8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে কেন্দ্রীয় সরকারি কর্মীরা হাতে ঠিক কত টাকা পাবেন? HRA, DA, TA? নতুন বছরে অপেক্ষা করছে বড় খবর!

Last Updated:
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনের অন্তর্গত মোদি সরকারের কর্মীরা ১ জানুয়ারি থেকে ঠিক কত টাকা হাতে পাবেন?
1/17
কেন্দ্রীয় সরকারি কর্মীদের অপেক্ষা শেষ হবে যখন অষ্টম বেতন কমিশন কার্যকর হবে তখনই যখন অষ্টম বেতন কমিশন গঠন হলে, নতুন বেতন ক্রমের সঙ্গে সঙ্গে নতুন বেতন ক্রমও ধার্য হবে ৷ প্রতীকী ছবি ৷
কেন্দ্রীয় সরকারি কর্মীদের অপেক্ষা শেষ হবে যখন অষ্টম বেতন কমিশন কার্যকর হবে তখনই যখন অষ্টম বেতন কমিশন গঠন হলে, নতুন বেতন ক্রমের সঙ্গে সঙ্গে নতুন বেতন ক্রমও ধার্য হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/17
অষ্টম বেতন কমিশন নিয়ে নানান ধরনের কথাবার্তা চলছে, কতখানি বেতন বৃদ্ধি হতে পারে, বাকি সমস্ত ভাতা নিয়ে ঠিক কতখানি বেসিক স্যালারি হবে বা পে গ্রেড ঠিক কতখানি হবে তা নিয়েই বড় সিদ্ধান্ত হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
অষ্টম বেতন কমিশন নিয়ে নানান ধরনের কথাবার্তা চলছে, কতখানি বেতন বৃদ্ধি হতে পারে, বাকি সমস্ত ভাতা নিয়ে ঠিক কতখানি বেসিক স্যালারি হবে বা পে গ্রেড ঠিক কতখানি হবে তা নিয়েই বড় সিদ্ধান্ত হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/17
আশা করা হচ্ছে এইবার বেতন কতখানি ঠিক বৃদ্ধি হবে ৷ ফিটমেন্ট ফ্যাক্টর যতই হোক না কেন বেতন ভালই বৃদ্ধি হবে বলেই মনে করা হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
আশা করা হচ্ছে এইবার বেতন কতখানি ঠিক বৃদ্ধি হবে ৷ ফিটমেন্ট ফ্যাক্টর যতই হোক না কেন বেতন ভালই বৃদ্ধি হবে বলেই মনে করা হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/17
সর্বপ্রথম ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে যদি বলা যায় সেক্ষেত্রে বলা যাবে এই নিয়ে নানান ধরনের আলাপ আলোচনা ও জল্পনা নিয়ে নানান চর্চা হত ৷ তিনটি ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে আলাপ আলোচনা নিয়ে চর্চায় ছিলেন ৷ প্রতীকী ছবি ৷
সর্বপ্রথম ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে যদি বলা যায় সেক্ষেত্রে বলা যাবে এই নিয়ে নানান ধরনের আলাপ আলোচনা ও জল্পনা নিয়ে নানান চর্চা হত ৷ তিনটি ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে আলাপ আলোচনা নিয়ে চর্চায় ছিলেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/17
প্রথমে ১.৯২, দ্বিতীয় ২.৫৭, তৃতীয় ২.৮৬ থাকবে কি না তাই নিয়েই নানান আলাপ আলোচনা চলছে ৷ নানান কর্মচারী সংগঠনের পক্ষ থেকে সপ্তম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৬৮ গুণ দাবি করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
