Bankura News: দোলের দিনই বাঁকুড়ার উচ্চতম পাহাড়ে দারুণ সারপ্রাইজ, দেখুন কী কাণ্ড! এলাহি বন্দোবস্ত

Last Updated:
কি নেই? বিলাসবহুল থাকার এবং খাবার জায়গা সঙ্গে থাকছে সাজানো বাগান এবং বাচ্চাদের পার্ক।
1/7
বাঁকুড়ার বিহারীনাথ পাহাড়ে এবার বিশেষ আকর্ষণ। খুলে গেল পরশমণি রিসর্ট অ্যান্ড ট্যুরিজম।
বাঁকুড়ার বিহারীনাথ পাহাড়ে এবার বিশেষ আকর্ষণ। খুলে গেল পরশমণি রিসর্ট অ্যান্ড ট্যুরিজম।
advertisement
2/7
সোমবার উদ্বোধন হল এই পার্কের। কর্ণধার সিদ্ধার্থ সেন জানান, খুব কম মূল্যে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে পারবেন মানুষ।
সোমবার উদ্বোধন হল এই পার্কের। কর্ণধার সিদ্ধার্থ সেন জানান, খুব কম মূল্যে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে পারবেন মানুষ।
advertisement
3/7
পাহাড়ের তলায় থাকছে ওপেন গার্ডেন। মনোরম পরিবেশে সময় কাটান।
পাহাড়ের তলায় থাকছে ওপেন গার্ডেন। মনোরম পরিবেশে সময় কাটান।
advertisement
4/7
এছাড়াও বাচ্চাদের জন্য থাকছে পার্কের ব্যবস্থা।
এছাড়াও বাচ্চাদের জন্য থাকছে পার্কের ব্যবস্থা।
advertisement
5/7
বিহারীনাথ পাহাড়ে ঘুরতে গিয়ে এই ইকো ট্যুরিজম রিসর্টে পেয়ে যাবেন AC এবং Non AC রুমের ব্যবস্থা।
বিহারীনাথ পাহাড়ে ঘুরতে গিয়ে এই ইকো ট্যুরিজম রিসর্টে পেয়ে যাবেন AC এবং Non AC রুমের ব্যবস্থা।
advertisement
6/7
থাকছে রেস্টুরেন্ট, ম্যারেজ হল, যোগা এবং নাইট লাইফ ।
থাকছে রেস্টুরেন্ট, ম্যারেজ হল, যোগা এবং নাইট লাইফ ।
advertisement
7/7
দোলের দিন দারুণ সারপ্রাইজ বাঁকুড়ার উচ্চতম পাহাড়ে।
দোলের দিন দারুণ সারপ্রাইজ বাঁকুড়ার উচ্চতম পাহাড়ে।
advertisement
advertisement
advertisement