Astro Tips: বাড়ির ছাদ বা বারান্দায় রোজ কাক এসে বসে? ৬টা বা ৯টা কাক দেখলে কী হয়? হতে পারে ভয়ঙ্কর কিছুও...

Last Updated:
যদি পশ্চিম দিকে বসে ডাকে তাহলে কর্মপ্রাপ্তি লাভ করবেন। যদি পূর্ব দিকে বসে কাক ডাকে তাহলে শীঘ্রই আপনার মনস্কামনা পূর্ণ হতে চলেছে।
1/8
পশ্চিমবঙ্গে যে পাখিটা সবথেকে বেশি দেখা যায়, তা হল কাক। অনেকেই বিশ্বাস করেন, কাক নাকি মানুষের জীবনে ঘটতে চলা শুভ বা অশুভ ঘটনার আঁচ আগে থেকেই পেয়ে যায়।
পশ্চিমবঙ্গে যে পাখিটা সবথেকে বেশি দেখা যায়, তা হল কাক। অনেকেই বিশ্বাস করেন, কাক নাকি মানুষের জীবনে ঘটতে চলা শুভ বা অশুভ ঘটনার আঁচ আগে থেকেই পেয়ে যায়।
advertisement
2/8
যদি কখনও সকাল ৬ থেকে ৯ টার মধ্যে কোন কাক উত্তর দিকে বসে ডাকে তাহলে ভেবে নিতে হবে যে আপনার জীবনে শত্রুর সংখ্যা বৃদ্ধি পেতে চলেছে।
যদি কখনও সকাল ৬ থেকে ৯ টার মধ্যে কোন কাক উত্তর দিকে বসে ডাকে তাহলে ভেবে নিতে হবে যে আপনার জীবনে শত্রুর সংখ্যা বৃদ্ধি পেতে চলেছে।
advertisement
3/8
বাইরে বেরোনোর আগে যদি দেখেন বাড়ির জানলায় বসে কাক ডাকছে, তা হলে যে কাজের জন্য বাইরে যাচ্ছেন, তা ভাল হবে৷
বাইরে বেরোনোর আগে যদি দেখেন বাড়ির জানলায় বসে কাক ডাকছে, তা হলে যে কাজের জন্য বাইরে যাচ্ছেন, তা ভাল হবে৷
advertisement
4/8
এক জায়গায় অনেকগুলি কাককে বসে থাকতে দেখলে জানবেন সামনেই ঘোর বিপদ! আপনার কোনও বড় সর্বনাশ হতে চলেছে। কোনও বাড়ির ছাদে অনেক কাক চেঁচামিচি করলে বুঝতে হবে সেই পরিবারের অশুভ সময় আসছে।
এক জায়গায় অনেকগুলি কাককে বসে থাকতে দেখলে জানবেন সামনেই ঘোর বিপদ! আপনার কোনও বড় সর্বনাশ হতে চলেছে। কোনও বাড়ির ছাদে অনেক কাক চেঁচামিচি করলে বুঝতে হবে সেই পরিবারের অশুভ সময় আসছে।
advertisement
5/8
অনেকের মধ্যে বিশ্বাস, কাক মৃত্যুখবর নিয়ে আসে। কাক উড়ে যাওয়ার সময় কোনও ব্যক্তির ওপর মলত্যাগ করলে সর্বনাশ! শরীর খারাপে ভুগতে হবে, প্রচুর আর্থিক লোকসানের সম্মুখীন হবেন।
অনেকের মধ্যে বিশ্বাস, কাক মৃত্যুখবর নিয়ে আসে। কাক উড়ে যাওয়ার সময় কোনও ব্যক্তির ওপর মলত্যাগ করলে সর্বনাশ! শরীর খারাপে ভুগতে হবে, প্রচুর আর্থিক লোকসানের সম্মুখীন হবেন।
advertisement
6/8
কাককে ঠোঁটে করে খাবার নিয়ে উঠে যেতে দেখাও শুভ সংকেত। আপনি শীঘ্রই অর্থ লাভ করবেন। বলা হয়, দুপুর বেলা উত্তর বা পূর্ব দিক দিয়ে কাকের আওয়াজ শুনতে পাওয়া শুভ।
কাককে ঠোঁটে করে খাবার নিয়ে উঠে যেতে দেখাও শুভ সংকেত। আপনি শীঘ্রই অর্থ লাভ করবেন। বলা হয়, দুপুর বেলা উত্তর বা পূর্ব দিক দিয়ে কাকের আওয়াজ শুনতে পাওয়া শুভ।
advertisement
7/8
কোথাও যাওয়ার সময় পথে কোনও পাত্রে কাককে জল পান করতে দেখা অত্যন্ত শুভ, আপনি খুব তাড়াতাড়ি প্রচুর টাকা পাবেন।
কোথাও যাওয়ার সময় পথে কোনও পাত্রে কাককে জল পান করতে দেখা অত্যন্ত শুভ, আপনি খুব তাড়াতাড়ি প্রচুর টাকা পাবেন।
advertisement
8/8
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ 18 বাংলা বাধ্য বা অনুরোধ করেনা ৷ নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ও তার ব্যবহারিক প্রয়োগ করুন ৷
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ 18 বাংলা বাধ্য বা অনুরোধ করেনা ৷ নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ও তার ব্যবহারিক প্রয়োগ করুন ৷
advertisement
advertisement
advertisement