Birbhum News : মেলায় ভেঙে পড়ল চলন্ত নাগরদোলা! ভয়ঙ্কর দূর্ঘটনা বীরভূমে
- Published by:Pooja Basu
Last Updated:
মনসা পুজোকে কেন্দ্র করে চার দিনের জন্য একটি মেলার আয়োজন করা হয়। সেখানেই ভেঙে পড়ে নাগোরদোলা৷ , আহত ১৪
নাগরদোলা ভেঙ্গে এমন ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটেছে বীরভূমের লাভপুর থানার অন্তর্গত বিপ্রটিকুড়ি গ্রামে। যেখানে মনসা পূজাকে কেন্দ্র করে চার দিনের জন্য একটি মেলার আয়োজন করা হয়। এই মেলায় অন্যান্য গ্রাম্য মেলার মতো বিভিন্ন দোকানপাট এবং নাগরদোলা সহ অন্যান্য বিনোদনের সরঞ্জাম বসানো হয়। কিন্তু সোমবার রাতে এই মেলা চলাকালীন সেখানেই যে নাগরদোলা বসানো হয়েছিল সেটি হঠাৎ ভেঙে পড়ে। নাগরদোলাটি ভেঙ্গে পড়ার সময় বেশ কয়েকজন নাগরদোলায় চড়ছিলেন বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। (Reporter-Madhab Das)
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দা সহদেব দাস জানান, মেলা চলার সময় বেশ কয়েকজন নাগরদোলায় ঘুরছিলেন। সেই সময় হঠাৎ হুরমুর করে ওই নাগরদোলাটি উল্টে যায়। সঙ্গে সঙ্গে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। যে যেদিকে খুশি দৌড় দিতে শুরু করে। এই ঘটনায় মোট ১৪ জন আহত হন। যাদের মধ্যে পাঁচজনকে আনা হয় বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এবং বাকি দুজনকে পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজ। তাদের অবস্থা আশঙ্কাজনক।
advertisement
advertisement
অন্যদিকে এই ঘটনার পর খবর পেয়ে তড়িঘড়ি হোক পৌঁছায় লাভপুর থানার পুলিশ। লাভপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই মেলা পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। যদিও পরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে মেলা চালানোর সিদ্ধান্ত নিলেও নাগরদোলা অথবা এই ধরনের বিনোদনের সরঞ্জাম তুলে দেওয়ার ব্যবস্থা করে।