Vastu Tips: খাটের নীচে এই সব জিনিস রাখেন নাকি! রাখলে কিন্তু চরম ক্ষতি হয়ে যেতে পারে সংসারের
- Published by:Satabdi Adhikary
Last Updated:
Vastu Tips: বিশেষজ্ঞেরা বলছেন, কোনওক্রমেই বাড়িতে খাটের নীচে বাক্সে এই ৫টি জিনিস রাখা উচিত নয়৷ এতে বাড়ির সদস্যদের সাফল্য থমকে যায় এবং হঠাৎ করেই অর্থের বিপুল ক্ষতি হয়। (ফাইল-ছবি)
advertisement
আমাদের মধ্যবিত্ত পরিবারে অনেক সময়েই ঘরে জায়গার তুলনায় জিনিসপত্রের সংখ্যা বেশি হয়ে যায়৷ তখন আমরা ঘরের কোণে, বাঙ্কের উপরে, কখনও কখনও বিছানা বা খাটের নীচেও বাক্সবন্দি করে জিনিস পত্র রেখে দিই৷ কিন্তু, কিছু কিছু এমনও জিনিস রয়েছে, যা বিছানার নীচে রাখলে চরম ক্ষতি হয়ে যেতে পারে সংসারের৷ আসুন জেনে নিই সেগুলি কী কী৷ (ফাইল-ছবি)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
মধ্যবিত্ত বাঙালি মাত্রই তোষক বা বালিশের নীচে টাকা রাখার অভ্যাস৷ ভাল চান তো এখনই এই ধরনের অভ্যাস পরিত্যাগ করুন৷ বাস্তুশাস্ত্র অনুসারে, টাকা কখনওই বিছানার নীচে রাখা উচিত নয়। এতে সংসারে আর্থিক সংকট দেখা দিতে পারে। Disclaimer:উপরোক্ত তথ্যগুলির সত্যতা নিউজ 18 বাংলা নিশ্চিত করে না। আপনার নিজে বিচার করে সিদ্ধান্ত নিন।)