Shiv Puja Tips: শিবলিঙ্গে কি 'এই' বেলপাতা দিচ্ছেন? নিজের ছোট্ট ভুলেই নিমেষে তছনছ হয়ে যাবে সব, ভোলেবাবা একবার রাগলেই কিন্তু সর্বনাশ!
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Shiv Puja Tips: উজ্জয়িনীর জ্যোতিষী মনীশ শর্মা জানান, বেলপাতা নিবেদনের কিছু বিশেষ নিয়ম রয়েছে, যা শিব ভক্তদের মেনে চলা আবশ্যক। তবে বেলপাতা নিবেদন করার ক্ষেত্রে একটু সাবধান হতে হবে৷ তা না হলে ভুলের মাসুল গুণতে হবে ভক্তদের।
advertisement
advertisement
advertisement
জ্যোতিষীর মতে, বেলপাতা ভাঙার বিষয়ে শাস্ত্রে বেশ কিছু নিয়ম রয়েছে। সেই মতে সোমবার বা চতুর্দশীতে কখনই বেলপাতা ভাঙা উচিত নয়। প্রয়োজনে, এটি সর্বদা এক দিন আগে নিয়ে রাখা উচিত। এমনটা বিশ্বাস করা হয় যে, সোমবার ও চতুর্দশীতে বেলপাতা ছিঁড়ে শিবলিঙ্গে নিবেদন করলে ভগবান শিব অসন্তুষ্ট হন। আর ভোলেবাবা একবার রুষ্ট হলেই সব তছনছ হয়ে যাবে এক মুহূর্তে৷ তাই আগে থেকেই সাবধান হওয়া উচিত৷
advertisement
তিনি আরও জানান, শিবলিঙ্গে অর্পণ করতে একটি পরিষ্কার বেলপাতা বেছে নিন। এই পাতা একেবারে তাজা হতে হবে। বেলপত্র নিবেদনের সময় মনে রাখবেন বেলপত্রের মসৃণ অংশ যেন শিবলিঙ্গের উপরে রাখা হয়। সূর্যালোক এবং জলের প্রভাব থেকে এই পাতাগুলিকে রক্ষা করুন। শিবলিঙ্গে বেলপাতা অর্পণের সময় খেয়াল রাখবেন সেখানে যেন অন্তত ৩টি পাতা থাকে৷