Vastu Tips For Money: মা না স্ত্রী? পার্সে কার ছবি রাখলে টাকা আসবে হু হু করে? জানালেন বাস্তু এক্সপার্ট

Last Updated:
অনেকেই কাছের মানুষের ছবি টাকার পার্সে রাখেন। কিন্তু মা না স্ত্রী, কার ছবি পার্সে রাখলে টাকা আসবে হু হু করে? জানালেন বাস্তু বিশেষজ্ঞ শ্রুতি খারবান্দা
1/6
অনেকেই কাছের মানুষের ছবি টাকার পার্সে রাখেন। কিন্তু মা না স্ত্রী, কার ছবি পার্সে রাখলে টাকা আসবে হু হু করে? জানালেন বাস্তু বিশেষজ্ঞ শ্রুতি খারবান্দা।
অনেকেই কাছের মানুষের ছবি টাকার পার্সে রাখেন। কিন্তু মা না স্ত্রী, কার ছবি পার্সে রাখলে টাকা আসবে হু হু করে? জানালেন বাস্তু বিশেষজ্ঞ শ্রুতি খারবান্দা।
advertisement
2/6
শ্রুতি খারবান্দা জানান, আপনি কার ছবি পার্সে রাখবেন, সেটা একান্ত-ই আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু জ্যোতিষশাস্ত্রের দিক থেকে বিচার করতে গেলে, আপনার স্ত্রী হল আপনার শুক্র। তার মানে, পার্সে স্ত্রীর ছবি রাখলে আপনার শুক্র শক্তিশালী হবে।
শ্রুতি খারবান্দা জানান, আপনি কার ছবি পার্সে রাখবেন, সেটা একান্ত-ই আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু জ্যোতিষশাস্ত্রের দিক থেকে বিচার করতে গেলে, আপনার স্ত্রী হল আপনার শুক্র। তার মানে, পার্সে স্ত্রীর ছবি রাখলে আপনার শুক্র শক্তিশালী হবে।
advertisement
3/6
জ্যোতিষশাস্ত্র মতে, শুক্র প্রাচুর্য আনে। জীবনে আরাম- প্রতিপত্তি তখন-ই আসে যখন শুক্র তুঙ্গে থাকে। কাজেই শুক্রকে শক্তিশালী করতে, পার্সে স্ত্রীর ছবি রাখতে হবে।
জ্যোতিষশাস্ত্র মতে, শুক্র প্রাচুর্য আনে। জীবনে আরাম- প্রতিপত্তি তখন-ই আসে যখন শুক্র তুঙ্গে থাকে। কাজেই শুক্রকে শক্তিশালী করতে, পার্সে স্ত্রীর ছবি রাখতে হবে।
advertisement
4/6
অন্যদিকে, মা হল গুরু বা বৃহস্পতি। কাজেই জীবনে স্থিতিশীল হতে, পায়ের তলার মাটি শক্ত করতে পার্সে মায়ের ছবি রাখুন।
অন্যদিকে, মা হল গুরু বা বৃহস্পতি। কাজেই জীবনে স্থিতিশীল হতে, পায়ের তলার মাটি শক্ত করতে পার্সে মায়ের ছবি রাখুন।
advertisement
5/6
পার্সে মায়ের ছবি রাখলে যে টাকা বৃহস্পতির কল্যানে এসেছে, তা থাকবে। এবার এটা আপানার ব্যক্তিগত সিদ্ধান্ত, আপনি জীবনে আরাম-প্রতিপত্তি চান না স্থিতিশীলতা চান। যদি আরাম-প্রতিপত্তি চান, তাহলে পার্সে স্ত্রী ছবি রাখুন, যদি স্থিতিশীলতা চান, তাহলে পার্সে মায়ের ছবি রাখুন।
পার্সে মায়ের ছবি রাখলে যে টাকা বৃহস্পতির কল্যানে এসেছে, তা থাকবে। এবার এটা আপানার ব্যক্তিগত সিদ্ধান্ত, আপনি জীবনে আরাম-প্রতিপত্তি চান না স্থিতিশীলতা চান। যদি আরাম-প্রতিপত্তি চান, তাহলে পার্সে স্ত্রী ছবি রাখুন, যদি স্থিতিশীলতা চান, তাহলে পার্সে মায়ের ছবি রাখুন।
advertisement
6/6
আরেকটি গুরু্বপূর্ণ বিষয় হল, আপনার মা কিন্তু আপনার রাশিতে চন্দ্রের সঙ্গেও জড়িত। কাজেই, বাস্তু বিশেষজ্ঞ শ্রুতি খারবান্দার মতে,পার্সে মায়ের ছবি না রাখাই ভাল। কারণ, চন্দ্র সবসময় বাড়তে ও কমতে থাকে। চন্দ্র আমাদের চিন্তাধারাকে সবচেয়ে বেশি প্রভাবিত করে।
আরেকটি গুরু্বপূর্ণ বিষয় হল, আপনার মা কিন্তু আপনার রাশিতে চন্দ্রের সঙ্গেও জড়িত। কাজেই, বাস্তু বিশেষজ্ঞ শ্রুতি খারবান্দার মতে,পার্সে মায়ের ছবি না রাখাই ভাল। কারণ, চন্দ্র সবসময় বাড়তে ও কমতে থাকে। চন্দ্র আমাদের চিন্তাধারাকে সবচেয়ে বেশি প্রভাবিত করে।
advertisement
advertisement
advertisement