Zodiac Signs: নিজেদের প্রতিভা অন্তরেই গোপন রাখতে চায় এই সব রাশির জাতক-জাতিকারা

Last Updated:
Zodiac Signs: শুধু তা-ই নয়, নিজেদের সেই প্রতিভার কথা জানলেও সেটাকে খুব একটা গুরুত্বও দেয় না ওই সব রাশির জাতক-জাতিকারা।
1/8
আমাদের আশপাশের সবার মধ্যেই কিছু না-কিছু বিশেষ গুণ বা প্রতিভা থাকে। কেউ কেউ প্রকাশ্যে তা নিয়ে কথা বলতে না-চাইলেও ভিতরে ভিতরে ঠিক সেই সব গুণ সম্পর্কে ওয়াকিবহাল থাকেন। তাই এখানে এমন কিছু রাশির কথা বলা হল, যারা অন্তরে বিশেষ গুণী হলেও বাইরে তা প্রকাশ করতে চায় না। শুধু তা-ই নয়, নিজেদের সেই প্রতিভার কথা জানলেও সেটাকে খুব একটা গুরুত্বও দেয় না ওই রাশির জাতক-জাতিকারা। আসুন জেনে নেওয়া যাক, কোন কোন রাশি রয়েছে এই তালিকায়।
আমাদের আশপাশের সবার মধ্যেই কিছু না-কিছু বিশেষ গুণ বা প্রতিভা থাকে। কেউ কেউ প্রকাশ্যে তা নিয়ে কথা বলতে না-চাইলেও ভিতরে ভিতরে ঠিক সেই সব গুণ সম্পর্কে ওয়াকিবহাল থাকেন। তাই এখানে এমন কিছু রাশির কথা বলা হল, যারা অন্তরে বিশেষ গুণী হলেও বাইরে তা প্রকাশ করতে চায় না। শুধু তা-ই নয়, নিজেদের সেই প্রতিভার কথা জানলেও সেটাকে খুব একটা গুরুত্বও দেয় না ওই রাশির জাতক-জাতিকারা। আসুন জেনে নেওয়া যাক, কোন কোন রাশি রয়েছে এই তালিকায়।
advertisement
2/8
মেষ (Aries) মার্চ ২১ থেকে এপ্রিল ১৯ -- দুর্দান্ত খেলোয়াড়: মেষ রাশির জাতক-জাতিকাদের জাত খেলোয়াড় বলতে হবে। এঁরা শারীরিক ভাবে বেশ সমর্থ হন, তাই যে কোনও খেলায় ভালো ফল করতে পারেন। বিশেষ করে যে সমস্ত খেলায় শারীরিক কসরত বেশি করতে হয়, তাতে এঁদের জুড়ি মেলা ভার।
মেষ (Aries) মার্চ ২১ থেকে এপ্রিল ১৯ -- দুর্দান্ত খেলোয়াড়: মেষ রাশির জাতক-জাতিকাদের জাত খেলোয়াড় বলতে হবে। এঁরা শারীরিক ভাবে বেশ সমর্থ হন, তাই যে কোনও খেলায় ভালো ফল করতে পারেন। বিশেষ করে যে সমস্ত খেলায় শারীরিক কসরত বেশি করতে হয়, তাতে এঁদের জুড়ি মেলা ভার।
advertisement
3/8
বৃষ (Taurus) এপ্রিল ২০ থেকে মে ২০ -- অসাধারণ রন্ধনশিল্পী: বৃষ রাশির মানুষরা কাজ নিয়ে খুব সাবধানী ও সচেতন। রান্নাটা এরা ভালোবেসে করে। আর সাধারণত এদের হাতের রান্নার স্বাদও অতুলনীয় হয়।
বৃষ (Taurus) এপ্রিল ২০ থেকে মে ২০ -- অসাধারণ রন্ধনশিল্পী: বৃষ রাশির মানুষরা কাজ নিয়ে খুব সাবধানী ও সচেতন। রান্নাটা এরা ভালোবেসে করে। আর সাধারণত এদের হাতের রান্নার স্বাদও অতুলনীয় হয়।
advertisement
4/8
কর্কট (Cancer) জুন২১ থেকে জুলাই ২২ -- ভালো বন্ধু হতে পারেন: এরা নিজেদের নিয়ে নয়, বন্ধু এবং পরিবারের ভালো-মন্দ নিয়ে সারা ক্ষণ চিন্তায় থাকে। তাই অন্যেরা এদের কাছে অনায়াসে মন খুলে কথা বলতে পারেন। এরা এক জনের কথা অন্যকে বলে না। মনোযোগ দিয়ে অন্যদের সমস্যার কথা শোনে।
কর্কট (Cancer) জুন২১ থেকে জুলাই ২২ -- ভালো বন্ধু হতে পারেন: এরা নিজেদের নিয়ে নয়, বন্ধু এবং পরিবারের ভালো-মন্দ নিয়ে সারা ক্ষণ চিন্তায় থাকে। তাই অন্যেরা এদের কাছে অনায়াসে মন খুলে কথা বলতে পারেন। এরা এক জনের কথা অন্যকে বলে না। মনোযোগ দিয়ে অন্যদের সমস্যার কথা শোনে।
