Krishna Janmashtami: জন্মাষ্টমীর শুভ মুহূর্ত কখন, জেনে নিন কি বলছে বাঁকুড়ার জ্যোতিষগ্রাম

Last Updated:
Janmashtami 2023: বাঁকুড়ার জ্যোতিষ গ্রামের জবানিতে জন্মাষ্টমীর যাবতীয় তথ্যাদি। দেখে নিন কি বলছেন স্বনামধন্য জ্যোতিষী।
1/7
 এই বছরে কবে পালিত হবে জন্মাষ্টমী? কখন থাকবে আপনার শ্রীকৃষ্ণের জন্য সখের কেনাকাটা এবং উৎসবের শুভ সময় ও মুহূর্ত?। কি কি বিধি মেনে পালিত হবে জন্মাষ্টমী? কি তার তাৎপর্য এবং বিধি? তার সঙ্গে রইল এই সময় কি কাজ করবেন আর কি করবেন না। আমরা বলছি না! বলছেন বাঁকুড়ার স্বনামধন্য জ্যোতিষী গ্রাম কাপিষ্ঠার জ্যোতিষীরা।
 এই বছরে কবে পালিত হবে জন্মাষ্টমী? কখন থাকবে আপনার শ্রীকৃষ্ণের জন্য সখের কেনাকাটা এবং উৎসবের শুভ সময় ও মুহূর্ত?। কি কি বিধি মেনে পালিত হবে জন্মাষ্টমী? কি তার তাৎপর্য এবং বিধি? তার সঙ্গে রইল এই সময় কি কাজ করবেন আর কি করবেন না। আমরা বলছি না! বলছেন বাঁকুড়ার স্বনামধন্য জ্যোতিষী গ্রাম কাপিষ্ঠার জ্যোতিষীরা।
advertisement
2/7
মথুরা এবং বৃন্দাবনের মন্দির গুলিতে ফুল ,মালা এবং সুন্দর সুন্দর সামগ্রী সহযোগে সাজিয়ে তোলা হয় ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিতে। বিশ্বাস, মথুরাতে মধ্যরাতে জন্মগ্রহণ করেন শ্রীকৃষ্ণ। বড় হন বৃন্দাবনে। তখন থেকেই এই পূণ্য তিথিতে পালিত হয় জন্মাষ্টমী।
মথুরা এবং বৃন্দাবনের মন্দির গুলিতে ফুল ,মালা এবং সুন্দর সুন্দর সামগ্রী সহযোগে সাজিয়ে তোলা হয় ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিতে। বিশ্বাস, মথুরাতে মধ্যরাতে জন্মগ্রহণ করেন শ্রীকৃষ্ণ। বড় হন বৃন্দাবনে। তখন থেকেই এই পূণ্য তিথিতে পালিত হয় জন্মাষ্টমী।
advertisement
3/7
ভাদ্র মাসে কৃষ্ণ পক্ষের অষ্টম দিনে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করে ছিলেন। এদিকে কংস রাজার বোন রাজকন্যা দেবকি কৃষ্ণের গর্ভধারিনী মা ছিলেন। মাতা ও পিতা ছিলেন দেবকী এবং বাসুদেব। ভবিষ্যৎ বাণী ছিল যে এই দম্পতির অষ্টম গর্ভের সন্তান রাজা কংসের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে।
ভাদ্র মাসে কৃষ্ণ পক্ষের অষ্টম দিনে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করে ছিলেন। এদিকে কংস রাজার বোন রাজকন্যা দেবকি কৃষ্ণের গর্ভধারিনী মা ছিলেন। মাতা ও পিতা ছিলেন দেবকী এবং বাসুদেব। ভবিষ্যৎ বাণী ছিল যে এই দম্পতির অষ্টম গর্ভের সন্তান রাজা কংসের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে।
advertisement
4/7
বাসুদেব মাথায় করে শ্রীকৃষ্ণ কে যমুনা পার করে বৃন্দাবনে নিয়ে আসেন তখন প্রাকৃতিক দুর্যোগে উথাল পাথাল পৃথিবী। রক্ষা করেন শেষনাগ। এই ঘটনাকে কেন্দ্র করে পালন করা হয় নন্দোৎসব।
বাসুদেব মাথায় করে শ্রীকৃষ্ণ কে যমুনা পার করে বৃন্দাবনে নিয়ে আসেন তখন প্রাকৃতিক দুর্যোগে উথাল পাথাল পৃথিবী। রক্ষা করেন শেষনাগ। এই ঘটনাকে কেন্দ্র করে পালন করা হয় নন্দোৎসব।
advertisement
5/7
বৈষ্ণব সম্প্রদায় এবং ইসকন অনুগামীরা খুবই ধুম ধাম করে পালন করেন জন্মাষ্টমী। ৫৬ ভোগ গোপালকে নিবেদন করা হয়। গোপালকে যদি খুশি হন তাহলে সকল ভক্তদের মনকামনা পূর্ণ হবে এবং ধনলাভ হবে বলে মনে করেন সকলে।
বৈষ্ণব সম্প্রদায় এবং ইসকন অনুগামীরা খুবই ধুম ধাম করে পালন করেন জন্মাষ্টমী। ৫৬ ভোগ গোপালকে নিবেদন করা হয়। গোপালকে যদি খুশি হন তাহলে সকল ভক্তদের মনকামনা পূর্ণ হবে এবং ধনলাভ হবে বলে মনে করেন সকলে।
advertisement
6/7
কোন সময়ে পালন করা হবে জন্মাষ্টমী? কবেই বা পালন করা হবে তার উত্তর দিলেন কাপিষ্ট গ্রামের স্বনামধন্য জ্যোতিষী৷
কোন সময়ে পালন করা হবে জন্মাষ্টমী? কবেই বা পালন করা হবে তার উত্তর দিলেন কাপিষ্ট গ্রামের স্বনামধন্য জ্যোতিষী৷
advertisement
7/7
তিনি জানান ২০২৩ সালের জন্মাষ্টমী পালিত হবে ৬ ই সেপ্টেম্বর এবং ৭ ই সেপ্টেম্বর, বুধবার এবং বৃহস্পতিবার যথাক্রমে। এর সঙ্গে তিনি আরো জানিয়েছেন যে, অষ্টমী মুহূর্তের শুরু হচ্ছে বুধবার দুপুর সাড়ে তিনটে নাগাদ এবং শেষ হবে বৃহস্পতিবার দুপুর ০৪:১৭ নাগাদ। Input-  Nilanjan Banerjee
তিনি জানান ২০২৩ সালের জন্মাষ্টমী পালিত হবে ৬ ই সেপ্টেম্বর এবং ৭ ই সেপ্টেম্বর, বুধবার এবং বৃহস্পতিবার যথাক্রমে। এর সঙ্গে তিনি আরো জানিয়েছেন যে, অষ্টমী মুহূর্তের শুরু হচ্ছে বুধবার দুপুর সাড়ে তিনটে নাগাদ এবং শেষ হবে বৃহস্পতিবার দুপুর ০৪:১৭ নাগাদ। Input-  Nilanjan Banerjee
advertisement
advertisement
advertisement