Zodiac: পুরুষের মন জয় করে নেন নিমেষে! এই ৪ রাশির মেয়েদের আকর্ষণ এড়ানো দায়! আপনিও কি আছেন তালিকায়?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Zodiac: স্বভাবের অনন্যতার জন্যই সকলের প্রিয়পাত্র হয়ে উঠতে পারেন এঁরা। নিজেদের আচরণ,কথা বলার ধরন দিয়ে মুহূর্তে মন জয় করতে পারেন। চিনে নিন এঁদের।
জ্যোতিষশাস্ত্রের বিচার অনুযায়ী কিছু কিছু রাশির মহিলাদের প্রকৃতিতে থাকে বিশেষ কিছু গুণ। এমন কিছু রাশি আছে, যে রাশির মেয়েরা একাধারে দেখতে খুব আকর্ষণীয় হয় অন্যদিকে তাঁদের স্বভাবের অনন্যতার জন্যই সকলের প্রিয়পাত্র হয়ে উঠতে পারেন এঁরা। নিজেদের আচরণ,কথা বলার ধরন দিয়ে তারা মুহূর্তে সকলের মন জয় করতে পারেন।
advertisement
এমন মহিলারা সবসময় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। তাদের সেন্স অফ হিউমার খুব ভাল হয়। পাশাপাশি বুদ্ধিদ্বীপ্ত, সংবেদনশীল ও তীক্ষ্ণ মন এবং আকর্ষণীয় কথাবার্তায় যে কাউকে আকৃষ্ট হতে বাধ্য করে ফেলেন এঁরা। জেনে নিন কোন রাশির মেয়েরা রয়েছেন সেই তালিকায়। আপনি বা আপনার প্রিয়জনও কি আছেন? রাশি মিলিয়ে বুঝে নিন সেটিও।
advertisement
মেষ/ARIES রাশিফল Rashifal (March 21-April 20) মেষ রাশির মেয়েরা হাজার ভিড়ের মধ্যেও নিজেদের পরিচয় তৈরি করে নেন। এই রাশির মেয়েদের জন্য ছেলেরা সবচেয়ে বেশি আকৃষ্ট হন। তাদের স্টাইল সবার থেকে আলাদা। কথা বলার ক্ষেত্রেও খুবই পারদর্শী হন এঁরা এবং যে কারও মন জয় করে নেয় এক নিমেষেই। এই রাশির মেয়েদের পুরুষদের মন জয় করে নিতে দেখা যায় হামেশাই।
advertisement
বৃষ / TAURUS রাশিফল Rashifal (April 21 – May 20) এই রাশির মেয়েদের ব্যক্তিত্ব খুব আকর্ষণীয় হয়। সবচেয়ে ভাল পোশাক পরার প্রতি তাদের আবেগ রয়েছে। তারা তাদের সুযোগ সুবিধার জন্য প্রচুর অর্থ ব্যয় করে। তারা বুদ্ধিমান এবং গুণী হন। এই রাশির মেয়েদের প্রতি ছেলেরা খুব দ্রুত আকৃষ্ট হয়। ছেলেদের মনে রাজত্ব করেন এনারা।
advertisement
ধনু/ SAGITTARIUS রাশিফল Rashifal (Nov 23-Dec 21) ধনু রাশির মেয়েদেরও স্বভাব খুব ভাল হয়। ধনু রাশির জাতিকারা শুধুমাত্র কথা বলার ভঙ্গি দিয়ে যে কারও মন জয় করতে পারেন। তাদের মুখে তীক্ষ্ণতা থাকে। যা সহজেই মন জিতে নেয় মানুষের। পুরুষরা এই ব্যক্তিত্বে সহজেই মুগ্ধ হন। অত্যন্ত প্রফুল্ল প্রকৃতির হয় এই মেয়েরা এবং সব সময় হাসিখুশি থাকে। ছেলেরা খুব দ্রুত ধনু রাশির জাতিকাদের প্রতি আকৃষ্ট হয়।
advertisement
মিথুন/ GEMINI রাশিফল Rashifal (May 21-June 21) কথা বলায় খুব পারদর্শী হন এই রাশির জাতিকারা। তাদের কথা বলার কায়দা যে কোনও কাউকে আকৃষ্ট করতে পারে এক মুহূর্তের আবেদনে। তাদের প্রকৃতি খুব যত্নশীল এবং প্রেমময় হয়। সব জায়গায় তাদের আলাদা পরিচয় আছে। একবার তারা যে কাজটি করার সিদ্ধান্ত নেয়, তা শেষ করার পরেই দম নেয়।