Vastu Tips: ভুলেও রান্নাঘরে এই ২ বাসন ভুল অবস্থানে রাখবেন না! অত্যন্ত অশুভ, জীবন নরক হয়ে যাবে

Last Updated:
Vastu Tips: রান্নাঘরের চাটু এমন জায়গায় রাখা উচিত যেখানে বাইরের লোকের সরাসরি নজর না পড়ে। রান্নাঘরের বাসন বহিরাগতদের নজরে আসা অশুভ বলে মনে করা হয়। 
1/11
*ভারতে বাস্তুশাস্ত্রের বিশেষ চর্চা রয়েছে। বাস্তুশাস্ত্রের সাহায্যে গৃহের অবস্থান নির্ণয় ও গৃহে আসবাব স্থাপন করা হয় যাতে গৃহে সুখ-শান্তি ও লক্ষ্মী বাস করেন। আজ আমরা চাটু সম্পর্কিত কিছু বাস্তুনিয়ম নিয়ে আলোচনা করব। ঠিক কীভাবে এটি ব্যবহার করতে হবে এবং এর ব্যবহারের উপকারিতা আমাদের আলোচনার লক্ষ্য। এর সাহায্যে বাড়িতে সুখ এবং সমৃদ্ধি দুই বৃদ্ধি পাবে। সংগৃহীত ছবি। 
*ভারতে বাস্তুশাস্ত্রের বিশেষ চর্চা রয়েছে। বাস্তুশাস্ত্রের সাহায্যে গৃহের অবস্থান নির্ণয় ও গৃহে আসবাব স্থাপন করা হয় যাতে গৃহে সুখ-শান্তি ও লক্ষ্মী বাস করেন। আজ আমরা চাটু সম্পর্কিত কিছু বাস্তুনিয়ম নিয়ে আলোচনা করব। ঠিক কীভাবে এটি ব্যবহার করতে হবে এবং এর ব্যবহারের উপকারিতা আমাদের আলোচনার লক্ষ্য। এর সাহায্যে বাড়িতে সুখ এবং সমৃদ্ধি দুই বৃদ্ধি পাবে। সংগৃহীত ছবি। 
advertisement
2/11
*বাস্তুশাস্ত্রে চাটু সম্পর্কিত কিছু নিয়ম রয়েছে। এটি ঠিক কীভাবে ব্যবহার করতে হয় এবং এর উপকারিতা কী কী সেই বিষয়ে আমরা জানব। এগুলো জেনে নিলে বাড়িতে বাস্তু দোষ সংশোধন করা সম্ভব। সংগৃহীত ছবি। 
*বাস্তুশাস্ত্রে চাটু সম্পর্কিত কিছু নিয়ম রয়েছে। এটি ঠিক কীভাবে ব্যবহার করতে হয় এবং এর উপকারিতা কী কী সেই বিষয়ে আমরা জানব। এগুলো জেনে নিলে বাড়িতে বাস্তু দোষ সংশোধন করা সম্ভব। সংগৃহীত ছবি। 
advertisement
3/11
*আমরা সবাই সাধারণত রান্নাবান্নায় চাটুর সাহায্যে রুটি বা অন্যান্য খাবার তৈরি করি। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে বাড়িতে ব্যবহৃত এই চাটুই আমাদের জীবনে সুখ ও সমৃদ্ধির কারণ হয়ে উঠতে পারে। সংগৃহীত ছবি। 
*আমরা সবাই সাধারণত রান্নাবান্নায় চাটুর সাহায্যে রুটি বা অন্যান্য খাবার তৈরি করি। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে বাড়িতে ব্যবহৃত এই চাটুই আমাদের জীবনে সুখ ও সমৃদ্ধির কারণ হয়ে উঠতে পারে। সংগৃহীত ছবি। 
advertisement
4/11
*রান্নাঘরে ব্যবহৃত বাসন ঘরে শুভ ও অশুভের কারণ হয়ে উঠতে পারে। এগুলো ব্যবহার করার সময় বিশেষ কিছু বিষয়ের যত্ন নেওয়া জরুরি। যাঁদের রান্নাঘর অপেক্ষাকৃত খোলামেলা, তাঁদের ঘরে বাসনপত্রের উপর যাতে বাইরের লোকের চোখ না পড়ে সেজন্য যত্ন নেওয়া উচিত। সংগৃহীত ছবি। 
*রান্নাঘরে ব্যবহৃত বাসন ঘরে শুভ ও অশুভের কারণ হয়ে উঠতে পারে। এগুলো ব্যবহার করার সময় বিশেষ কিছু বিষয়ের যত্ন নেওয়া জরুরি। যাঁদের রান্নাঘর অপেক্ষাকৃত খোলামেলা, তাঁদের ঘরে বাসনপত্রের উপর যাতে বাইরের লোকের চোখ না পড়ে সেজন্য যত্ন নেওয়া উচিত। সংগৃহীত ছবি। 
advertisement
5/11