প্রথমে ১.৯২, দ্বিতীয় ২.৫৭, তৃতীয় ২.৮৬ থাকবে কি না তাই নিয়েই নানান আলাপ আলোচনা চলছে ৷ নানান কর্মচারী সংগঠনের পক্ষ থেকে সপ্তম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৬৮ গুণ দাবি করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/17
তবে বিশেষজ্ঞরা মনে করছেন ফিটমেন্ট ফ্যাক্টর ১.৯২-এর আশেপাশে হতে পারে ৷ এতেই বর্তমান বেতনের থেকেও বেশ খানিকটা বেশি দেখতে পাওয়া যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
তবে বিশেষজ্ঞরা মনে করছেন ফিটমেন্ট ফ্যাক্টর ১.৯২-এর আশেপাশে হতে পারে ৷ এতেই বর্তমান বেতনের থেকেও বেশ খানিকটা বেশি দেখতে পাওয়া যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/17
যে কর্মীর বর্তমান বেসিক স্যালারি ১৮,০০০ টাকা সেটি ৩৪,৫৬০ টাকা হতে পারে ৷ বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ৫৫ শতাংশ ৷ প্রতীকী ছবি ৷
যে কর্মীর বর্তমান বেসিক স্যালারি ১৮,০০০ টাকা সেটি ৩৪,৫৬০ টাকা হতে পারে ৷ বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ৫৫ শতাংশ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/17
জানুয়ারি ২০২৫-এ মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়েছে, জুলাই ২০২৫ থেকে ফের রিভাইজ হবে ৷ বর্তমানে AICPI-র সূচক থেকে জানতে পারা গিয়েছে মহার্ঘ ভাতা ৫৮ শতাংশ হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
জানুয়ারি ২০২৫-এ মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়েছে, জুলাই ২০২৫ থেকে ফের রিভাইজ হবে ৷ বর্তমানে AICPI-র সূচক থেকে জানতে পারা গিয়েছে মহার্ঘ ভাতা ৫৮ শতাংশ হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/17
৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে, একই সঙ্গে জানুয়ারিতে বৃদ্ধি পেতে পারে ৩ শতাংশ বেড়ে ৬১ শতাংশ হতে পারে ৷ সমস্ত কিছু ঠিকঠাক থাকলে ১ জানুয়ারি ২০২৬ থেকে অষ্টম বেতন কমিশনের ফলে ১৮,০০০ টাকা থেকে বেসিক স্যালারি ২৮,৯৮০ টাকা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে, একই সঙ্গে জানুয়ারিতে বৃদ্ধি পেতে পারে ৩ শতাংশ বেড়ে ৬১ শতাংশ হতে পারে ৷ সমস্ত কিছু ঠিকঠাক থাকলে ১ জানুয়ারি ২০২৬ থেকে অষ্টম বেতন কমিশনের ফলে ১৮,০০০ টাকা থেকে বেসিক স্যালারি ২৮,৯৮০ টাকা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/17
যখন অষ্টম বেতন কমিশন কার্যকর হবে সেক্ষেত্রে বেসিক স্যালারি+মহার্ঘ ভাতা+ফিটমেন্ট ফ্যাক্টর জুড়ে বেসিক স্যালারি হবে ১৮,০০০+১০,৯৮০= ২৮,৯৮০ ফিটমেন্ট ফ্যাক্টর (১.৯২) ৷ প্রতীকী ছবি ৷
যখন অষ্টম বেতন কমিশন কার্যকর হবে সেক্ষেত্রে বেসিক স্যালারি+মহার্ঘ ভাতা+ফিটমেন্ট ফ্যাক্টর জুড়ে বেসিক স্যালারি হবে ১৮,০০০+১০,৯৮০= ২৮,৯৮০ ফিটমেন্ট ফ্যাক্টর (১.৯২) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/17
এই পরিস্থিতিতে লেবেল ১ গ্রেড পে ১,৮০০-তে নয়া বেসিক স্যালারি হবে ৫৫,৬৪১ টাকা ৷ মহার্ঘ ভাতা নতুন বেতন কমিশনে শূন্য হবে ৷ প্রতীকী ছবি ৷
এই পরিস্থিতিতে লেবেল ১ গ্রেড পে ১,৮০০-তে নয়া বেসিক স্যালারি হবে ৫৫,৬৪১ টাকা ৷ মহার্ঘ ভাতা নতুন বেতন কমিশনে শূন্য হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/17
বেসিক স্যালারি ও মহার্ঘ ভাতা সংযুক্ত হবে ৷ এরফলেই কর্মীদের বেতনে বাম্পার বৃদ্ধি হতে চলেছে ৷ যদি কেন্দ্র ৬১ শতাংশ ডিএ বেসিক স্যালারির সঙ্গে মার্জ করে দেওয়া হয় সেক্ষেত্রে নয়া বেসিক স্যালারি হবে ৩৪,৫৬০ টাকা হবে ৷ প্রতীকী ছবি ৷
বেসিক স্যালারি ও মহার্ঘ ভাতা সংযুক্ত হবে ৷ এরফলেই কর্মীদের বেতনে বাম্পার বৃদ্ধি হতে চলেছে ৷ যদি কেন্দ্র ৬১ শতাংশ ডিএ বেসিক স্যালারির সঙ্গে মার্জ করে দেওয়া হয় সেক্ষেত্রে নয়া বেসিক স্যালারি হবে ৩৪,৫৬০ টাকা হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/17
নতুন বেতন ক্রমে স্যালারি রিভাইজ হবে ৷ যদি মহার্ঘ ভাতা শূন্য করা হলে সেক্ষেত্রে এইচআরএ রিভাইজ হবে ৷ ট্রাভেল অ্যালাউন্সও রিভাইজ হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
নতুন বেতন ক্রমে স্যালারি রিভাইজ হবে ৷ যদি মহার্ঘ ভাতা শূন্য করা হলে সেক্ষেত্রে এইচআরএ রিভাইজ হবে ৷ ট্রাভেল অ্যালাউন্সও রিভাইজ হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/17
তবে কতখানি কোন ভাতা বাড়বে সেটি সম্পূর্ণ ভাবে নির্ভর করবে নয়া বেতন কমিশনের সুপারিশের উপরে ৷ যদি কর্মীদের লেবেল অনুযায়ী ভাগ করি সেক্ষেত্রে লেবেল ১-এ X ক্যাটাগরির শহর, লেবেল ২-এ Y ক্যাটাগরির শহর ও লেবেল ৩-এ Z ক্যাটাগরির ৷ প্রতীকী ছবি ৷
তবে কতখানি কোন ভাতা বাড়বে সেটি সম্পূর্ণ ভাবে নির্ভর করবে নয়া বেতন কমিশনের সুপারিশের উপরে ৷ যদি কর্মীদের লেবেল অনুযায়ী ভাগ করি সেক্ষেত্রে লেবেল ১-এ X ক্যাটাগরির শহর, লেবেল ২-এ Y ক্যাটাগরির শহর ও লেবেল ৩-এ Z ক্যাটাগরির ৷ প্রতীকী ছবি ৷
advertisement
15/17
এক্স ক্যাটাগরির শহরে সর্বাধিক ২৭ শতাংশ অর্থাৎ ৯,৩৩১ টাকা এইচআরএ হবে, আর টিএ হবে ১,৩৫০ টাকা হবে ৷ অষ্টম বেতন কমিশনের অন্তর্গত 8th Pay Commission মোট বেতন বা নেট বেতন ঠিক কতখানি হবে এবার আন্দাজ করা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
এক্স ক্যাটাগরির শহরে সর্বাধিক ২৭ শতাংশ অর্থাৎ ৯,৩৩১ টাকা এইচআরএ হবে, আর টিএ হবে ১,৩৫০ টাকা হবে ৷ অষ্টম বেতন কমিশনের অন্তর্গত 8th Pay Commission মোট বেতন বা নেট বেতন ঠিক কতখানি হবে এবার আন্দাজ করা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement