Vastu Tips of Main Door: জীবনে আসবে খুশি জোয়ার! বাস্তুমতে সঠিক দিকে ডোর বেল লাগালে হবেই অর্থবৃষ্টি

Last Updated:
Vastu Tips of Main Door: বাস্তুশাস্ত্রে জমি ও বাড়ির দিক নির্দেশের পাশাপাশি মূল দরজাকেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। দরজার পাশাপাশি, সঠিক দিকে ডোর বেল লাগালে পরিবার হবে সুখী-সমৃদ্ধ।
1/7
বাস্তুশাস্ত্রে জমি ও বাড়ির দিক নির্দেশের পাশাপাশি মূল দরজাকেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। দরজার পাশাপাশি, সঠিক দিকে ডোর বেল লাগালে পরিবার হবে সুখী-সমৃদ্ধ।
বাস্তুশাস্ত্রে জমি ও বাড়ির দিক নির্দেশের পাশাপাশি মূল দরজাকেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। দরজার পাশাপাশি, সঠিক দিকে ডোর বেল লাগালে পরিবার হবে সুখী-সমৃদ্ধ।
advertisement
2/7
বিশেষজ্ঞদের মতে বাড়ির সদর দরজার একটি নির্দিষ্ট জায়গায় ডোর বেল রাখা উচিত। বাস্তু মতে,  ডোর বেলের আওয়াজ বাড়ির পরিবেশকে ইতিবাচক করে তোলে। মন্ত্রোচ্চারণের ডোর বেল লাগালে, সেটি বাড়ির দক্ষিণ-পূর্বের দেওয়ালের পূর্ব দিকে লাগান।
বিশেষজ্ঞদের মতে বাড়ির সদর দরজার একটি নির্দিষ্ট জায়গায় ডোর বেল রাখা উচিত। বাস্তু মতে, ডোর বেলের আওয়াজ বাড়ির পরিবেশকে ইতিবাচক করে তোলে। মন্ত্রোচ্চারণের ডোর বেল লাগালে, সেটি বাড়ির দক্ষিণ-পূর্বের দেওয়ালের পূর্ব দিকে লাগান।
advertisement
3/7
আবার পাখির ডাকের ডোর বেল লাগিয়ে রাখলে সেটি উত্তর-পশ্চিমের দেওয়ালে লাগানো শুভ। এই দিক দিয়ে বাড়িতে বায়ু প্রবেশ করে। তাই এ দিকে পাখির ডাকের ডোর বেল লাগালে পুরো বাড়িতে ইতিবাচক শক্তির সঞ্চার হয়।
আবার পাখির ডাকের ডোর বেল লাগিয়ে রাখলে সেটি উত্তর-পশ্চিমের দেওয়ালে লাগানো শুভ। এই দিক দিয়ে বাড়িতে বায়ু প্রবেশ করে। তাই এ দিকে পাখির ডাকের ডোর বেল লাগালে পুরো বাড়িতে ইতিবাচক শক্তির সঞ্চার হয়।
advertisement
4/7
বাস্তুশাস্ত্রে এমন ডোর বেল নির্বাচন করবেন, যা কানে শুনতে ভাল লাগে। কর্কশ বা অপ্রিয় ধ্বনির ডোর বেল ক্ষতিকর প্রমাণিত হতে পারে। এর ফলে পরিবারে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। তাই স্বস্তিদায়ক ডোর বেল লাগানো উচিত।
বাস্তুশাস্ত্রে এমন ডোর বেল নির্বাচন করবেন, যা কানে শুনতে ভাল লাগে। কর্কশ বা অপ্রিয় ধ্বনির ডোর বেল ক্ষতিকর প্রমাণিত হতে পারে। এর ফলে পরিবারে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। তাই স্বস্তিদায়ক ডোর বেল লাগানো উচিত।
advertisement
5/7
বাড়ির যে স্থানে ঠাকুরঘর, তার পাশে ভুলেও ডোর বেল লাগাবেন না। বাস্তু মতে ঠাকুরঘরের পাশে ডোরবেল লাগালে ধ্যান ভঙ্গ হয় এবং পুজোয় মনোনিবেশ করা যায় না।
বাড়ির যে স্থানে ঠাকুরঘর, তার পাশে ভুলেও ডোর বেল লাগাবেন না। বাস্তু মতে ঠাকুরঘরের পাশে ডোরবেল লাগালে ধ্যান ভঙ্গ হয় এবং পুজোয় মনোনিবেশ করা যায় না।
advertisement
6/7
 বাস্তু শাস্ত্র মতে মাটি থেকে অন্তত ৫ ফুট উচ্চতায় ডোর বেল লাগানো উচিত। আবার নেমপ্লেটের ওপরে ডোর বেল লাগানোর পরামর্শ দেয় বাস্তু শাস্ত্র। এর ফলে গৃহস্বামীর যশ-কীর্তি বৃদ্ধি পায়।
বাস্তু শাস্ত্র মতে মাটি থেকে অন্তত ৫ ফুট উচ্চতায় ডোর বেল লাগানো উচিত। আবার নেমপ্লেটের ওপরে ডোর বেল লাগানোর পরামর্শ দেয় বাস্তু শাস্ত্র। এর ফলে গৃহস্বামীর যশ-কীর্তি বৃদ্ধি পায়।
advertisement
7/7
পাশাপাশি পরিবারে আনন্দের আগমন ঘটে। বাস্তু মতে নেমপ্লেট ও ডোর বেল দোষযুক্ত হলে পরিবারে বিবাদ বাঁধে। শুভ শক্তির প্রবাহ হয় যদি বাড়িতে সঠিক ডোর বেল লাগানো থাকে। ( Disclaimer- উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷)
পাশাপাশি পরিবারে আনন্দের আগমন ঘটে। বাস্তু মতে নেমপ্লেট ও ডোর বেল দোষযুক্ত হলে পরিবারে বিবাদ বাঁধে। শুভ শক্তির প্রবাহ হয় যদি বাড়িতে সঠিক ডোর বেল লাগানো থাকে। ( Disclaimer- উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷)
advertisement
advertisement
advertisement