Zodiacs: সুদৃঢ় হবে সম্পর্ক, এই ৭ রাশির জাতক-জাতিকারা ২০২২ সালে খুঁজে পাবেন সত্যিকারের ভালোবাসা!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Zodiac: জেনে নেওয়া যাক প্রেমের ক্ষেত্রে কেমন যেতে পারে আগামী বছর! কারা খুঁজে পাবেন সত্যিকারের জীবনসঙ্গী?
আমরা প্রায় ২০২১-এর শেষ ভাগে চলে এসেছি। আর আমাদের সামনে একটি নতুন বছর আসতে চলেছে। নিশ্চিত ভাবেই নতুন এই বছরে আমাদের অনেক কিছু করার আছে এবং অনেক কিছুই হয় তো অপেক্ষায় রয়েছে। কিন্তু ২০২২ সাল ভালোবাসার জন্য কেমন কাটবে এই নিয়ে অনেকেই উদ্বিগ্ন। আসুন জেনে নেওয়া যাক প্রেমের ক্ষেত্রে কেমন যেতে পারে আগামী বছর!
advertisement
advertisement
advertisement
কন্যা (Virgo) যারা অবিবাহিত এবার তাদের ভাগ্য প্রসন্ন হবে। বিশেষ করে তারা তাদের পুরনো বন্ধু বা পারিবারিক সূত্রে পরিচিত এই রকম মানুষদের মধ্যেই ভালোবাসাকে খুঁজে পাবে। প্রথম দর্শনেই প্রেমে পড়ার সম্ভাবনা রয়েছে। এপ্রিলের পর থেকে এই সম্ভাবনা আরও দৃঢ় হবে। সপ্তম এবং একাদশ ঘরে শুভ যোগ থাকায় সম্পর্ক দীর্ঘমেয়াদী এবং স্থিতিশীল হবে।
advertisement
বৃশ্চিক (Scorpio) ওয়াটার সাইনের অধিপতি বৃশ্চিক রাশির মানুষরা ভালোবাসার বিষয়ে সর্বদাই আবেগপ্রবণ হয়। এই কারণে সম্পর্ক তৈরির ক্ষেত্রে বৃশ্চিকরা প্রায়ই নানান সমস্যা ঘনিয়ে তোলে। আগামী বছর কিন্তু বৃশ্চিকদের জন্য দারুণ একটা সময়। প্রেমের সংযোগের ক্ষেত্রে এ বছর দারুণ ফল দেবে। এপ্রিলের মাঝামাঝি থেকে বৃশ্চিক রাশিতে বৃহস্পতির শুভ প্রভাব থাকায় সম্পর্কে বিশ্বাস ও ধৈর্য বজায় থাকবে। বৃহস্পতির প্রভাব সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য পরিপূর্ণতাও দেবে।
advertisement
advertisement
advertisement








