8th Pay Commission Pay Matrix: অষ্টম পে কমিশন কার্যকর হলে কর্মীদের বেতন কতটা বাড়বে? জানুন লেভেল ১ থেকে ১০ পর্যন্ত বেতন বৃদ্ধির হিসেব

Last Updated:
8th Pay Commission Pay Matrix: সরকারি কর্মচারীদের বেতন কতটা বাড়বে তা নির্ভর করছে ফিটমেন্ট ফ্যাক্টরের উপর।
1/12
অষ্টম বেতন কমিশনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সরকারি কর্মচারীরা বেজায় খুশি। বেতন এক ধাক্কায় বাড়বে অনেকটা। বিশেষজ্ঞরা বলছেন, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হতে পারে। সরকারি কর্মচারীদের বেতন কতটা বাড়বে তা নির্ভর করছে ফিটমেন্ট ফ্যাক্টরের উপর। এটা মূলত এক ধরণের গুণফল। সপ্তম বেতন কমিশনের আওতায় ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ২.৫৭।
অষ্টম বেতন কমিশনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সরকারি কর্মচারীরা বেজায় খুশি। বেতন এক ধাক্কায় বাড়বে অনেকটা। বিশেষজ্ঞরা বলছেন, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হতে পারে। সরকারি কর্মচারীদের বেতন কতটা বাড়বে তা নির্ভর করছে ফিটমেন্ট ফ্যাক্টরের উপর। এটা মূলত এক ধরণের গুণফল। সপ্তম বেতন কমিশনের আওতায় ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ২.৫৭।
advertisement
2/12
বেসিক স্যালারি ৭ হাজার টাকা থেকে বেড়ে ১৮ হাজার টাকা হয়েছিল। অষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর হতে পারে ২.৮৬। বেসিক স্যালারি একধাক্কায় ৫১,৪৮০ টাকায় পৌঁছে যেতে পারে। মানে ১৮ হাজার টাকা থেকে ১৮৬ শতাংশ বৃদ্ধি। তবে বিভিন্ন ডিডাকশন রয়েছে। ফলে এই পরিমাণ টাকা হাতে নাও মিলতে পারে। এখন বিভিন্ন পদের কর্মীদের কত টাকা বেতন বাড়তে পারে দেখে নেওয়া যাক।
বেসিক স্যালারি ৭ হাজার টাকা থেকে বেড়ে ১৮ হাজার টাকা হয়েছিল। অষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর হতে পারে ২.৮৬। বেসিক স্যালারি একধাক্কায় ৫১,৪৮০ টাকায় পৌঁছে যেতে পারে। মানে ১৮ হাজার টাকা থেকে ১৮৬ শতাংশ বৃদ্ধি। তবে বিভিন্ন ডিডাকশন রয়েছে। ফলে এই পরিমাণ টাকা হাতে নাও মিলতে পারে। এখন বিভিন্ন পদের কর্মীদের কত টাকা বেতন বাড়তে পারে দেখে নেওয়া যাক।
advertisement
3/12
লেভেল ১: পিওন, অ্যাটেন্ডেন্টস, মাল্টি টাস্কিং স্টাফরা লেভেল ১-এ আওতায় পড়েন। বর্তমানে তাঁদের বেসিক স্যালারি ১৮ হাজার টাকা। অষ্টম বেতন কমিশনে তাঁদের বেসিক স্যালারি হতে পারে ৫১,৪৮০ টাকা। অর্থাৎ ৩৩,৪৮০ টাকা বেতন বৃদ্ধির সম্ভাবনা।
