Vastu Tips For Home Building: ধনলাভ না কি রোগভোগ? বাড়ি তৈরির মাস নির্বাচনে ভুল করছেন না তো? গৃহারম্ভের আগে জেনে নিন শুভ-অশুভ মাস ও গ্রহযোগ
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Best Months for House Construction According to Vastu: বাস্তুশাস্ত্র ও জ্যোতিষ অনুযায়ী নির্দিষ্ট মাসে গৃহনির্মাণ শুরু করলে শুভ ফল মেলে। কোন মাস শুভ, কোন মাস অশুভ এবং গ্রহের কোন যোগে গৃহারম্ভ লাভজনক—জানালেন বিশেষজ্ঞ
কমবেশি সকলের একটি নিজের সাধের বাড়ি তৈরির ইচ্ছে থাকে। তবে অনেকেই জানেন না ঠিক কোন মাসে এবং কোন সময় বাড়ি নির্মাণের কাজ শুরু করা উচিত। বাস্তুশাস্ত্র মতে বাড়ি নির্মাণের সঠিক মাস বৈশাখ, কার্তিক, অগ্রহায়ণ ও ফাল্গুন। মূলত এই মাসগুলি গৃহ নির্মাণের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফলদায়ক। তবে এর সঙ্গে শুভ বার,শুভ মুহূর্ত, শুভ নক্ষত্র ও শুভ তিথি এগুলি খেয়াল রাখতে হবে। আর এই বিষয়ে আমাদের জানিয়েছেন বিশিষ্ট বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞ উৎপল বিশ্বাস।(ছবি ও তথ্য: সৌভিক রায়)
advertisement
advertisement
advertisement
advertisement








