উচ্চ মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করেছে বাঁকুড়া গোয়েঙ্কা বিদ্যায়তনে ছাত্র সোমনাথ পাল৷ বাড়ি সানবাঁধা এলাকায়।তার প্রাপ্ত নম্বর ৪৯৪৷ সোমনাথের মা বিঁড়ি বেঁধে সংসার চালান৷ সোমনাথের বাবা ছিলেন সব্জি বিক্রেতা৷ তবে ৪ বছর আগে তাঁর দুর্ঘটনা হয়৷ তারপর থেকে বাড়িতেই বসে তিনি৷ এই ফলে পিছনে মা-বাবার বড় ভূমিকা ছিল, বলছে পঞ্চম স্থান অধিকার করা সোমনাথ৷ সংসার চালাতে সারাদিন কষ্ট করেন সোমনাথের মা৷ খুবই কষ্ট করে সংসার চলে৷ টিনের চালের বাড়ি৷ এই বাড়ি থেকেই আগামিদিনে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে সোমনাথ৷ শিক্ষক সমাজের মেরুদণ্ড৷ তাই সোমনাথও নিজে শিক্ষক হয়ে সমাজের উন্নতি করতে চায়৷