লেভেল ১: পিওন, অ্যাটেন্ডেন্টস, মাল্টি টাস্কিং স্টাফরা লেভেল ১-এ আওতায় পড়েন। বর্তমানে তাঁদের বেসিক স্যালারি ১৮ হাজার টাকা। অষ্টম বেতন কমিশনে তাঁদের বেসিক স্যালারি হতে পারে ৫১,৪৮০ টাকা। অর্থাৎ ৩৩,৪৮০ টাকা বেতন বৃদ্ধির সম্ভাবনা।
advertisement
4/12
লেভেল ২: লোয়ার ডিভিশনাল ক্লার্করা আসেন লেভেল ২-এর আওতায়। তাঁদের বেসিক স্যালারি ১৯,৯০০ টাকা থেকে বেড়ে ৫৬,৯১৪ টাকা হতে পারে। বেতন বাড়তে পারে ৩৭,০১৪ টাকা।
লেভেল ২: লোয়ার ডিভিশনাল ক্লার্করা আসেন লেভেল ২-এর আওতায়। তাঁদের বেসিক স্যালারি ১৯,৯০০ টাকা থেকে বেড়ে ৫৬,৯১৪ টাকা হতে পারে। বেতন বাড়তে পারে ৩৭,০১৪ টাকা।
advertisement
5/12
লেভেল ৩: লেভেল ৩-এর আওতায় পড়েন কনস্টেবল এবং দক্ষ স্টাফরা। বর্তমানে তাঁদের বেসিক স্যালারি ২১,৭০০ টাকা। অষ্টম বেতন কমিশনে তা বেড়ে ৬২,০৬২ টাকা হতে পারে। অর্থাৎ ৪০,৩৬২ টাকা বেতন বাড়তে চলেছে।
লেভেল ৩: লেভেল ৩-এর আওতায় পড়েন কনস্টেবল এবং দক্ষ স্টাফরা। বর্তমানে তাঁদের বেসিক স্যালারি ২১,৭০০ টাকা। অষ্টম বেতন কমিশনে তা বেড়ে ৬২,০৬২ টাকা হতে পারে। অর্থাৎ ৪০,৩৬২ টাকা বেতন বাড়তে চলেছে।
advertisement
6/12
লেভেল ৪: স্টেনোগ্রাফার এবং জুনিয়র ক্লার্করা পড়েন লেভেল ৪-এর আওতায়। তাঁদের বেসিক স্যালারি ২৫,৫০০ টাকা থেকে বেড়ে ৭২,৯৩০ টাকা হতে পারে। ৪৭,৪৩০ টাকা বেতন বৃদ্ধির সম্ভাবনা।
লেভেল ৪: স্টেনোগ্রাফার এবং জুনিয়র ক্লার্করা পড়েন লেভেল ৪-এর আওতায়। তাঁদের বেসিক স্যালারি ২৫,৫০০ টাকা থেকে বেড়ে ৭২,৯৩০ টাকা হতে পারে। ৪৭,৪৩০ টাকা বেতন বৃদ্ধির সম্ভাবনা।
advertisement
7/12
লেভেল ৫: সিনিয়র ক্লার্ক, সহকারী অথবা টেকনিক্যাল স্টাফরা লেভেল ৫-এর আওতায় আসেন। তাঁদের বেসিক স্যালারি ২৯,২০০ টাকা থেকে বেড়ে ৮৩,৫১২ টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। বেত্ন বাড়বে ৫৪,৩১২ টাকা।
লেভেল ৫: সিনিয়র ক্লার্ক, সহকারী অথবা টেকনিক্যাল স্টাফরা লেভেল ৫-এর আওতায় আসেন। তাঁদের বেসিক স্যালারি ২৯,২০০ টাকা থেকে বেড়ে ৮৩,৫১২ টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। বেত্ন বাড়বে ৫৪,৩১২ টাকা।
advertisement
8/12
লেভেল ৬: ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর এবং জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেল ৬-এর আওতায় পড়েন। তাঁদের বেসিক স্যালারি ৬৫,৮৪৪ টাকা বাড়তে চলেছে। ৩৫,৪০০ টাকা থেকে বেতন পৌঁছে যেতে পারে ১,০১,২৪৪ টাকায়।
