Trikalagya Joytishi Prediction: তরুণ ভারতীয় জ্যোতিষী বলেছিলেন করোনার কথা, ২১ দিন আগে বলেছিলেন হবে ভূমিকম্প, এবার ভারত নিয়ে কোন কালো দিনের ভবিষ্যদ্বাণী করলেন, আতঙ্কের শিহরণ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Trikalagya Joytishi Prediction: ত্রিকালজ্ঞ ঋষি-মুনিদের কথা অনেক শুনেছি, কিন্তু ২০ বছরের এই ভারতীয় জ্যোতিষী হড়হড় করে আগাম বলে দিচ্ছেন যা মিলে যাচ্ছে হুবহু
: ধ্বংসের পর ধ্বংস, মৃত্যুর পর মৃত্যু - এই এখন মায়ানমার-তাইল্যান্ডের ছবি৷ হাহাকারের রোল সর্বত্র৷ মৃত্যুর সংখ্যা সরকারি হিসেবেই যা সামনে আসছে তা দেখে শিউরে উঠতে হয়৷ কিন্তু এই মারাত্মক ভূমিকম্পের আগাম পূর্বাভাস দিয়েছিলেন ভারতেরই এক জ্যোতিষী৷ এই মুহূর্তে ভারতের যে জ্যোতিষীরা নিজেদের জ্যোতিষ শাস্ত্রের ভবিষ্যত বিবরণের জন্য বিখ্যাত তার মধ্যে অন্যতম অভিজ্ঞ আনন্দ৷
advertisement
advertisement
অভিজ্ঞ আনন্দকে বলা হচ্ছে ত্রিকালজ্ঞ। বয়স মাত্র ২০ বছর৷ নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করা একটি ভিডিয়োয় ভূমিকম্পের পূর্বাভাস দেন অভিজ্ঞ। তাঁর নিজের ইউটিউব চ্যানেলের নাম Praajna Jyotisha, তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা ১.১৯ মিলিয়ন৷ তিনি মায়ানমারের ভয়াবহ ভূমিকম্পের পর এবার জানিয়েছেন ভারতে হবে প্রবল ধ্বংসযজ্ঞ৷ নিস্তার পাবে না কেউই৷ Photo- Representative
advertisement
১ মার্চ এই জ্যোতিষী নিজের Praajna Jyotisha ইউটিউব চ্যানেলে পডকাস্টটি আপলোড করেছিলেন। সেখানে তিনি বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে বা এ বছরের মাঝামাঝি ভয়ঙ্কর ভূমিকম্প মারাত্মক ধ্বংসযজ্ঞ চালাবে। তাৎপর্যপূর্ণ ভাবে তিন সপ্তাহ পর ২৮ এবং ২৯ তারিখ কেঁপে ওঠে মায়ানমার এবং তাইল্যান্ডের৷ মহাক্ষতি হয় মায়ানমার, ব্যাঙ্ককে৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement