1 Crore Rupees Value After 20 Years: এখনকার ১ কোটি টাকার মূল্য ২০ বছর পর মাত্র ৪০ লাখ হবে, হিসেব বুঝে সঞ্চয় নিয়ে সতর্ক হন
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
1 Crore Rupees Value After 20 Years: বর্তমানে ১ কোটি টাকা অনেক মনে হলেও ২০ বছর পর তার প্রকৃত মূল্য হতে পারে মাত্র ৪০ লাখ টাকা!
দেশে খুচরো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা হলেও এখনও তা প্রায় ৪ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। আমাদের বার্ষিক ভিত্তিতে প্রতিটি প্রয়োজনীয় পণ্যের জন্য ৪ শতাংশ বেশি ব্যয় করতে হচ্ছে। আগামী দিনে যদি বর্তমান হারে মুদ্রাস্ফীতি বাড়তে থাকে, তাহলে ২০ বছর পর কী হবে? কেউ কি ভেবে দেখেছেন যে, আজ যদি মাসিক ব্যয় ১ লাখ টাকায় মেটানো হয়, তাহলে কি ২০ বছর পরেও তা সম্ভব হবে? আজ যে ১ কোটি টাকার কথা বলা হচ্ছে, এই ১ কোটি টাকার আসল মূল্য কি ২০ বছর পরেও ১ কোটি টাকাই থাকবে?
advertisement
advertisement
২০ বছর পর টিকে থাকার জন্য ব্যয় দ্বিগুণ হবে -যদি আমরা পরবর্তী ২০ বছরের কথা বলি, তাহলে আজকের ১ কোটি টাকার ভবিষ্যৎ মূল্য হবে প্রায় ৪০ লাখ টাকা। এর মানে হল ২০ বছরের জন্য ১ কোটি টাকা থাকলেও, এর মূল্য আজকের মতো হবে না। কারণ আজ যে কাজে ১ কোটি টাকা ব্যয় করা হয়েছে, মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য করার পরে ২০ বছর পর একই কাজে ২.৫ কোটি টাকা ব্যয় করতে হবে।
advertisement
advertisement
SIP: বিনিয়োগের সময় মুদ্রাস্ফীতির কথা মাথায় রাখা উচিত -যদি বিনিয়োগের লক্ষ্য ২০ বছর হয় আর ১ কোটি টাকার তহবিল সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকে, তাহলে এর জন্য, SIP-এর মাধ্যমে মাসিক ১০ হাজার টাকা বিনিয়োগ করতে হবে। যদি পরবর্তী ২০ বছরের জন্য ১২ শতাংশ রিটার্ন অনুমান করা হয়, তাহলে এটি দুটি উপায়ে গণনা করা যেতে পারে।
advertisement
advertisement