লেভেল ৬: ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর এবং জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেল ৬-এর আওতায় পড়েন। তাঁদের বেসিক স্যালারি ৬৫,৮৪৪ টাকা বাড়তে চলেছে। ৩৫,৪০০ টাকা থেকে বেতন পৌঁছে যেতে পারে ১,০১,২৪৪ টাকায়।
advertisement
9/12
লেভেল ৭: লেভেল ৭-এর আওতায় পড়েন সুপারিনটেনডেন্ট, সেকশন অফিসার অথবা সহকারী ইঞ্জিনিয়াররা। তাঁদের বেসিক স্যালারি ৪৪,৯০০ টাকা থেকে বেড়ে ১,২৮,৪১৪ টাকা হতে পারে। বেতন বাড়বে ৮৩,৫১৪ টাকা।
লেভেল ৭: লেভেল ৭-এর আওতায় পড়েন সুপারিনটেনডেন্ট, সেকশন অফিসার অথবা সহকারী ইঞ্জিনিয়াররা। তাঁদের বেসিক স্যালারি ৪৪,৯০০ টাকা থেকে বেড়ে ১,২৮,৪১৪ টাকা হতে পারে। বেতন বাড়বে ৮৩,৫১৪ টাকা।
advertisement
10/12
লেভেল ৮: সিনিয়র সেকশন অফিসার অথবা সহকারী অডিট অফিসাররা আসেন লেভেল ৮-এর আওতায়। তাঁদের বেসিক স্যালারি বাড়বে প্রায় ৮৮,৫৩৬ টাকা। মাসিক বেতন ৪৭,৬০০ টাকা থেকে বেড়ে হতে চলেছে ১,৩৬,১৩৬ টাকা।
লেভেল ৮: সিনিয়র সেকশন অফিসার অথবা সহকারী অডিট অফিসাররা আসেন লেভেল ৮-এর আওতায়। তাঁদের বেসিক স্যালারি বাড়বে প্রায় ৮৮,৫৩৬ টাকা। মাসিক বেতন ৪৭,৬০০ টাকা থেকে বেড়ে হতে চলেছে ১,৩৬,১৩৬ টাকা।
advertisement
11/12
লেভেল ৯: ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (DSPs) অথবা অ্যাকাউন্টস অফিসাররা লেভেল ৯-এর আওতায় পড়েন। তাঁদের বেসিক স্যালারি ৫৩,১০০ টাকা থেকে বেড়ে ১,৫১,৮৬৬ টাকা হতে চলেছে। বেতন বাড়ছে ৯৮,৭৬৬ টাকা।
লেভেল ৯: ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (DSPs) অথবা অ্যাকাউন্টস অফিসাররা লেভেল ৯-এর আওতায় পড়েন। তাঁদের বেসিক স্যালারি ৫৩,১০০ টাকা থেকে বেড়ে ১,৫১,৮৬৬ টাকা হতে চলেছে। বেতন বাড়ছে ৯৮,৭৬৬ টাকা।
advertisement
12/12
লেভেল ১০: গ্রুপ A অফিসার, যেমন সহকারী কমিশনার বা IAS, IPS এবং IFS-রা পড়েন লেভেল ১০-এর আওতায়। বর্তমানে তাঁদের বেসিক স্যালারি ৫৬,১০০ টাকা। অষ্টম বেতন কমিশনে তা বেড়ে ১,৬০,৪৬৬ টাকা হতে চলেছে। বেতন বাড়ছে ১,০৪,৩৪৬ টাকা।
লেভেল ১০: গ্রুপ A অফিসার, যেমন সহকারী কমিশনার বা IAS, IPS এবং IFS-রা পড়েন লেভেল ১০-এর আওতায়। বর্তমানে তাঁদের বেসিক স্যালারি ৫৬,১০০ টাকা। অষ্টম বেতন কমিশনে তা বেড়ে ১,৬০,৪৬৬ টাকা হতে চলেছে। বেতন বাড়ছে ১,০৪,৩৪৬ টাকা।
advertisement
advertisement
advertisement