারবেন এই নথি। আধারে যে ১২ ডিজিটের নম্বর থাকে তা নাগরিকদের বায়োমেট্রিক এবং ডেমোগ্রাফিক তথ্য বহন করে।
তবে অনলাইন ছাড়াও অফলাইন নিকটবর্তী আধার সেন্টারে গিয়ে আপডেট করতে পারবেন এই নথি। আধারে যে ১২ ডিজিটের নম্বর থাকে তা নাগরিকদের বায়োমেট্রিক এবং ডেমোগ্রাফিক তথ্য বহন করে।
advertisement
13/13
বর্তমানে যে কোনও পরিষেবা নেওয়ার ক্ষেত্রে পরিচয়পত্র হিসাবে দরকার পড়ে আধার কার্ডের। তাই সেটি নির্ভুল রাখা অত্যন্ত জরুরি। নইলে হতে পারে বিপত্তি। তাই সময় থাকতেই সম্পূর্ণ নিখরচায় করিয়ে নিন জরুরি কাজ।
বর্তমানে যে কোনও পরিষেবা নেওয়ার ক্ষেত্রে পরিচয়পত্র হিসাবে দরকার পড়ে আধার কার্ডের। তাই সেটি নির্ভুল রাখা অত্যন্ত জরুরি। নইলে হতে পারে বিপত্তি। তাই সময় থাকতেই সম্পূর্ণ নিখরচায় করিয়ে নিন জরুরি কাজ।
advertisement
advertisement
advertisement