Vastu Tips: হাতে অর্থ থাকছে না, দেনায় জর্জরিত! এক নারকেলেই সন্তুষ্ট হবেন মা লক্ষী, টাকায় ভরে যাবে আপনার জীবন!
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Coconut Money Vastu: কাড়ি কাড়ি টাকা উপার্জন করার পরও দেখা যায়, আর্থিক সমস্যা কিছুতেই দূর হচ্ছে না৷ অথচ অনেক কম টাকা আয় করেও অনেকে আপনার থেকে ভালো আছে৷ এমন পরিস্থিতির শিকার হয়েছেন বহুজন৷ তাহলে এর সমাধান কী? উত্তর হতে পারে নারকেল, যা খুশি করে মা লক্ষীকে৷ অবাক না হয়ে বিস্তারিত জানুন৷ টিপস কাজে লাগলে টাকায় ভরে যাবে আপনার জীবন, মুক্তি পাবেন সমস্যা থেকে৷
আয় বেশি, খরচ কম… তবুও কি জীবনে টাকার অভাব আছে? এটি শুধু একটি প্রশ্ন নয়, একটি সমস্যা। আসলে, অনেক লোক প্রচুর উপার্জন করে, তবুও তাদের আর্থিক অবস্থা দুর্বল থাকে। এ ধরনের মানুষ সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় পড়েন। যদি আপনার সাথেও একই ঘটনা ঘটে থাকে তবে নারকেলের জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকার চেষ্টা করুন।
advertisement
এটা বিশ্বাস করা হয় যে নারকেল সম্পদের দেবী, অর্থাৎ দেবী লক্ষ্মীর সাথে যুক্ত। এমন অবস্থায় কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করলে সব সমস্যার সমাধান করা যায়। এখন প্রশ্ন হল, নারকেলের প্রতিকার কী? নারকেল প্রতিকার গ্রহণের সুবিধা কী কী? উন্নাওয়ের জ্যোতিষী ঋষিকান্ত মিশ্র শাস্ত্রী এই বিষয়ে নিউজ 18-এর সঙ্গে কথা বলেছেন৷ কী কী বলছেন তিনি জানুন৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement