7th Pay Commission: মোদি সরকারের জন্য ধামাকা খবর! এক নয় দুই, বছরে দু'বার বিশেষ ভাতার টাকা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
7th Pay Commission: এক নয় দুই, বছরে দু'বার ভাতার টাকা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা, এবার বেতন আরও বেশি পাবে
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কর্মচারীদের জন দুরন্ত সময় ৷ কেননা মোদি সরকার কর্মীদের জন্য বড়সড় সিদ্ধান্ত নিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
এবার পোশাক ভাতা বা ড্রেস অ্যালাউন্স পাবেন দু'বার, এই সিদ্ধান্ত বিগত সাত বছরের কর্মীদের দাবি দাওয়ার উপরে নির্ভর করেই বিবেচনা করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
অর্থমন্ত্রক ২৪ মার্চ ২০২৫-এ একটি বিজ্ঞপ্তি জারি করে সম্পূর্ণ বিষয়টি খোলসা করেছে ৷ সরকারের পক্ষ থেকে সেই সমস্ত কর্মীদের একটু স্বস্তিরকথা মাথায় রেখে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
যতদিন কাজ করছেন ততদিন সেই কাজের ভিত্তিতে ড্রেস অ্যালাউন্স বা পোশাক ভাতা পাওয়া যাবে ৷ এরফলেই শুধুই আর্থিক দিক মজবুত হবেনা শুধুই ৷ প্রতীকী ছবি ৷
advertisement
কর্মীরা সন্তুষ্ট থাকবেন সরকারের প্রতি ৷ প্রতি বছর আগে ড্রেস অ্যালাউন্স জুলাই মাসে একসঙ্গে মিটিয়ে দেওয়া হত ৷ কিন্তু যেই সমস্ত কর্মীদের জুলাই মাসে কাজে যোগ দেন তাঁদের ক্ষেত্রে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
বর্তমানে নয়া প্রেরেটা পেমেন্ট প্রসেসের অন্তর্গত আগামী বছরের জুন পর্যন্ত এটি কার্যকর হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
অর্থমন্ত্রকের পক্ষে অগাস্ট ২০১৭-তে নটিফিকেশন জামা কাপড়ের ভাতা, জুতো অ্যালাউন্স, কিট মেনটেনেন্স রোব অ্যালাউন্স ইত্যাদি ৷ এই টাকা সেই সমস্ত কর্মীদের দেওয়া হয় সেক্ষেত্রে পোশাক দেওয়া হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
এবার মন্ত্রকের পক্ষ থেকে ফর্মুলার মাধ্যমে প্রসেস অন্তর্গত হয় ৷ এরফলে কর্মীদের ট্রান্স প্যারেন্সি আসবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
উদাহরণ সরূপ বলা যেতে পারে বার্ষিক উদাহরণ সরূপ কর্মচারীরা বার্ষিক ২০,০০০ টাকার ড্রেস অ্যালাউন্স অগাস্টে পরিষেবা অন্তর্ভুক্ত তাঁরা পাবেন (২০,০০০/১২)X১১=১৮,৩৩৩ টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
সেনা আধিকারিক, বায়ুসেনা, নৌসেনা সিআরপিএফ, কোস্ট গার্ড, এনআইএ, আইসিএলএস, ইমিগ্রেশনের বার্ষিক টাকা ১০,০০০ টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
রেলের স্টেশন মাস্টার, প্রতিরক্ষা পরিষেবা, অধীনস্থ কর্মীরা, কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ পাবে ১০,০০০ টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement