প্রচণ্ড তাপ, গরমের দাবদাহ, তাপপ্রবাহর সঙ্গে শুষ্কতা। এক চরমভাবাপন্ন বাস-অযোগ্য তপ্ত আবহাওয়ার মধ্যে দিয়ে যাচ্ছে বাঁকুড়া জেলা। (ছবি ও তথ্য-- নীলাঞ্জন ব্যানার্জি)
2/ 9
আগের সপ্তাহ থেকে শুরু হয়েছে এই অস্বাভাবিক গরমের তাণ্ডব। এক প্রকার নাভিশ্বাস উঠে যাচ্ছে সাধারণ মানুষের। দিনে ২৪ ঘণ্টার মধ্যে ভোররাত্রি থেকে সকাল সাতটা পর্যন্ত তাপমাত্রা থাকছে সামান্য কম। তারপর বেলা নটা হতেই দ্রুত করে বাড়ছে তাপমাত্রার পারদ। বাঁধ মানছে না তাপমাত্রা।
3/ 9
নিমেষের মধ্যে ছুঁয়ে ফেলছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। তারপর বেলা বারোটা থেকে একটা বাজতেই পার হয়ে যাচ্ছে ৪৪ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার তাপমাত্রা পেরিয়ে যাবে ৪৫ ডিগ্রি। লাল সতর্কতা জারি হয়েছে সমগ্র জেলায়।
4/ 9
এই আবহাওয়ায় বেলা বাড়লে ঘরের ভেতর থাকতে উপদেশ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বেশিরভাগ মানুষই নিজেদেরকে গৃহবন্দী করেছেন তাপদাহর হাত থেকে বাঁচার জন্য। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস।
5/ 9
জানা যাচ্ছে দুটো বাজলেই তাপমাত্রা পেরিয়ে যাবে ৪৪ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ার উন্মুক্ত প্রস্তর ভূমি এবং শিলাস্তর তপ্ত রোদে তাপ ছড়াচ্ছে অনর্গল।
6/ 9
এই তাপ থেকে তৈরি হচ্ছে বিভিন্ন শারীরিক সমস্যা। তবে চলতি সপ্তাহের শেষের দিকে হতে পারে বৃষ্টি এমনটাই পূর্বাভাস।
7/ 9
বৃষ্টি হলেই পাওয়া যাবে রেহাই। একে একে রেকর্ড তাপমাত্রা ভাঙছে বাঁকুড়া জেলা।
8/ 9
বর্তমানে ভারতবর্ষের অন্যতম উষ্ণ এলাকাগুলোর মধ্যে একটি হল বাঁকুড়া। প্রখর সূর্যের অতিবেগুনি রশ্মি পরিমাণ আজ অত্যন্ত বেশি থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া অফিসের।
9/ 9
সূর্যাস্ত হবে বিকেল ছটা বেজে ৪ মিনিটে। এবং পশ্চিম থেকে পূর্বে ১১ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইবে গরম লু। বায়ুতে আদ্রতার পরিমাণ খুবই কম। কমতে কমতে এই সূচক মাত্র ২১ শতাংশে ছুঁয়েছে। বাঁকুড়ার বায়ু শরীরের পক্ষে ক্ষতিকর আপাতত যার সূচক ১৪১। (ছবি ও তথ্য-- নীলাঞ্জন ব্যানার্জি)
IMD Weather: বাঁকুড়ার আকাশে গনগনে তেজ সূর্যর, তাপমাত্রা কত উঠল? রেকর্ড গরম জানলেই মাথা ঘুরবে!
প্রচণ্ড তাপ, গরমের দাবদাহ, তাপপ্রবাহর সঙ্গে শুষ্কতা। এক চরমভাবাপন্ন বাস-অযোগ্য তপ্ত আবহাওয়ার মধ্যে দিয়ে যাচ্ছে বাঁকুড়া জেলা। (ছবি ও তথ্য-- নীলাঞ্জন ব্যানার্জি)
IMD Weather: বাঁকুড়ার আকাশে গনগনে তেজ সূর্যর, তাপমাত্রা কত উঠল? রেকর্ড গরম জানলেই মাথা ঘুরবে!
আগের সপ্তাহ থেকে শুরু হয়েছে এই অস্বাভাবিক গরমের তাণ্ডব। এক প্রকার নাভিশ্বাস উঠে যাচ্ছে সাধারণ মানুষের। দিনে ২৪ ঘণ্টার মধ্যে ভোররাত্রি থেকে সকাল সাতটা পর্যন্ত তাপমাত্রা থাকছে সামান্য কম। তারপর বেলা নটা হতেই দ্রুত করে বাড়ছে তাপমাত্রার পারদ। বাঁধ মানছে না তাপমাত্রা।
IMD Weather: বাঁকুড়ার আকাশে গনগনে তেজ সূর্যর, তাপমাত্রা কত উঠল? রেকর্ড গরম জানলেই মাথা ঘুরবে!
নিমেষের মধ্যে ছুঁয়ে ফেলছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। তারপর বেলা বারোটা থেকে একটা বাজতেই পার হয়ে যাচ্ছে ৪৪ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার তাপমাত্রা পেরিয়ে যাবে ৪৫ ডিগ্রি। লাল সতর্কতা জারি হয়েছে সমগ্র জেলায়।
IMD Weather: বাঁকুড়ার আকাশে গনগনে তেজ সূর্যর, তাপমাত্রা কত উঠল? রেকর্ড গরম জানলেই মাথা ঘুরবে!
এই আবহাওয়ায় বেলা বাড়লে ঘরের ভেতর থাকতে উপদেশ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বেশিরভাগ মানুষই নিজেদেরকে গৃহবন্দী করেছেন তাপদাহর হাত থেকে বাঁচার জন্য। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস।
IMD Weather: বাঁকুড়ার আকাশে গনগনে তেজ সূর্যর, তাপমাত্রা কত উঠল? রেকর্ড গরম জানলেই মাথা ঘুরবে!
বর্তমানে ভারতবর্ষের অন্যতম উষ্ণ এলাকাগুলোর মধ্যে একটি হল বাঁকুড়া। প্রখর সূর্যের অতিবেগুনি রশ্মি পরিমাণ আজ অত্যন্ত বেশি থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া অফিসের।
IMD Weather: বাঁকুড়ার আকাশে গনগনে তেজ সূর্যর, তাপমাত্রা কত উঠল? রেকর্ড গরম জানলেই মাথা ঘুরবে!
সূর্যাস্ত হবে বিকেল ছটা বেজে ৪ মিনিটে। এবং পশ্চিম থেকে পূর্বে ১১ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইবে গরম লু। বায়ুতে আদ্রতার পরিমাণ খুবই কম। কমতে কমতে এই সূচক মাত্র ২১ শতাংশে ছুঁয়েছে। বাঁকুড়ার বায়ু শরীরের পক্ষে ক্ষতিকর আপাতত যার সূচক ১৪১। (ছবি ও তথ্য-- নীলাঞ্জন ব্যানার্জি)