New Year Vastu Tips: সুখ আসবেই, টাকাও আসবে...নতুন বছরে অভাব ছুঁতে পারবে না! আর সময় নেই, গাছগুলো এখনই কিনলে বিরাট লোকসান

Last Updated:
সুখ-শান্তি-সমৃদ্ধি আসে এবং বারান্দার শোভাও বাড়ে৷ এই প্রতিবেদনে আমরা এমন কিছু গাছের কথা জানব, যেগুলি বসালে নতুন বছরের শুরুটাই দারুণ শুভ কাটবে আপনার৷
1/8
শীতকালে আমরা প্রায় প্রত্যেকেই আমাদের বাড়িতে কম বেশি ফুল গাছ বসাই৷ কিন্তু, কেমন হয়, যদি নতুন বছর আসার আগে থেকেই আমরা এমন কিছু গাছ বসাতে শুরু করি, যাতে দূর হয় সংসারের বাস্তু দোষ৷ সুখ-শান্তি-সমৃদ্ধি আসে এবং বারান্দার শোভাও বাড়ে৷ এই প্রতিবেদনে আমরা এমন কিছু গাছের কথা জানব, যেগুলি বসালে নতুন বছরের শুরুটাই দারুণ শুভ কাটবে আপনার৷
শীতকালে আমরা প্রায় প্রত্যেকেই আমাদের বাড়িতে কম বেশি ফুল গাছ বসাই৷ কিন্তু, কেমন হয়, যদি নতুন বছর আসার আগে থেকেই আমরা এমন কিছু গাছ বসাতে শুরু করি, যাতে দূর হয় সংসারের বাস্তু দোষ৷ সুখ-শান্তি-সমৃদ্ধি আসে এবং বারান্দার শোভাও বাড়ে৷ এই প্রতিবেদনে আমরা এমন কিছু গাছের কথা জানব, যেগুলি বসালে নতুন বছরের শুরুটাই দারুণ শুভ কাটবে আপনার৷
advertisement
2/8
এই গাছের তালিকায় প্রথমেই রাখা উচিত ক্রাইস্যান্থেমামের নাম৷ শীতকালে সাদা, লাল, বেগুনি, গোলাপি বহু রঙের ফুলে ভরে যায় এই গাছ৷ পালন করাও বেশ সোজা৷ বাস্তুশাস্ত্রবিদেরা জানাচ্ছেন, এই ফুলের একেক রঙ আমাদের জীবনে এক এক রকম প্রভাব ফেলে৷
এই গাছের তালিকায় প্রথমেই রাখা উচিত ক্রাইস্যান্থেমামের নাম৷ শীতকালে সাদা, লাল, বেগুনি, গোলাপি বহু রঙের ফুলে ভরে যায় এই গাছ৷ পালন করাও বেশ সোজা৷ বাস্তুশাস্ত্রবিদেরা জানাচ্ছেন, এই ফুলের একেক রঙ আমাদের জীবনে এক এক রকম প্রভাব ফেলে৷
advertisement
3/8
ক্রাইস্যান্থেমাম ফেংশ্যুই, বাস্তু উভয় দিক থেকেই অত্যন্ত শুভ বলে মনে করা হয়৷ সাদা ফুল সৌন্দর্য ও স্পষ্টতার প্রতীক বলে মনে করা হয়৷ ওরেঞ্জ স্থিরতা, হলুদ মানসিক মজবুতি, লাল প্রেরণা এবং বেগুনি ধন প্রাচুর্যের প্রতীক বলে বিবেচিত হয়৷
ক্রাইস্যান্থেমাম ফেংশ্যুই, বাস্তু উভয় দিক থেকেই অত্যন্ত শুভ বলে মনে করা হয়৷ সাদা ফুল সৌন্দর্য ও স্পষ্টতার প্রতীক বলে মনে করা হয়৷ ওরেঞ্জ স্থিরতা, হলুদ মানসিক মজবুতি, লাল প্রেরণা এবং বেগুনি ধন প্রাচুর্যের প্রতীক বলে বিবেচিত হয়৷
advertisement
4/8
জেড প্লান্ট৷ সাক্যুল্যান্ট জাতীয় এই গাছ টাকা পয়সাকে চুম্বকের মতো আকর্ষণ করে বলে মনে করা হয়৷ এই গাছ বাড়িতে রাখলে সৌভাগ্য, সমৃদ্ধি, সম্পদের প্রাচুর্য সবই আসে৷
জেড প্লান্ট৷ সাক্যুল্যান্ট জাতীয় এই গাছ টাকা পয়সাকে চুম্বকের মতো আকর্ষণ করে বলে মনে করা হয়৷ এই গাছ বাড়িতে রাখলে সৌভাগ্য, সমৃদ্ধি, সম্পদের প্রাচুর্য সবই আসে৷
advertisement
5/8
আজালিয়া গাছ৷ গুল্ম জাতীয় এই গাছে মিষ্টি রঙের ফুল হয়৷ এই গাছ সংসারে শান্তি ও ভারসাম্য আনে৷ পরিবারের সদস্যদের মধ্যে বন্ধন সুদৃঢ় করে৷
আজালিয়া গাছ৷ গুল্ম জাতীয় এই গাছে মিষ্টি রঙের ফুল হয়৷ এই গাছ সংসারে শান্তি ও ভারসাম্য আনে৷ পরিবারের সদস্যদের মধ্যে বন্ধন সুদৃঢ় করে৷
advertisement
6/8
লাকি ব্যাম্বু৷ এই গাছ আমাদের অন্তর্নিহিত শক্তির প্রতিনিধিত্ব করে৷ গাছটিতে কতগুলি শাখা রয়েছে, তা নির্দেশ করে অনেক কিছু৷
লাকি ব্যাম্বু৷ এই গাছ আমাদের অন্তর্নিহিত শক্তির প্রতিনিধিত্ব করে৷ গাছটিতে কতগুলি শাখা রয়েছে, তা নির্দেশ করে অনেক কিছু৷
advertisement
7/8
অর্কিড৷ অর্কিড গাছে ফুল ফোটার অর্থ, বাড়ির সকলের সমৃদ্ধি এবং শুভ যোগ৷ এটি আমাদের নীতিগত পথ থেকে কখনও ভ্রষ্ট হতে দেয় না৷
অর্কিড৷ অর্কিড গাছে ফুল ফোটার অর্থ, বাড়ির সকলের সমৃদ্ধি এবং শুভ যোগ৷ এটি আমাদের নীতিগত পথ থেকে কখনও ভ্রষ্ট হতে দেয় না৷
advertisement
8/8
(Disclaimer: এই প্রতিবেদনে থাকা তথ্যের সত্যতা নিউজ ১৮ নিশ্চিত করে না৷ প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷)
(Disclaimer: এই প্রতিবেদনে থাকা তথ্যের সত্যতা নিউজ ১৮ নিশ্চিত করে না৷ প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷)
advertisement
advertisement
advertisement