South Bengal Weather Alert|| আর চিন্তা নেই, এল বলে হুড়মুড়িয়ে বৃষ্টি, রইল গরমে স্বস্তির ওয়েদার আপডেট
- Published by:Debalina Datta
Last Updated:
তবে আর চিন্তা নেই, খুব শিগগিরই বৃষ্টিতে ভিজবে বাঁকুড়া জেলা। শান্তি পাবে সাধারণ মানুষ, শান্তি পাবে গাছপালা এবং সমগ্র জেলার প্রাণীসম্পদ।
বাঁকুড়া: আজকাল টিভি পেপার বা মোবাইল খুললেই দেখা যাচ্ছে দাবদাহ এবং গরমের খবর। সাম্প্রতিক বাঁকুড়া জেলায় শুরু হয়েছে ভয়ানক সূর্যের তাণ্ডব তাপমাত্রা ছাড়িয়ে গেছে ৪৪ ডিগ্রি সেলসিয়াস। তবে আর চিন্তা নেই, খুব শিগগিরই বৃষ্টিতে ভিজবে বাঁকুড়া জেলা। শান্তি পাবে সাধারণ মানুষ, শান্তি পাবে কাজ-গাছালি এবং সমগ্র জেলার প্রাণিসম্পদ।
advertisement
advertisement
advertisement
advertisement
আগামী শুক্রবার শনিবার এবং রবিবার অর্থাৎ সপ্তাহের শেষে সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের। এই তিন দিনে তাপমাত্রা কিছুটা স্থগিত হবে বলেই জানা যাচ্ছে। আজ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা বেজে ১৭ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল ছটা বেজে ৪ মিনিটে। শুষ্ক গরম পড়েছে বাঁকুড়া জেলায় বায়ুতে আদ্রতার পরিমাণ মাত্র ২৭ শতাংশ। বেলা বাড়তি সূর্যের অতিবেগুনি রশ্মির পরিমাণ প্রচন্ড বেশি হয়ে যাবে। সারাদিন ধরে পশ্চিম থেকে পূর্বে ৮ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একটি গরম বাতাস বাঁকুড়া জেলায়। বাঁকুড়া জেলার বায়ুর গুণগত মান ১৫৩ যা শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর।
advertisement