হোম » ছবি » বাঁকুড়া » আবারও কুয়াশায় মুড়ে গেল বাঁকুড়া জেলা

Bankura News: সকাল থেকেই কুয়াশার চাদরে ঢেকেছে শহর, রয়েছে আরও বৃষ্টির সম্ভাবনা ?

  • Bangla Digital Desk
  • Hyperlocal

  • 15

    Bankura News: সকাল থেকেই কুয়াশার চাদরে ঢেকেছে শহর, রয়েছে আরও বৃষ্টির সম্ভাবনা ?

    ফের ঘোর কুয়াশার প্রকোপে পড়ল বাঁকুড়া জেলা। ভোরবেলা থেকেই কুয়াশাচ্ছন্ন বাঁকুড়া শহর। কুয়াশার চাদরে ঢেকে যাওয়ার কারণে ফোঁটা ফোঁটা বৃষ্টিও হয়েছে। কুয়াচ্ছন্ন থাকার কারণে দৃশ্যমানতা অনেকটাই হ্রাস পেয়েছে। শীতের শেষে কুয়াশার এই আকস্মিক আবির্ভাব আবারও ভাবিয়ে তুলেছে বাঁকুড়া জেলাকে।

    MORE
    GALLERIES

  • 25

    Bankura News: সকাল থেকেই কুয়াশার চাদরে ঢেকেছে শহর, রয়েছে আরও বৃষ্টির সম্ভাবনা ?

    গাছে গাছে ধরেছে আমের মুকুল ,এই মুহূর্তে এরকম আবহাওয়া ক্ষতির কারণ হতে পারে আম চাষে। সকাল ৬:১৩ মিনিটে সূর্যোদয় হলেও কুয়াশাচ্ছন্ন থাকায় আবহাওয়া অনেকটা মেঘলা বাঁকুড়া জেলায়। ভোর বেলা থেকে বেলা আটটা পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকবে গোটা শহর। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বাড়ার সাথে সাথে বেড়েছে বায়ুতে আর্দ্রতার পরিমাণ। বায়ুতে আদ্রতার পরিমাণ বর্তমানে ৮৫% এবং সেই কারণেই অনুমান করা যাচ্ছে আবারও আগমন হয়েছে কুয়াশার।

    MORE
    GALLERIES

  • 35

    Bankura News: সকাল থেকেই কুয়াশার চাদরে ঢেকেছে শহর, রয়েছে আরও বৃষ্টির সম্ভাবনা ?

    বেলা যতো বাড়বে উজ্জ্বল হবে আবহাওয়া কিন্তু তার সঙ্গে বৃদ্ধি ও পাবে তাপমাত্রা। আজ সোমবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। অন্যান্য দিনের তুলনায় আজ তাপমাত্রা হঠাৎ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। সকাল থেকে দৃশ্যমানতা কম থাকায় যান চলাচল নিয়ন্ত্রণ রেখে হচ্ছে।

    MORE
    GALLERIES

  • 45

    Bankura News: সকাল থেকেই কুয়াশার চাদরে ঢেকেছে শহর, রয়েছে আরও বৃষ্টির সম্ভাবনা ?

    আজ সোমবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ ডিগ্রী এবং ১৯ ডিগ্রী। দিনভর উত্তর - পূর্বে ৫ কিমি বেগে বাতাস বইবে। বেলা ৯ টা থেকে ৩ টে পর্যন্ত অতিবেগুনি রশ্মির মান কম থাকবে।

    MORE
    GALLERIES

  • 55

    Bankura News: সকাল থেকেই কুয়াশার চাদরে ঢেকেছে শহর, রয়েছে আরও বৃষ্টির সম্ভাবনা ?

    বায়ুর গুণগত মান অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছে গেছে , যার সূচক এখন ২৭৪ । এই মান ৫০ এর নিচে থাকলে ভালো বলে গণ্য করা হয়। বাতাসে আদ্রতার মান ৮৫% ছুঁয়েছে।

    MORE
    GALLERIES