Lunar Eclipse 2022:  চন্দ্রগ্রহণ মিস করেছেন? চিন্তা কিসের! এক ক্লিকেই দেখুন চন্দ্রগ্রহণ ও রক্তবর্ণ চাঁদ!

Last Updated:
Lunar Eclipse 2022: আকাশে তাকাবার জো নেই! চাঁদের আলোয় চোখ যেন ঝলসে যাবে! অপরূপ আলোয় সেজেছে চাঁদ! দেখুন সেই অপরূপ রক্তবর্ণ চাঁদ ও চন্দ্রগ্রহণ!
1/6
দিন কয়েক আগেই মহাজাগতিক ঘটনা সূর্য গ্রহণের সাক্ষী থেকেছে বিশ্ব। এবার সাক্ষী থাকল চন্দ্রগ্রহণের। মঙ্গলবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী থাকে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি কলকাতা, বীরভূম সহ রাজ্যের বিভিন্ন জায়গা। ( লেখা ও ছবি: Madhab Das )
দিন কয়েক আগেই মহাজাগতিক ঘটনা সূর্য গ্রহণের সাক্ষী থেকেছে বিশ্ব। এবার সাক্ষী থাকল চন্দ্রগ্রহণের। মঙ্গলবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী থাকে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি কলকাতা, বীরভূম সহ রাজ্যের বিভিন্ন জায়গা। ( লেখা ও ছবি: Madhab Das )
advertisement
2/6
বীরভূমে চাঁদের দেখা যখন মেলে তখন গ্রহণ কাটিয়ে চাঁদ আবার আগের জায়গায় ফিরছে। বছরের শেষ এই চন্দ্রগ্রহণকে ঘিরে সবার মধ্যেই কৌতূহল ছিল। মঙ্গলবার শুধু চন্দ্রগ্রহণ নয়, এর পাশাপাশি রক্তবর্ণ চাঁদের দেখাও মেলে।  ( লেখা ও ছবি: Madhab Das )
বীরভূমে চাঁদের দেখা যখন মেলে তখন গ্রহণ কাটিয়ে চাঁদ আবার আগের জায়গায় ফিরছে। বছরের শেষ এই চন্দ্রগ্রহণকে ঘিরে সবার মধ্যেই কৌতূহল ছিল। মঙ্গলবার শুধু চন্দ্রগ্রহণ নয়, এর পাশাপাশি রক্তবর্ণ চাঁদের দেখাও মেলে। ( লেখা ও ছবি: Madhab Das )
advertisement
3/6
ভারতের বিভিন্ন প্রান্ত থেকেও মঙ্গলবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখার সুযোগের পাশাপাশি সুযোগ ছিল রক্তবর্ণ চাঁদ দেখার সুযোগ । গ্রহণের সময় পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের যে রক্তবর্ণ রূপ খুবই বিরল। ( লেখা ও ছবি: Madhab Das )
ভারতের বিভিন্ন প্রান্ত থেকেও মঙ্গলবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখার সুযোগের পাশাপাশি সুযোগ ছিল রক্তবর্ণ চাঁদ দেখার সুযোগ । গ্রহণের সময় পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের যে রক্তবর্ণ রূপ খুবই বিরল। ( লেখা ও ছবি: Madhab Das )
advertisement
4/6
বিশ্বের বহু জায়গা থেকে এই দৃশ্য দেখার সুযোগ না মেলার পাশাপাশি তা বীরভূম থেকেও দেখা যায়।   বিজ্ঞানীদের দেওয়া তথ্য অনুযায়ী, দুপুর ২টো ৪০ নাগাদ শুরু হয় গ্রহণ। পূর্ণগ্রাস অবস্থানে চাঁদ আসবে বিকেল ৩ টে ৪৬ মিনিটে। পৃথিবী সূর্য এবং চাঁদ এক সরলরেখায় আসার কারণেই এই চন্দ্রগ্রহণ হয়। ( লেখা ও ছবি: Madhab Das )
বিশ্বের বহু জায়গা থেকে এই দৃশ্য দেখার সুযোগ না মেলার পাশাপাশি তা বীরভূম থেকেও দেখা যায়। বিজ্ঞানীদের দেওয়া তথ্য অনুযায়ী, দুপুর ২টো ৪০ নাগাদ শুরু হয় গ্রহণ। পূর্ণগ্রাস অবস্থানে চাঁদ আসবে বিকেল ৩ টে ৪৬ মিনিটে। পৃথিবী সূর্য এবং চাঁদ এক সরলরেখায় আসার কারণেই এই চন্দ্রগ্রহণ হয়। ( লেখা ও ছবি: Madhab Das )
advertisement
5/6
মঙ্গলবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়ায় ঢেকে যায় চাঁদ। এই পরেই রক্তবর্ণ চাঁদের দেখা মিলে এবং তা দেখার সুযোগ হয় সন্ধ্যা নামতেই।  বীরভূমে এই চন্দ্রগ্রহণ দেখার সুযোগ হয় বিকাল সাড়ে পাঁচটা নাগাদ এবং তা চলে প্রায় সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত। পরবর্তী পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের জন্য অপেক্ষা করতে হবে ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত। ( লেখা ও ছবি: Madhab Das )
মঙ্গলবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়ায় ঢেকে যায় চাঁদ। এই পরেই রক্তবর্ণ চাঁদের দেখা মিলে এবং তা দেখার সুযোগ হয় সন্ধ্যা নামতেই। বীরভূমে এই চন্দ্রগ্রহণ দেখার সুযোগ হয় বিকাল সাড়ে পাঁচটা নাগাদ এবং তা চলে প্রায় সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত। পরবর্তী পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের জন্য অপেক্ষা করতে হবে ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত। ( লেখা ও ছবি: Madhab Das )
advertisement
6/6
অন্যদিকে এদিন তারাপীঠ মন্দিরের তারামায়ের গর্ভ গৃহ ১ ঘন্টা ২৯ মিনিট বন্ধ থাকে। মন্দিরের প্রবেশদ্বারগুলি বন্ধ করে দেওয়া হয় দুপুর ৩টে ৪৫ মিনিট থেকে। গর্ভগৃহ বন্ধ থাকে ৪টে ৫৯ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৯ পর্যন্ত।   ( লেখা ও ছবি: Madhab Das )
অন্যদিকে এদিন তারাপীঠ মন্দিরের তারামায়ের গর্ভ গৃহ ১ ঘন্টা ২৯ মিনিট বন্ধ থাকে। মন্দিরের প্রবেশদ্বারগুলি বন্ধ করে দেওয়া হয় দুপুর ৩টে ৪৫ মিনিট থেকে। গর্ভগৃহ বন্ধ থাকে ৪টে ৫৯ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৯ পর্যন্ত। ( লেখা ও ছবি: Madhab Das )
advertisement
advertisement
advertisement