*রান্নাঘরের চাটু এমন জায়গায় রাখা উচিত যেখানে বাইরের লোকের সরাসরি নজর না পড়ে। রান্নাঘরের বাসন বহিরাগতদের নজরে আসা অশুভ বলে মনে করা হয়। সংগৃহীত ছবি। 
*রান্নাঘরের চাটু এমন জায়গায় রাখা উচিত যেখানে বাইরের লোকের সরাসরি নজর না পড়ে। রান্নাঘরের বাসন বহিরাগতদের নজরে আসা অশুভ বলে মনে করা হয়। সংগৃহীত ছবি। 
advertisement
6/11
*রুটি বানানোর আগে নুন ছিটিয়ে প্রথম রুটিটি তৈরি করে গরুকে দান করেন। এমনটা বিশ্বাস করা হয় যে এটি করলে বাড়ি চিরকাল স্থায়ী হবে। সংগৃহীত ছবি। 
*রুটি বানানোর আগে নুন ছিটিয়ে প্রথম রুটিটি তৈরি করে গরুকে দান করেন। এমনটা বিশ্বাস করা হয় যে এটি করলে বাড়ি চিরকাল স্থায়ী হবে। সংগৃহীত ছবি। 
advertisement
7/11
*বাস্তু অনুসারে, চাটু এবং কড়ই উভয়ই রান্নাঘরে কখনওই উল্টো করে রাখা উচিত নয়। এতে করে বাড়িতে আর্থিক ক্ষতির পাশাপাশি আকস্মিক দুর্ঘটনা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সংগৃহীত ছবি। 
*বাস্তু অনুসারে, চাটু এবং কড়ই উভয়ই রান্নাঘরে কখনওই উল্টো করে রাখা উচিত নয়। এতে করে বাড়িতে আর্থিক ক্ষতির পাশাপাশি আকস্মিক দুর্ঘটনা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সংগৃহীত ছবি। 
advertisement
8/11
*এমনটাও বিশ্বাস করা হয় যে বাসন পরিষ্কার করার সময় তাতে কোনও ধারালো বস্তু দিয়ে আঁচড়ানো উচিত নয়। এ ছাড়াও বাসনে খাবার খাওয়াও অশুভ বলে মনে করা হয়। এই নিয়ম অনুসরণ করে ঘরের বাস্তু দোষ থেকে মুক্তি মিলতে পারে। সংগৃহীত ছবি। 
*এমনটাও বিশ্বাস করা হয় যে বাসন পরিষ্কার করার সময় তাতে কোনও ধারালো বস্তু দিয়ে আঁচড়ানো উচিত নয়। এ ছাড়াও বাসনে খাবার খাওয়াও অশুভ বলে মনে করা হয়। এই নিয়ম অনুসরণ করে ঘরের বাস্তু দোষ থেকে মুক্তি মিলতে পারে। সংগৃহীত ছবি। 
advertisement
9/11
*এমনও অনেক সময় দেখা যায়, রাতে খাওয়ার পর অনেকেই এঁটো বাসন ফেলে রাখেন। এতে দেবী অন্নপূর্ণা কূপিত হন। তাই রাতে খেয়ে ওঠার সঙ্গে সঙ্গে ভাল করে বাসন ধুয়ে ফেলতে হবে। সংগৃহীত ছবি। 
*এমনও অনেক সময় দেখা যায়, রাতে খাওয়ার পর অনেকেই এঁটো বাসন ফেলে রাখেন। এতে দেবী অন্নপূর্ণা কূপিত হন। তাই রাতে খেয়ে ওঠার সঙ্গে সঙ্গে ভাল করে বাসন ধুয়ে ফেলতে হবে। সংগৃহীত ছবি। 
advertisement
10/11
*গরম বাসনের ওপর কখনওই জল ঢালা উচিত নয়, তাতে ঝামেলা হওয়ার আশঙ্কা থাকে। আসলে গরম প্যানে জলের ফোঁটার শব্দ বাড়িতে নেতিবাচকতাকে আকর্ষণ করে। সংগৃহীত ছবি।
*গরম বাসনের ওপর কখনওই জল ঢালা উচিত নয়, তাতে ঝামেলা হওয়ার আশঙ্কা থাকে। আসলে গরম প্যানে জলের ফোঁটার শব্দ বাড়িতে নেতিবাচকতাকে আকর্ষণ করে। সংগৃহীত ছবি।
advertisement
11/11
*নিউজ ১৮ বাংলা কোনও কুসংস্কার প্রচার করেনা বা সমর্থন করেনা ৷ যেকোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
*নিউজ ১৮ বাংলা কোনও কুসংস্কার প্রচার করেনা বা সমর্থন করেনা ৷ যেকোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement