1 Gram Gold Price: আজ সোনা কিনবেন না দাম কমার অপেক্ষা করবেন ? ১ গ্রামের দাম কত হল

Last Updated:
1 Gram Gold Price: আজ সোনা কিনবেন নাকি দাম কমার অপেক্ষা করবেন? ২৪ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের লেটেস্ট দাম জেনে নিন।
1/6
ভারতে সোনার চাহিদা সবসময়ই বেশি। উৎসব, বিয়ে কিংবা বিনিয়োগ—সবক্ষেত্রেই সোনা আমাদের অন্যতম প্রিয় সম্পদ। তবে সোনা কেনার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন থাকে, আজ কিনব, না কি আরও কিছুদিন অপেক্ষা করব? কারণ প্রতিদিনই আন্তর্জাতিক বাজার ও মুদ্রা বিনিময়ের প্রভাবের কারণে সোনার দামে ওঠানামা হচ্ছে।
ভারতে সোনার চাহিদা সবসময়ই বেশি। উৎসব, বিয়ে কিংবা বিনিয়োগ—সবক্ষেত্রেই সোনা আমাদের অন্যতম প্রিয় সম্পদ। তবে সোনা কেনার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন থাকে, আজ কিনব, না কি আরও কিছুদিন অপেক্ষা করব? কারণ প্রতিদিনই আন্তর্জাতিক বাজার ও মুদ্রা বিনিময়ের প্রভাবের কারণে সোনার দামে ওঠানামা হচ্ছে।
advertisement
2/6
আন্তর্জাতিক বাজারে ডলারের বিনিময় হার, বৈদেশিক মুদ্রার সঞ্চয়, আমদানি শুল্ক এবং বিশ্ব অর্থনীতির ওঠানামার কারণে ভারতে প্রতিদিন সোনার দামে পরিবর্তন দেখা যায়। অনেক সময় বিশ্ববাজারে চাহিদা বাড়লে দাম বৃদ্ধি পায়, আবার কখনও ডলারের দর শক্তিশালী হলে সোনার দাম কমে যায়।

আন্তর্জাতিক বাজারে ডলারের বিনিময় হার, বৈদেশিক মুদ্রার সঞ্চয়, আমদানি শুল্ক এবং বিশ্ব অর্থনীতির ওঠানামার কারণে ভারতে প্রতিদিন সোনার দামে পরিবর্তন দেখা যায়। অনেক সময় বিশ্ববাজারে চাহিদা বাড়লে দাম বৃদ্ধি পায়, আবার কখনও ডলারের দর শক্তিশালী হলে সোনার দাম কমে যায়।
advertisement
3/6
তাই যাঁরা সোনা কিনতে চাইছেন বা সোনায় বিনিয়োগ করতে চাইছেন তাঁদের জন্য লেটেস্ট দাম জেনে রাখা খুবই জরুরি ৷
তাই যাঁরা সোনা কিনতে চাইছেন বা সোনায় বিনিয়োগ করতে চাইছেন তাঁদের জন্য লেটেস্ট দাম জেনে রাখা খুবই জরুরি ৷
advertisement
4/6
গত কয়েক মাসে কখনও দাম হু হু করে বেড়ে যাচ্ছে, আবার কখনও হঠাৎ কমে যাচ্ছে। ফলে ক্রেতা ও বিনিয়োগকারীরা প্রায়শই দ্বিধায় পড়ছেন—আজ সোনা কিনবেন নাকি অপেক্ষা করবেন ? লেটেস্ট দাম জেনে সিদ্ধান্ত নিন ৷
গত কয়েক মাসে কখনও দাম হু হু করে বেড়ে যাচ্ছে, আবার কখনও হঠাৎ কমে যাচ্ছে। ফলে ক্রেতা ও বিনিয়োগকারীরা প্রায়শই দ্বিধায় পড়ছেন—আজ সোনা কিনবেন নাকি অপেক্ষা করবেন ? লেটেস্ট দাম জেনে সিদ্ধান্ত নিন ৷
advertisement
5/6
বুধবার ২৭ অগাস্ট কত হল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ৯৫৭০ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ৭৮৬০ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ১১৬২৮৬ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
বুধবার ২৭ অগাস্ট কত হল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ৯৫৭০ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ৭৮৬০ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ১১৬২৮৬ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
advertisement
6/6
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷
advertisement
advertisement
advertisement