advertisement
5/8
সিংহ (Leo) জুলাই ২৩ থেকে অগস্ট ২২ -- সেরা উপহারদাতা: সিংহ রাশির জাতক-জাতিকারা সব সময় সারপ্রাইজ দিতে পছন্দ করেন। তাই পছন্দের মানুষ হোক বা পরিবারের সদস্য সবাইকে উপহার দিতে ভালোবাসে। তাই অন্যেরাও এদের ব্যবহারে আনন্দ পায়।
সিংহ (Leo) জুলাই ২৩ থেকে অগস্ট ২২ -- সেরা উপহারদাতা: সিংহ রাশির জাতক-জাতিকারা সব সময় সারপ্রাইজ দিতে পছন্দ করেন। তাই পছন্দের মানুষ হোক বা পরিবারের সদস্য সবাইকে উপহার দিতে ভালোবাসে। তাই অন্যেরাও এদের ব্যবহারে আনন্দ পায়।
advertisement
6/8
তুলা (Libra) সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২ -- ভালো ম্যাচমেকার: এই রাশির জাতক-জাতিকারা নিজেরা যেমন জীবনসঙ্গীর কদর দিতে জানে, তেমনি সম্পর্কের মূল্যও দিতে পারে এরা। কী ভাবে দু’জন মনের মানুষকে কাছে আনতে হবে, সেই বিষয়ে সাধারণত এদের চেয়ে ভালো কেউ জানে না। এরা অনেক সময় অন্য জুটি বা কাপলদের কাছে আনার জন্য নানান ফন্দিফিকিরও খোঁজে।
তুলা (Libra) সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২ -- ভালো ম্যাচমেকার: এই রাশির জাতক-জাতিকারা নিজেরা যেমন জীবনসঙ্গীর কদর দিতে জানে, তেমনি সম্পর্কের মূল্যও দিতে পারে এরা। কী ভাবে দু’জন মনের মানুষকে কাছে আনতে হবে, সেই বিষয়ে সাধারণত এদের চেয়ে ভালো কেউ জানে না। এরা অনেক সময় অন্য জুটি বা কাপলদের কাছে আনার জন্য নানান ফন্দিফিকিরও খোঁজে।
advertisement
7/8
মকর (Capricorn) ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯ -- ভালো কমেডিয়ান: মকর রাশির জাতক-জাতিকার মজার মজার কথা বলে মানুষকে ভালোই হাসাতে জানে। সেন্স অফ হিউমার এদের সাংঘাতিক। বিয়ের আসর হোক বা পার্টি-- আসর জমিয়ে দিতে এদের জুড়ি মেলা ভার!
মকর (Capricorn) ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯ -- ভালো কমেডিয়ান: মকর রাশির জাতক-জাতিকার মজার মজার কথা বলে মানুষকে ভালোই হাসাতে জানে। সেন্স অফ হিউমার এদের সাংঘাতিক। বিয়ের আসর হোক বা পার্টি-- আসর জমিয়ে দিতে এদের জুড়ি মেলা ভার!
advertisement
8/8
মীন (Pisces) ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০ -- দুর্দান্ত মোটিভেট করেন: মীন রাশির মানুষেরা সব কিছুর মধ্যে পজিটিভ দিক খুঁজে বার করে। এদের কাছাকাছি থাকলে সহজেই সবার মন ভালো হয়ে যায়। আমাদের লক্ষ্য পূরণের সদিচ্ছা হোক বা বড় কোনও কাজে ঝুঁকি নেওয়া, এঁরা সব সময়ই অনুপ্রেরণা দিয়ে যাবেন।
মীন (Pisces) ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০ -- দুর্দান্ত মোটিভেট করেন: মীন রাশির মানুষেরা সব কিছুর মধ্যে পজিটিভ দিক খুঁজে বার করে। এদের কাছাকাছি থাকলে সহজেই সবার মন ভালো হয়ে যায়। আমাদের লক্ষ্য পূরণের সদিচ্ছা হোক বা বড় কোনও কাজে ঝুঁকি নেওয়া, এঁরা সব সময়ই অনুপ্রেরণা দিয়ে যাবেন।
advertisement
advertisement
advertisement