আমাদের আশপাশের সবার মধ্যেই কিছু না-কিছু বিশেষ গুণ বা প্রতিভা থাকে। কেউ কেউ প্রকাশ্যে তা নিয়ে কথা বলতে না-চাইলেও ভিতরে ভিতরে ঠিক সেই সব গুণ সম্পর্কে ওয়াকিবহাল থাকেন। তাই এখানে এমন কিছু রাশির কথা বলা হল, যারা অন্তরে বিশেষ গুণী হলেও বাইরে তা প্রকাশ করতে চায় না। শুধু তা-ই নয়, নিজেদের সেই প্রতিভার কথা জানলেও সেটাকে খুব একটা গুরুত্বও দেয় না ওই রাশির জাতক-জাতিকারা। আসুন জেনে নেওয়া যাক, কোন কোন রাশি রয়েছে এই তালিকায়।
তুলা (Libra) সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২ -- ভালো ম্যাচমেকার: এই রাশির জাতক-জাতিকারা নিজেরা যেমন জীবনসঙ্গীর কদর দিতে জানে, তেমনি সম্পর্কের মূল্যও দিতে পারে এরা। কী ভাবে দু’জন মনের মানুষকে কাছে আনতে হবে, সেই বিষয়ে সাধারণত এদের চেয়ে ভালো কেউ জানে না। এরা অনেক সময় অন্য জুটি বা কাপলদের কাছে আনার জন্য নানান ফন্দিফিকিরও খোঁজে।