Vishwakarma Puja 2023: আর মাত্র ৫ দিন, মুহূর্তে ঘুরে যাবে ভাগ্যের চাকা! এই বিশেষ শুভ সময়েই করতে হবে 'বিশ্বকর্মার পুজো'
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Vishwakarma Puja 2023: যে কোনও পুজো বা শুভকাজ বিশেষ শুভ সময়ে করার নিয়ম রয়েছে। তেমনই বিশ্বকর্মা পুজোরও বিশেষ সময় রয়েছে৷ এই নির্দিষ্ট সময় মতো বিশ্বকর্মার পুজো করলে মুহূর্তে খুলে যাবে ভাগ্য ৷
advertisement
advertisement
advertisement
advertisement
বিশ্বকর্মার পুজোর দিন বিশেষ করে কারখানা, বড় বড় শিল্প প্রতিষ্ঠান, গাড়ির দোকান, যন্ত্র ও সরঞ্জামের পূজা করা হয়।এই দিনে ভগবান বিশ্বকর্মার আশীর্বাদ লাভের জন্য যানবাহন , লোহা , খুচরা যন্ত্রাংশ ও যন্ত্রপাতি পরিষ্কার করে এবং তারপর তাদের পুজো করা হয়। এই দিনে মেশিন এবং সরঞ্জামগুলিকে আর ব্যবহার করা হয় না। পুজোর পর সেগুলি আবার পুনরায় ব্যবহৃত হয়৷ ( প্রতিবেদনের তথ্য জ্যোতিষ ভিত্তিক, নিউজ ১৮ বাংলা এর কোনও তথ্য নিশ্চিত করে না)


